![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনোয়ারা ক্লার্ক, একাত্তরে পাকিস্তানী হানাদারদের পাশবিকতার শিকার সে। হাল্কা-পাতলা গড়নের স্বাধীনতার সমান বয়সী মেয়েটি। বেড়ে ওঠার পর সে তার পালক পিতা-মাতার কাছে জন্মের বৃত্তান্ত জেনেছে। শুনেছে ১৬ ডিসেম্বরের পর পাকিস্তানী হানাদারদের নারী নির্যাতন সেলের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়। হানাদারদের বেয়নেট চার্জে নিহত মায়ের পাশে ক্রন্দনরত শিশুটিকে উদ্ধারের পর সদ্য প্রতিষ্ঠিত মাদার তেরেসা হোমসে রাখা হয়। তখনও শিশুটির শরীরে বেয়নেটের ক্ষত থেকে ঝরছিল রক্ত। এখান থেকেই তাকে দত্তক নেন কানাডার ভ্যাঙ্কুবারের এক দম্পতি লিন্ডা ও ক্লার্ক। দত্তক দেয়ার সময় হোমস তার নাম রাখে মনোয়ারা। পারিবারিক পরিবেশে পিতা-মাতার স্নেহ মমতায় সে বেড়ে ওঠে। কিন্তু এক সময় তারা তাকে তাড়িয়ে দেয়। তখন বয়স তার ১২। সেবার আশ্রয় পায় মার্গারেট নিকল নামের এক সন্তানবৎসল নারীর কাছে। যিনি মাতৃস্নেহ ও ভালবাসায় তাকে লালন-পালন শেষে বিয়ে দেন। মাতৃস্নেহ বঞ্চিত হয়নি মনোয়ারা। মায়া মমতার গভীরতা স্পর্শ করেছে এই মায়ের কল্যাণেই। মনোয়ারা নিজেও এক সন্তানের জননী আজ। নিজের মাকে দেখেননি, ভালবাসাও মেলেনি, ঠাঁই পাননি নিজ দেশেও। সেই মনোয়ারা তার সন্তান জুলিয়াকে গভীর ভালবাসায় পরিপূর্ণ করতে চান। মনোয়ারা ক্লার্ক স্বাধীনতার ৪৩ বছর পর এসেছেন নিজ মাতৃভূমিতে। খুঁজছেন পরিবার-পরিজন, যা আসলে অসম্ভবের নামান্তর। মাদার তেরেসা হোমস যুদ্ধশিশুদের জন্মদায়িনীদের নাম-ঠিকানা রাখেনি, ফলে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া লৌকিকভাবে অকল্পনীয়। যুদ্ধশিশুরা নানা দেশে দত্তক হিসেবে আশ্রয় পেয়েছিল সেদিন। সমাজ তাদের গ্রহণ করেনি। যুদ্ধশিশুদের সামাজিকভাবে স্বদেশে বেড়ে ওঠার পরিবেশ ও পরিস্থিতি তখনও দূরস্ত। তাই সরকার তাদের দত্তক প্রদানে সম্মতি জানিয়েছিল। যুদ্ধশিশুদের যেসব মা বিপর্যস্ত হয়েও বেঁচেছিলেন, তাঁদের পুনর্বাসন করা গেলেও শিশুদের লালন-পালন ছিল দুঃসাধ্য। পাকিস্তানী হানাদারদের বর্বরতার নিদর্শন হয়ে আছে এই যুদ্ধশিশুরা। প্রায় ৪৩ বছর বয়সী এই যুদ্ধশিশুদের সংখ্যাও অজ্ঞাত। অনেক দেশেই তাঁরা বসবাস করছেন। কখনও কখনও কেউ কেউ শিকড়ের সন্ধানে ছুটে আসছেন জন্মভূমিতে।
©somewhere in net ltd.