![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের সামাজিক দশ সূচকে বাংলাদেশের অগ্রগতি হয়েছে। এগুলো হচ্ছে মানুষের গড় আয়ু, পানির ব্যবহার, বিদ্যুতের ব্যবহার, টয়লেট সুবিধা, নির্ভরশীলতার অনুপাত, শিক্ষার হার, শিশুমৃত্যুর হার, মাতৃমৃত্যুর হার, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার এবং স্থূল প্রতিবন্ধিতা, যা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার (এমডিজি) লক্ষ্য অর্জনে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পরিচালিত মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটিটিকস অব বাংলাদেশ এসভিআরএস-২০১৩ জরিপে এসব তথ্য উঠে এসেছে। দারিদ্র্য বিমোচনসহ গুরুত্বপূর্ণ আর্থ-সামাজিক অর্জনের ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিয়ত পর্যবেক্ষণ করা হচ্ছে। বাংলাদেশ নিম্ন আয়ের থেকে মধ্য আয় এবং উন্নত দেশে যাবে। এ জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে সরকার। সেসব কার্যক্রমের অর্জিত ফলাফল বিবিএসের এই প্রকল্পের মাধ্যমে উঠে আসে। এক কথায় একটি পরিবারের সামগ্রিক চিত্র, একজন বাস চালক বা মোটর মেকানিক কিভাবে জীবনধারণ করে তা তুলে আনা হচ্ছে। এভাবে সঠিক চিত্র পেলে সরকারের পক্ষে সমন্বিত পরিকল্পনা করা সহজ হবে। সেই সঙ্গে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার (এমডিজি) মূল্যায়নসহ গুরুত্বপূর্ণ নির্দেশক মূল্যায়নে ভূমিকা রাখবে।
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২৩
জেকলেট বলেছেন: বিশুদ্ধ পানি ৯৮.৫ শতাংশ পায়???
ভাইজান ঠিক আচেন তো?? আপনি নিজে কি ঢাকার টেপের পানি না ফুটিয়ে পান করেন??
এই ঢাকা শহরেই তো বিশুদ্ধ পানির সাথে কিছু বিনপি-জামাত মাইন্ডেড কেচু-পোকা মাকড় পাওয়া যায়। আর নিরামিষ ভুজিদের আমিষের চাহিদা তো এই ঢাকার পানি পুরন করে। আহহারে স্বাদের ঢাকার পানি। ICCDRB তে গেলে ই দেখা যায় কি বিশুদ্ধ পানি পান করছি আমরা।
আর আর্সেনিকের কথা ত নাই বললাম।