নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিই মেঘদূত

আমিই মেঘদূত › বিস্তারিত পোস্টঃ

বিসিক শিল্পনগরী হিসেবে আত্মপ্রকাশে রাজশাহী নগরী

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৪

গ্যাসের অভাবে ভারী শিল্পের প্রসার ঘটেনি রাজশাহীতে। তবে ২০১২ সাল থেকে কারখানায় গ্যাস সংযোগ উন্মুক্ত হওয়ায় ছোট ও মাঝারি আকারে শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠতে শুরু করেছে। এর মধ্যে গত ৮ মার্চ থেকে নগরীর বিসিক শিল্প-কারখানায় নিটল-নিলয় গ্রুপের উদ্যোগে দেশের প্রথম হিউম্যান হলার তৈরি যাত্রা শুরু হয়। এবার রাজশাহী বিসিক শিল্পনগরীতে প্রথমবারের মতো উত্তরাঞ্চলের সর্ববৃহৎ গার্মেন্ট কারখানা প্রতিষ্ঠা করছে এনা গ্রুপ। শতভাগ রপ্তানিমুখী এ সোয়েটার কারখানাটি আগামী বছরের শুরু থেকেই উৎপাদনে যাবে। এতে অন্তত দুই হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এরই মধ্যে কারখানাটির ছয়তলা ভবন নির্মাণকাজও শুরু হয়েছে। এই শিল্প-কারখানাটি হবে রাজশাহী তথা উত্তরাঞ্চলের সর্বপ্রথম বৃহৎ গার্মেন্ট কারখানা। এখান থেকে প্রতি মাসে এক লাখ ২০ হাজার সোয়েটার উৎপাদন করা সম্ভব হবে, যা পর্যায়ক্রমে ১০ লাখ পর্যন্ত বাড়ানো যাবে। এই কারখানাটিতে সব মিলিয়ে প্রায় দুই হাজার লোকের কর্মসংস্থান হবে। এটি চালু হওয়ার পর থেকে উত্তরাঞ্চলের জন্য এই কারখানাটি মাইলফলক হিসেবে কাজ করবে। বিসিক শিল্পনগরীতে আরো শিল্প-কারখানা গড়ে তোলার লক্ষ্যে এরই মধ্যে কাজ শুরু করা হয়েছে। এর অংশ হিসেবে ৫০ একর জমির ওপর রাজশাহী বিসিক শিল্পনগরী সম্প্রসারণের প্রস্তাবসংবলিত ডিপিপি ইতিমধ্যে একনেকে অনুমোদন পেয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে ৩০৮টি নতুন শিল্প প্লট তৈরি হবে, যার মাধ্যমে পাঁচ হাজার নতুন লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। ২০১৩ সালের ৭ জুন রাজশাহী নগরীতে গ্যাসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। তারও কিছুদিন আগ থেকে শিল্প-কারখানায় গ্যাসের সংযোগ দিতে শুরু করে পশ্চিমাঞ্চল গ্যাস কম্পানি। তিন বছর আগে রাজশাহীতে শিল্প-কারখানায় গ্যাস-সংযোগ দেওয়া শুরু হয়। এরই মধ্যে সাতটি কারখানায় সংযোগ দেওয়া হয়েছে। আরো সাতটি প্রতিষ্ঠান সংযোগ পাওয়ার অপেক্ষায় রয়েছে। ২০১২ সালের ২৫ জানুয়ারি থেকে রাজশাহীতে শিল্প-কারখানায় গ্যাস সংযোগ দেওয়া হয়। গ্যাস সংযোগের সাথে সাথে একদিকে যেমন বড় বড় শিল্প কারখানা গড়ে উঠবে তেমনি বেকার সমস্যার সমাধানে দেশ অনেকটা এগিয়ে যাবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.