![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ এখন নিম্ন-মধ্যম আয়ের দেশ। কয়েক বছর পর হয়তো উচ্চ-মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। বিশ্বদরবারে বাংলাদেশ এখন মাথা উঁচু করে দাঁড়াতে পারে। বাংলাদেশ এখন আর ‘তলাবিহীন ঝুড়ি’ অথবা ‘টেস্ট কেস’ নয়। আমাদের এখানে থেমে থাকলেই চলবে না। দারিদ্র্য বিমোচন ও সুষম বণ্টন ব্যবস্থা প্রবর্তন এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। দেশের অর্থনৈতিক উন্নয়ন দ্রুততর ও স্থিতিশীল করতে ব্যাপকভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে যে সকল দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে, তাদের প্রায় সবাই বণ্টন ব্যবস্থার অসমতাজনিত কারণে দারিদ্র্য সমস্যায় পতিত হয়েছে। বণ্টন ব্যবস্থার অসমতার কারণে মধ্যম আয়ের সুফল পেতে কিছুটা সময় লাগছে। বাংলাদেশের এমন অনেক মানুষ আছেন যারা দু’বেলা পেট পুরে খেতে পারেন না। অন্যদিকে একশ্রেণীর বিত্তশালী অকাতরে টাকা ব্যয় করছেন বিলাসী জীবনযাপনের জন্য। এছাড়া বিশেষ কিছু প্রতিহিংসা পরায়ণ দল উন্নয়নকে বাধাগ্রস্থ করতে বিভিন্ন কর্মসূচী দিয়ে থাকে, যা উন্নয়নের পথে বাধা। বাংলাদেশের অর্থনৈতিক অর্জন কোনোভাবেই অস্বীকার করা যাবে না। আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশ হয়তো উচ্চ-মধ্যম আয়ের দেশে পরিণত হবে। এর জন্য বণ্টন ব্যবস্থার অসমতা দূরীকরণ অবশ্যই করতেই হবে।
©somewhere in net ltd.