নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিই মেঘদূত

আমিই মেঘদূত › বিস্তারিত পোস্টঃ

দেশের সব ইউনিয়ন ডিজিটাল সেন্টারে এজেন্ট ব্যাংকিং সেবা চালুর উদ্যোগ সরকারের

১৮ ই জুন, ২০১৫ বিকাল ৩:০৯


দেশের সব ইউনিয়ন ডিজিটাল সেন্টারে এখন থেকে স্বল্পপরিসরের এজেন্ট ব্যাংকিং সেবা পাওয়া যাবে। এই সেবা দিতে এক্সেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচীর সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বেসরকারী খাতের মধুমতি ব্যাংক লিমিটেড। এই চুক্তির আওতায় মধুমতি ব্যাংক ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোকে এজেন্ট পয়েন্ট হিসেবে ব্যবহার করে গ্রাহকদের ব্যাংক হিসাব খোলা, টাকা জমা ও উত্তোলন, টাকা ট্রান্সফার, ইউটিলিটি বিল পরিশোধ, বৈদেশিক রেমিট্যান্স, ব্যালান্স অনুসন্ধানসহ বাংলাদেশ ব্যাংক অনুমোদিত বেশকিছু সেবা দিতে পারবে। সমাজের সকল স্তরের মানুষকে আর্থিক কর্মকান্ডে অন্তর্ভুক্ত করতে এজেন্ট ব্যাংকিং চালু করা হয়েছে। এর সুবিধা পাচ্ছে সমাজের সকল স্তরের মানুষ। এখন ব্যাংকের মাধ্যমে গ্রাহকরা এই সুবিধা পাচ্ছে। টেকসই অর্থনৈতিক উন্নয়ন, উচ্চতর প্রবৃদ্ধি অর্জন ও ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করার রূপকল্প বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক গত ছয় বছরে প্রচলিত ব্যাংকিংয়ের ধারা অক্ষুন্ন রেখে অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং, দারিদ্র্য লাঘব, নারীর ক্ষমতায়ন ও সামাজিক দায়বদ্ধতার এক নয়া ধারা চালু করেছে। এর ফলে দেশের আর্থিক খাত পেয়েছে এক মানবিক চেহারা। দেশে কৃষি, ক্ষুদ্র, মাঝারি, নারী উদ্যোক্তা ও সবুজ ব্যাংকিংয়ের বিকাশ আজ সহজেই দৃশ্যমান। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশের আধুনিক রূপ হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। আর সেই ভিশন বাস্তবায়নের সঙ্গে এটুআই প্রকল্প গভীরভাবে সম্পৃক্ত। প্রযুক্তি নির্ভরতার দিকে সরকারের সাফল্য আকাশ ছোঁয়া।






মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.