![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভারত, নেপাল, ভুটান ও মিয়ানমারের সঙ্গে আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে বিদ্যুত সরবরাহ সহজতর করতে কাজ করছে সরকার। নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুত উৎপাদন করে ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে দেয়ার লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বর্তমানে দেশের ৭০ শতাংশের অধিক লোক বিদ্যুত সুবিধা ভোগ করছে। এ লক্ষ্যে বিদ্যুতের সরবরাহ বাড়াতে এর সিস্টেমলস কমানোরও চেষ্টা হচ্ছে। বর্তমানে বিদ্যুতে সিস্টেমলস ১০ শতাংশের কম। তবে যেহেতু বিদ্যুত উন্নয়নে গ্যাস দরকার। আমাদের সমুদ্রসীমায় গ্যাস পাওয়া গেলেও তা ব্যবহার উপযোগী করতে ১০ বছরেরও বেশি সময় লেগে যাবে। তাই বিদ্যুতের সরবরাহ বাড়াতে সরকার নতুন নতুন বিদ্যুত কেন্দ্র স্থাপনের পাশাপাশি পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে বিদ্যুত বিনিময় ব্যবস্থা চালুর জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন ভারত থেকে বিদ্যুত আনা হচ্ছে। মিয়ানমার, নেপাল ও ভুটান থেকে বিদ্যুত আনার চেষ্টা করা হচ্ছে। নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে সরকার বেসরকারী খাতের সঙ্গে একযোগে কাজ করে যাচ্ছে। দেশের বেশিরভাগ শিল্প এলাকাতেই চাহিদা অনুযায়ী বিদ্যুত (৩৩ কেভি ভোল্টেজ) নেই। সাধারণ ফিডার থেকে শিল্প কারখানাগুলোতে বিদ্যুতের লাইন দেয়া হয়েছে। যেখান থেকে আবাসিক খাতেও বিদ্যুতের লাইন দেয়া হয়েছে। তাই শিল্প খাত ন্যায্য বিদ্যুত বঞ্চিত হচ্ছে। শিল্প কারখানা এবং আবাসিক উভয় খাতে যাতে সমানভাবে বিদ্যুৎ পায় সে লক্ষ্যেই সরকারের এ উদ্যোগ।
©somewhere in net ltd.