নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিই মেঘদূত

আমিই মেঘদূত › বিস্তারিত পোস্টঃ

২০৪১ সালের মধ্যে বাল্যবিয়ের অবসান বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১১

বাংলাদেশে ২০৪১ সালের আগেই বাল্যবিয়ের অবসান ঘটানোর অঙ্গীকার করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে সরকার বেশ কিছু কার্যকর উদ্যোগ নিয়েছে, যার মাধ্যমে এই লক্ষ্য বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রায় স্কুলে ছেলে-মেয়ে সমতার যে লক্ষ্য স্থির করা হয়েছিল- বাংলাদেশ তা অর্জন করেছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ উন্নত দেশগুলোর রীতি পর্যালোচনা করে দেখা হচ্ছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশের দুই-তৃতীয়াংশ নারীর বিয়ে হয় ১৮ বছর পূর্ণ হওয়ার আগে।যোগ্য ও পছন্দসই পাত্র হাতছাড়া না করতে অভিভাবকরা ১৮ বছর বয়সের আগেই মেয়েদের বিয়ে দেন। বাংলাদেশের আইনে ছেলের বয়স ২১ ও মেয়ের বয়স ১৮ বছরের কম হলে তা বাল্যবিয়ে এবং শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করা হয়। বর্তমান সরকার এ আইন সংশোধন করে সময়োপযোগী করার উদ্যোগ নিয়েছে। বিশ্বে মেয়েদের অগ্রগতি এখনও অসম পর্যায়ে রয়েছে। সংঘাতময় এলাকাগুলোতে মেয়েরা অনেক পিছিয়ে। বিশ্বের ৬ কোটি শিশু এখনও স্কুলে যেতে পারছে না, যাদের অধিকাংশই মেয়ে। তবে বাংলাদেশে ছেলেদের তুলনায় মেয়েরা এখন বেশি স্কুলে যাচ্ছে। বাংলাদেশের সংসদে স্পিকার, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার আসনে নারীরা দায়িত্ব পালন করছে। এটি গণতান্ত্রিক বিশ্বে একটি বিরল ঘটনা।শিশু শ্রম বন্ধে বাংলাদেশ সরকার নানা উদ্যোগ নিয়েছে। শিক্ষার প্রতি শিশুদের আগ্রহী করতে ইনসেনটিভের ব্যবস্থা করা হয়েছে। গরিব পরিবারের মা-বাবাকেও তাদের সন্তানকে স্কুলে পাঠানোর জন্যে নানাভাবে উৎসাহিত করা হচ্ছে। বাংলাদেশে তৈরি পোশাক শিল্পসহ বিভিন্ন খাতে শিশু শ্রমিকের সংখ্যা সন্তোষজনকভাবে হ্রাস পেয়েছে। সরকারের এরূপ গৃহীত বিভিন্ন পদক্ষেপে বাল্যবিয়ের অবসান ঘটবে এবং দেশ ও জাতি উপকৃত হবে এটাই তো সবার কামনা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.