নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিই মেঘদূত

আমিই মেঘদূত › বিস্তারিত পোস্টঃ

দীর্ঘমেয়াদী রূপকল্পে বাংলাদেশ

২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২১


দীর্ঘমেয়াদী রূপকল্পের মৌলিক উদ্দেশ্য হচ্ছে উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে দারিদ্র্য বিমোচন এবং ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্য আয়ের দেশে পরিণত করা, যেখানে দারিদ্র সর্বনিম্ন পর্যায়ে অবস্থান করবে এবং অর্থনৈতিক উন্নয়নে আঞ্চলিক বৈষম্য হ্রাস পাবে। বাংলাদেশে ২০০০ সালে যেখানে দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা ছিল জনসংখ্যার ৪৯ শতাংশ সেখানে ২০১০ সালে তা নেমে এসেছে ৩১.৫ শতাংশে। এ ধারা অব্যাহত থাকলে আগামী ২০২০ সালের মধ্যে দেশে দারিদ্রের হার ১৮ দশমিক ৬ শতাংশে নেমে আসবে। বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে অস্থির রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির মধ্যেও মানুষ যে দারিদ্র্যতা থেকে বেরিয়ে আসতে পেরেছে, তাদের জীবনযাত্রার মান বেড়েছে তা যথেষ্ট ইতিবাচক দিক। রাজনীতি ও সামাজিক স্থিতিশীলতা যদি বিদ্যমান থাকত, তাহলেও এ সংখ্যা যে আরও বৃদ্ধি পেত, তাতে সন্দেহ ও সংশয় প্রকাশের কোনো অবকাশ নেই। পরিকল্পিত অর্থনৈতিক কার্যক্রমের ফলে অর্জিত প্রবৃদ্ধি ফল পৌঁছাচ্ছে সারা দেশে। যার প্রতিফলন ঘটছে দারিদ্র্য হারে। চলতি বছরের (২০১৫ সাল) সর্বশেষ প্রাথমিক হিসেব অনুযায়ী দেশে বর্তমানে দারিদ্র্যের হার ২৩ দশমিক ৬ শতাংশ, যা ২০১০ সালে ছিল ৩১ দশমিক ৫ শতাংশ। অন্যদিকে কমেছে অতি দারিদ্র্যও। এ হার দাঁড়িয়েছে ১২ দশমিক ৩ শতাংশে, যা ২০১০ সালে ছিল ১৭ দশমিক ৬ শতাংশ। শ্রমবাজারে নারীর অংশগ্রহণ, দারিদ্র্য ও বৈষম্য হ্রাস, বেকারত্ব দূরীকরণ, নতুন কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির সাথে সাথে দেশের মানুষের দারিদ্রতা কমিয়ে আনতে সরকারের গৃহিত পদক্ষেপ সঠিকভাবে বাস্তবায়িত হলেই আমরা পাবো একটি দারিদ্রমুক্তবাংলা দেশ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৮

চাঁদগাজী বলেছেন:


আপনার হিসেব মতে, ২০০০-২০১০ সালে দারিদ্রতা কমেছে ২০ ভাগ,
২০১০- ২০১৫ সালে দারিদ্রতা কমেছে ২০ ভাগ,

**** তা'হলে বিএনপি ও সামরিক সরকার শেখ হাসিনা থেকে ভালো করেছে।

২| ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৩৯

দেবজ্যোতিকাজল বলেছেন: :)বাংলাদেশ এগিয়ে যাক :)এই আশায় রাখি :D:D:D:D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.