![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাংলাদেশে ক্রমান্বয়ে বেড়ে চলেছে যার ফলে বিভিন্ন খাতের উন্নতি হচ্ছে দৃশ্যমানভাবে। এর পেছনে রয়েছে ব্যক্তির আগ্রহ, বেসরকারি খাতের উদ্যোগ এবং সরকারের প্রণোদনা। এই যৌথ প্রয়াসের ভিত্তিতে গত কয়েক বছরে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার দ্রুত প্রসার ঘটেছে। ২০২০ সালের মধ্যে সমগ্র বাংলাদেশে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করার জন্য সরকারি পর্যায়ে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেখানে অংশগ্রহণ করছে শিক্ষিত সকল শ্রেণির মানুষ। যারা প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা পায়নি সেই সব নর-নারীও ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে দক্ষ হয়ে উঠেছে। এখন গ্রামের কৃষক থেকে রিকশাওয়ালা সবার হাতেই দেখা যাচ্ছে মোবাইল। মোবাইলের সাহায্যে তারা কেবল ব্যক্তিগত আলাপ এবং খবরাখবরই আদান-প্রদান করছে না, বিভিন্ন পণ্য কেনাকাটা ও বিক্রি এবং আত্মীয়-স্বজনের কাছে টাকাও পাঠাচ্ছে। শিক্ষার প্রসার ঘটলে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার যে আরো সম্প্রসারিত ও ব্যাপক হবে সে বিষয়ে সন্দেহ নেই। সরকারের উদ্যোগে প্রায় ২০০ ওয়েবসাইট নিয়ে যে জাতীয় পরিসংখ্যান কেন্দ্র স্থাপন করা হয়েছে তার ফলে ডিজিটাল প্রযুক্তির বহুল ব্যবহার সম্ভব হচ্ছে। ইন্টারনেট বাবহারে আগ্রহীতা বাড়ানোর জন্য ব্যবহারকারীর ফি কমানো হবে বলেও ব্যবস্থা নিচ্ছে সরকার।
২| ২৩ শে মে, ২০১৬ রাত ৮:১৩
সোজোন বাদিয়া বলেছেন: কয়দিন আগে বিশ্বব্যাংকের জরিপে ইন্টারনেট ব্যবহারকারী দেশ হিসেবে বাংলাদেশ নিচের দিক থেকে পঞ্চম হয়েছে। তারপর আরও কিছু বলা লাগবে?
©somewhere in net ltd.
১|
২৩ শে মে, ২০১৬ বিকাল ৫:৫০
আমি নবপ্রজন্মের মুক্তিযোদ্ধা বলেছেন: দেশটা পুরাপুরি ডিজিটাল হলেই ভালো।
আপনাকে ধন্যবাদ।