নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিই মেঘদূত

আমিই মেঘদূত › বিস্তারিত পোস্টঃ

যোগ্য বাবার যোগ্য মেয়ে - বাবার স্বপ্নকে বাস্তবে রূপ দিলেন মেয়ে

১৯ শে মে, ২০১৫ বিকাল ৫:৪৭

১। বাংলাদশে স্বাধীন হওয়ার পর ১৯৭৪ সালে মুজবি-ইন্দরিা চুক্তি হয়। এর আওতায় ছিটমহল বিনিময়ে বাংলাদশেরে দিক থকে সব প্রক্রিয়া সারা হলওে তা আটকে ছিল ভারতরে দিকে। কারণ, ভূমি ছাড়তে হলে ভারতরে সংবধিান সংশোধনরে প্রয়োজন। এর মধ্যে ২০১১ সালে ভারতে তৎকালীন কংগ্রসে সরকাররে প্রধানমন্ত্রী মনমোহন সিংযের ঢাকা সফররে সময় স্থল সীমান্ত সমস্যার সমাধানে দুই দশেরে মধ্যে একটি প্রটোকল সই হয়।
২। গত মঙ্গলবার স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নে সংবধিান সংশোধনরে প্রস্তাবে সায় দেয় ভারতরে মন্ত্রসিভা। পররে দিন বাংলাদশেরে কাছে বহু প্রতীক্ষিত সীমান্ত বিল পাস হয় ভারতরে পার্লামেন্টের উচ্চ কক্ষ রাজ্যসভায়। বৃহস্পতিবার লোকসভায় সীমান্ত বিল নামে পরচিতি পাওয়া সংবিধান সংশোধনের ১১৯তম প্রস্তাব অনুমোদন পায়।
৩। নরন্দ্রে মোদী লিখেছেন, বাংলাদশেরে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হল। ঐতিহাসিক এই মুহূর্তে তার মাধ্যমে বাংলাদেশের জনগণকে শুভচ্ছো জানালাম। ১৯৭৪ সালের ১৮ মে বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমান ভারতরে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে যে চুক্তি স্বাক্ষর করেছিলেন, আজ আপনার সরকাররের সময় সেই মে মাসেই সেই বিলটি পাস হল।
৪। বর্তমানে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ১১১টি ছিটমহল রয়েছে, এতে রয়েছে ৩৭ হাজার মানুষের বাস। অন্যদিকে ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ৫১টি ছিটমহলের বাসিন্দা ১৪ হাজার। ২০১১ সালে দুই দেশের যৌথ উদ্যোগে শুমারিতে এই তথ্য পাওয়া যায়।ভারতের ভেতরে থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহলের আয়তন মোট ৭ হাজার ১১০ একর; অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ১১১টি ছিটমহলের আয়তন ১৭ হাজার ১৬০ একর।চুক্তি কার্যকর হলে বাংলাদেশের ৫১টি ছিটমহল (৭১১০ একর জমি) ভারতের অংশ হয়ে যাবে। আর ভারতের ১১১টি ছিটমহল (১৭১৬০ একর জমি) বাংলাদেশের অংশ হয়ে যাবে।ছিটমহল বিনিময়ের ফলে ভারত যে প্রায় ১০ হাজার একর জমি বেশি হারাবে, সে জন্য কোনো ক্ষতিপূরণ পাবে না বলে প্রটোকলে উল্লেখ রয়েছে।এগুলোর মধ্যে লালমনিরহাট জেলায় ৫৯টি, পঞ্চগড় জেলায় ৩৬টি, কুড়িগ্রাম জেলায় ১২টি, নীলফামারী জেলায় ৪টি ভারতীয় ছিটমহল রয়ছে। প্রটোকলের আওতায় অপদখলীয় ভূমি নিয়ে বিরোধের অবসানও ঘটবে। এতে ভারত অপদখলীয় ২৭৭৭ একর জমির মালিকানা পাবে। আর ২২৬৭ একর জমির উপর বাংলাদেশের মালিকানা প্রতিষ্ঠিত হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.