![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বঙ্গবন্ধুর নেতৃত্বে ‘জনগণের সার্বভৌমত্ব’ প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত সুদীর্ঘ আন্দোলন সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে নয় মাসের মুক্তিযুদ্ধে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয়ের পর স্বাধীন রাষ্ট্র হিসেবে ‘বাংলাদেশের’ রক্তাক্ত অভ্যুদয় ঘটেছে। জনগণকে’ ঘিরেই বঙ্গবন্ধুর চিন্তা ও কর্ম পরিচালিত হতো। তিনি তাঁর বক্তৃতা-বিবৃতিতে অসংখ্যবার ‘জনগণ’ পদবাচ্যটি ব্যবহার করেছেন। প্রকৃতপক্ষে ‘জনগণ’ই ছিল তাঁর চেতনার উৎস। তাঁর হৃদয়ের তন্ত্রীতে অনুরণিত হতো ‘জনগণের’ সুখ-দুঃখ, আনন্দ-বেদনার সুর। বঙ্গবন্ধুর সমগ্র জীবনই প্রকৃতপক্ষে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য ছিল উৎসর্গীকৃত। বঙ্গবন্ধু বাঙালিদের দাবি-দাওয়ার সঙ্গে আপস না করে যেভাবে অনড় ছিলেন তাতে করে তিনি বাঙালিদের কাছে কিংবদন্তির মহাপুরুষে পরিণত হয়েছিলেন। সে সময়টায় তিনি ছিলেন বাঙালিদের মুকুটহীন সম্রাট। বাংলাদেশে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা ও অব্যাহত রাখার ক্ষেত্রে বঙ্গবন্ধুর অবস্থান স্বকীয়তায় ভাস্বর।
©somewhere in net ltd.