![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগামী জুন থেকে এক হাজার ইউনিয়ন পরিষদ ফাইবার অপটিক্যাল কেবলের মাধ্যমে ইন্টারনেট সেবা দেয়ার ঘোষণা দিয়েছে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। গ্রাম পর্যায়ে ইন্টারনেট সুবিধা বাড়াতে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে ১৩০টি উপজেলায় নির্বাচিত ইউনিয়নগুলোতে অপটিক্যাল ফাইবার কেবল স্থাপনের কাজ শুরু হবে। ফাইবার অপটিক্যাল কেবল প্রকল্পটির কাজ বাস্তবায়ন করবে বিটিসিএল। প্রকল্পের আওতায় ১৩০টি উপজেলার এক হাজার ইউনিয়নে প্রায় ১২ হাজার কিলোমিটার অপটিক্যাল কেবল স্থাপন করা হবে। সারাদেশে শক্তিশালী ও উচ্চ ক্ষমতাসম্পন্ন তথ্য প্রযুক্তিগত অবকাঠামো নির্মাণের অংশ হিসাবে এ প্রকল্প হাতে নিয়েছে সরকার। এর আওতায় প্রতিটি ইউনিয়নে একটি করে ই-তথ্যকেন্দ্র নির্মাণ করা হবে। ২০১০ সালে বিটিসিএল ইউনিয়ন পর্যায়ে তথ্যপ্রযুক্তি সুবিধা পৌঁছে দেয়ার পরিকল্পনা হাতে নেয়। নানা কারণে প্রকল্পটি বাস্তবায়নে জটিলতা তৈরি হওয়ায় বাস্তবায়নে দীর্ঘ সময় চলে যায়। বর্তমানে প্রকল্পটি বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ নেয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে গ্রাম পর্যায়ে ইন্টারনেট সুবিধা শহরের মতোই পাওয়া যাবে। এদিকে, সারা দেশে ইতিমধ্যে প্রায় পাঁচ হাজার কিলোমিটারের বেশি অপটিক্যাল ফাইবার কেবল স্থাপন করা হয়েছে, আইপিভিত্তিক সেবা দেয়ার জন্য। ৪২ জেলার দেড় শতাধিক নোডে মোট ৪৬ হাজার ক্ষমতাসম্পন্ন এডিএসএল এক্সেস নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। বিটিসিএলের ৭৪৭টি এক্সচেঞ্জের (৬৪ জেলার) অপটিক্যাল ফাইবার সংযুক্ত করেছে। দেশে টেলিফোনের সংযোগ ক্ষমতা ১৪ লাখের বেশি হলেও এই সুবিধার আওতায় আসেনি বেশিরভাগ টেলিফোন। ইন্টারনেট সেবা দেয়ার যথেষ্ট সুযোগ সৃষ্টি হলেও সেই সেবা থেকে গ্রাহক এখনও বঞ্চিত হচ্ছে। কম দামে গ্রাহক ইন্টারনেট সেবা পাচ্ছে না। টেলিফোন, এডিএসএল, ইন্টারনেট ব্যান্ডউইথের চার্জ কমিয়ে আনা হয়েছে। ব্যয়বহুল কপার কেবলের বদলে অপটিক্যাল ফাইবার ব্যবহার করে খরচ কমানোর পদক্ষেপ হাতে নেয়া হয়েছে। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে মোট সাড়ে চার হাজার কিলোমিটার ফাইবার লাইন স্থাপনের কাজ শেষ করা হয়েছে। বিটিসিএলের অপটিক্যাল ফাইবার কেবলের সংযোগের কারণেই এসব করা সম্ভব হয়েছে। এই প্রকল্প বাস্তবায়ন হলে গ্রাম পর্যায়ে গ্রাহক সেবা অনেক বেড়ে যাবে। সরকারের এ পদক্ষেপের ফলে ডিজিটালের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে দেশ।
©somewhere in net ltd.