নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিই মেঘদূত

আমিই মেঘদূত › বিস্তারিত পোস্টঃ

ডব্লিউএফপি’র নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৫


বাংলাদেশের উন্নয়নের গতিতে বিশ্ববাসি হতবাক হচ্ছে। আবার কেউবা উন্নয়নের গতির গোপন রহস্য উদ্ঘাটনে ব্যস্ত। নতুন করে যোগ হল জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থার নির্বাহী সদস্য। বাংলাদেশ তিন বছরের জন্য জাতিসংঘের ‘বিশ্ব খাদ্য সংস্থা’র (ডব্লিউএফপি) নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে। ২ ফেব্রুয়ারি মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জাতিসংঘের সব সদস্যরাষ্ট্র সর্বসম্মতিক্রমে বাংলাদেশকে নির্বাচিত করা হয়। এর মধ্য দিয়ে বাংলাদেশের কৃষি উন্নয়নে বিশ্বের আস্থা সুদৃঢ় হয়েছে। বাংলাদেশ গত সাত বছরে কৃষি ও খাদ্য উৎপাদনে ব্যাপক সাফল্য অর্জন করেছে এটি তারই স্বীকৃতি। কৃষি উন্নয়নমুখী ব্যাপক কর্মকাণ্ড বাস্তবায়নের ফলে জনসংখ্যা বৃদ্ধি ও কৃষিজমি হ্রাস সত্ত্বেও বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশ চাল রপ্তানি শুরু করেছে। অন্যান্য কৃষিপণ্য রপ্তানি প্রতি বছরই বাড়ছে। কৃষিভিত্তিক শিল্প গড়ে উঠেছে। খাদ্যশস্য উৎপাদন প্রায় ৪ কোটি টনে পৌঁছেছে। জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে। গ্রামীণ দারিদ্র্য ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। মৎস্য, পোলট্রি ও দুগ্ধ উৎপাদন বেড়েছে কয়েকগুণ। স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নে কৃষি ও খাদ্যে অগ্রগতির ইতিবাচক প্রভাব পড়েছে। আর্থসামাজিক অন্যান্য খাতেও ব্যাপক উন্নতি হয়েছে। বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বিশ্বের এই আস্থা অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি খাতে আরও বেশি উন্নতি করার প্রেরণা পাবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.