![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অনেক ভাগ্যবান, আমার এমন কিছুর বন্ধু আছে যারা আমি পিছিয়ে পড়লে হাত বাড়িয়ে দেই এগিয়ে যাওয়ার পথে। যারা স্বার্থপরের পথে আমার কাছ থেকে নিয়ে নেই আমার সব হতাশাগুলো; জোর করে চাপিয়ে দেই তাদের আনন্দের মূহুর্তগুলো।
ভুলগুলো শুধরে দিয়ে আলোর পথে এগিয়ে দেয়; খুব হতাশার সময়ে রেগে গিয়ে ভালোবাসার পথ চেনায়!
এরচেয়ে আর বেশি কি বা হতে পারে?
এখনো বন্ধুত্বের সুবাস আছে বলেই নিশ্বাস নিতে পারি; এখনো বেচে আছি! বন্ধু এই সুভাস যেন কখনো মিলিয়ে না যায়!
ভালো থাকিস তোরা সব সময়; এই বন্ধু দিবসে শুধু এটুকুই চাওয়া।
HAPPY FRIENDSHIP DAY!
©somewhere in net ltd.