![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অপরাধ দমন ও অপরাধীদের চিহ্নিত করতে কূটনৈতিক এলাকাসহ পুরো রাজধানীকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনতে কাজ করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অপরাধীরা যেনো কোনো ঘটনা ঘটিয়ে পালিয়ে যেতে না পারে এই লক্ষ্যে রাজধানী জুড়ে বিভিন্ন পয়েন্টে ক্লোজ সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরা বসানোর কাজ চলছে। এর ধারাবাহিকতায় রাজধানীর গুলশান, বারিধারা, নিকেতন, বনানী ও পার্শ্ববর্তী এলাকার প্রধান অংশে নিরাপত্তা নিশ্চিত করতে ৩-১৬ মেগা পিক্সেল রেজুলেশনের উচ্চক্ষমতা সম্পন্ন প্রায় ৬শ ৪২টি সিসিটিভি বসানো হযেছে। যে কেউ এসব এলাকায় প্রবেশ করলেই তাকে কোনো না কোনো সিসিটিভির সামনে পড়তে হবে। অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিসিটিভি’র মাধ্যমে পুরো রাজধানীকে নজরদারি করবে। এতে অপরাধীদের তৎপরতা অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব হবে।
২| ২৫ শে মে, ২০১৬ রাত ৮:০০
প্রোফেসর শঙ্কু বলেছেন: সবগুলো কর্মক্ষম রাখতে পারলে হয়।
৩| ২৫ শে মে, ২০১৬ রাত ৯:০১
লিংকন১১৫ বলেছেন: হা হা
এ উদ্যোগ অনেক আগেই নেয়া হয়েছে মাগার সিসিটিভি একটাও কাজ করে না হা হা
৪| ২৬ শে মে, ২০১৬ রাত ১২:০২
সৈয়দ আবুল ফারাহ্ বলেছেন: সিসিটিভি ক্যামেরার ব্যবসা ভালোই জমবে।
৫| ২৬ শে মে, ২০১৬ সকাল ১১:৫৯
েশায়ােয়ব০০৭ বলেছেন: ব্যাংক জালিয়াতি, হ্যাকিং, ধর্ষন, চোরাগোপ্তা হামলা, ধর্ষন, প্রতারনা, কন্ঠরোধ এগুলা কি সিসি টিভির সামনেই হবে?
৬| ২৬ শে মে, ২০১৬ বিকাল ৫:৫৪
বাংলার জামিনদার বলেছেন: গুলশান, বারিধারা, নিকেতন, বনানী ও পার্শ্ববর্তী এলাকা
এখানে কারা থাকে????? যারা জীবনে অনেক কামিয়েছে, এখন একটাই শংকা, ভালোমতো ভোগের আগেই যদি মারা যাই অপঘাতে, তাহলে এত করলাম কার লাগি। আমরা মফিজ, ও জিনিষ কই আছে কই নাই, খুইজ্যাও দেখুম না।
৭| ২৭ শে মে, ২০১৬ ভোর ৬:৪৩
নাইক্যডিয়া বলেছেন: ভালো লাগা
++++++++++
৮| ২৮ শে মে, ২০১৬ সকাল ১১:৪৪
আমি অথবা অন্য কেউ বলেছেন: তা দালাল সাহেব, আপনি এই কাজে কোনো কমিশন পান নাই?
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০১৬ বিকাল ৩:৩৩
বিজন রয় বলেছেন: গোড়ায় গলদ রেখে ওসব করে লাভ কি?