![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের অদক্ষ শ্রমিকদের দক্ষ করে গড়ে তুলতে একটি পাইলট প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ প্রকল্পের মাধ্যমে উত্পাদন খাতে ১৫ লাখ শ্রমিকদের কাজে সক্ষম করে গড়ে তোলা যাবে।এছাড়া প্রশিক্ষিত এসব শ্রমিকদের পাঠনো যাবে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে। এতে করে দেশের বৈদেশিক মুদ্রার আয়ও বাড়বে। দক্ষ শ্রমিক তৈরিতে সরকার ১৬০ কোটি ডলার ব্যয়ে এ প্রকল্পটি হাতে নিয়েছে। যার মাধ্যমে দক্ষ শ্রমিকের অভাব পুরণে দেশের ক্রমবর্ধমান উত্পাদন খাতে প্রশিক্ষিত শ্রমিক পাওয়া যাবে। প্রকল্পটি আগামি অর্থবছর থেকে শুরু হয়ে পরবর্তী ১০ বছর ধরে চলবে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতি বছর ১ লাখ ৫০ হাজার শ্রমিক প্রশিক্ষণ পাবে। প্রশিক্ষণ পাওয়া শ্রমিকরা যৌথভাবে দেশের সরকারি ও বেসরকারি উত্পাদন খাতে চাকরির সুযোগ পাবে। সরকার সম্প্রতি নতুন এ প্রকল্পটি অনুমোদন দিয়েছে। যা বর্তমান সরকারের নেওয়া ৩য় পর্যায়ের প্রশিক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প। এটি সরকারে বহুল সমালোচিত জাতীয় সেবা প্রকল্প এবং ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের অধীন। নতুন প্রকল্পে বিদেশ গমনেচ্ছু শ্রমিকদের প্রতি বেশি দৃষ্টি দেওয়া হবে। কেননা সেখানে দক্ষ শ্রমিকদের অদক্ষদের তুলনায় পাঁচগুণ বেশি বেতন দেওয়া হয়। তাই, মধ্য প্রাচ্যের তেল অধ্যুষিত অঞ্চলে কর্মরত স্বল্প প্রশিক্ষিত শ্রমিকদের পরিবর্তে যদি দক্ষ শ্রমিক প্রেরণ করা যায় তাহলে দেশের বৈদেশিক আয় আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
©somewhere in net ltd.