নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিই মেঘদূত

আমিই মেঘদূত › বিস্তারিত পোস্টঃ

সিঙ্গাপুরে অভিবাসী শ্রমিকদের আবাসন সুবিধা বাড়ছে

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৯



অভিবাসী শ্রমিকদের আবাসনের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে সিঙ্গাপুর সরকার। নির্মাণসহ অন্য কয়েকটি খাতে শ্রমিকদের জন্য আলাদা ও মানসম্মত বাসস্থানের ব্যবস্থা করে দিতে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে চলতি বছরের মে মাস পর্যন্ত সময় বেঁধে দিয়েছে তারা। সম্প্রতি দেশটির সংসদে অভিবাসী শ্রমিকদের আবাসন বিষয়ে একটি নতুন বিলও পাস হয়েছে। যেখানে শ্রমিকদের আবাসন সংক্রান্ত বিধি-বিধান না মানলে সর্বোচ্চ শাস্তি হিসেবে কোম্পানির লাইসেন্স বাতিল, কারাদণ্ড ও জরিমানার বিধান রাখা হয়েছে। সাধারণত সিঙ্গাপুরের ফরেন এমপ্লয়মেন্টের অধীনে বিদেশ থেকে আসা শ্রমিকদের আবাসন ব্যবস্থা কোম্পানিকেই করে দিতে হয়। এজন্য কোম্পানিগুলো ডরমেটরি ভাড়া করে থাকে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী খরচ কমাতে আবাসিক এলাকায় ফ্ল্যাট ভাড়া করে এক সঙ্গে অনেকজনের থাকার ব্যবস্থা করে দেন। এতে আবাসিক এলাকাগুলো দিন দিন কোলাহলমুখর, অপরিচ্ছন্ন ও অনিরাপদ হয়ে পড়ছে এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। আবার কোন কোন ক্ষেত্রে কলকারখানার আশপাশের খালি জায়গায় অস্থায়ী বাসস্থান তৈরি করে শ্রমিকদের রাখা হচ্ছে। ছোট্ট পরিসরে অপরিকল্পিত আবাসনে এক সঙ্গে অনেকজন থাকার কারণে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হওয়ায় শ্রমিকরা প্রায়ই বিভিন্ন রোগ-ব্যাধিতে ভুগছেন। শ্রমিকদের আবাসন সুবিধা বাড়লে তারা সেখানে স্বস্তিতে কাজ করতে পারবেন। দেশে প্রচুর পরিমানে বৈদেশিক মুদ্রা অর্জিত হবে, অর্থনৈতিক গতি বাড়বে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.