![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে আসা আন্তর্জাতিক কল পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিকম নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ জন্য গত ২৪ মার্চ একটি মনিটরিং ব্যবস্থা চালু করে বিটিআরসি। এর মাধ্যমে বাংলাদেশে আসা আন্তর্জাতিক কল পর্যবেক্ষণ করবে বিটিআরসির। আন্তর্জাতিক কল গ্রহণের লাইসেন্সের মধ্যে শর্ত রয়েছে, কল অপারেটিংয়ের জন্য যে কোনো সময় বিটিআরসি যে কোনো নির্দেশনামূলক বিষয় নির্ধারণ করতে পারবে। মনিটরিং ব্যবস্থা চালুর বিষয়টিও এরই একটি অংশ। যার ফলে বাংলাদেশে আসা আন্তর্জাতিক কল মনিটরিং করবে বিটিআরসি। দেশে আন্তর্জাতিক কলের পরিমাণ দিনে গড়ে ১২ কোটি মিনিট ছাড়িয়েছে। প্রতিদিন আসা আন্তর্জাতিক ইনকামিং কলের এ গড় কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ। ২০১১ সালে দেশে আসা আন্তর্জাতিক কলের দৈনিক সংখ্যা ছিল গড়ে ৪ কোটি ৬১ লাখ মিনিট। ২০১২ সালে যা সাড়ে ৩ কোটি, ২০১৩ সালে ৪ কোটি ৬৫ লাখ ও ২০১৪ সালে ৭ কোটি মিনিট ছিল। চলতি বছর তা বেড়ে ১২ কোটি মিনিট ছাড়িয়েছে। গত বছরের সেপ্টেম্বরে পরীক্ষামূলক ছয় মাসের জন্য আন্তর্জাতিক কল টার্মিনেশন চার্জ কমায় সরকার। মাসটির শুরুতে দৈনিক গড়ে আন্তর্জাতিক কল ছিল সাড়ে ৫ কোটি। ঐ মাসের মাঝামাঝি তা বাড়তে শুরু করে। সে সময় আন্তর্জাতিক অন্তর্গামী কলের পরিমাণ ছিল গড়ে ৮ কোটি মিনিট। এরই ধারাবাহিকতায় বর্তমানে প্রতিদিন ১২ কোটির বেশি কল আসছে। অবৈধ কল আদান-প্রদান বন্ধে বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক কল টার্মিনেশন চার্জ কমানোর প্রভাবে গত কয়েক মাসে কলের পরিমাণ বেড়েছে। বিটিআরসি এমন পদক্ষেপে বৈধ পথে আসা আন্তর্জাতিক কলের পরিমাণ বাড়ার পাশাপাশি অবৈধ কল আদান-প্রদান বন্ধে সফল হবে বাংলাদেশ।
©somewhere in net ltd.
১|
১৯ শে মে, ২০১৫ বিকাল ৪:৫১
ঢাকাবাসী বলেছেন: অদক্ষ আর ঘুষখোর হওয়ার কারণে জাইকা এদের কাছে থেকে কয়েক শ কোটি টাকা প্রত্যাহার করে নিয়েছে