![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব সভ্যতার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় কিছু মানুষ উগ্রবাদের সাথে সবসময়ই জড়িত ছিল। এই উগ্রবাদের সাথে ধর্ম, বর্ণ, জাতি বা আঞ্চলিকতা কোন ভাবেই জড়িত নয়। তবে একজন সরলপ্রাণ তরুনকে জঙ্গি বা উগ্রবাদি বানানোর ক্ষেত্রে ধর্ম,বর্ণ,জাতি বা আঞ্চলিকতাকে একশ্রেণীর স্বার্থান্বেষী মহল অত্যান্ত চতুরতার সাথে ব্যবহার করেছে। ভারতে উগ্রহিন্দু মৌলবাদিদের কর্মকান্ড, হিটলারের ইহুদী নিধনের মিশন , মায়ানমারে মুসলিম বিদ্বেষী বৌদ্ধদের কর্মকান্ড সবকিছুর পিছনে রয়েছে উগ্রবাদের কথিপয় বিপদগামী ব্যাক্তি। বাংলাদেশ এর থেকে ব্যতিক্রম নয়। বাংলাদেশ হাজার বছরের সাম্প্রদায়িক সম্পীতির দেশ। আমাদের দেশের মানুষ ধর্মপ্রাণ, নিজে না খেয়ে হুজুরকে খাওয়ানোর লোকের যেমন অভাব নাই তেমনি সবকিছু উজাড় করে ব্রহ্মন ভোজন করার ইতিহাসের ও অভাব নাই। জন্মসুত্রে পাওয়া এই ধর্মীয় বিশ্বাসকে সহজে একজন তরুন হৃদয় থেকে মুছে ফেলা সম্ভব নয়। এই বাস্তবতাকে মেনে নিয়েই আমাদের ভবিষ্যত কর্মনীতি ঠিক করা বাঞ্ছনীয়। আমরা প্রাশ্চাত্য সভতাকেও রপ্ত করতে পারিনি এবং নিজেদের ঐতিহ্যকে লালন করতে পারিনি। ফলে মাঝামাঝি এক অদ্ভুদ জাতিতে আমরা পরিনত হচ্ছি দিন দিন। এই সুযোগটা একটি মহল কাজে লাগাচ্ছে, কিছু তরুন-তরুনীকে বিপথে টেনে নিচ্ছে, আর আমরাও সেই পথকে অজান্তে সহযোগীতা করছি। আমরা ব্যস্ত অভিবাবকরা যখন ব্যর্থ তখন আমাদের সন্তানেরা নদীর মতো আপন গতিপথ ঠিক করে নেয়। হারিয়ে যায় মূলধারা থেকে অনেক দুরে। যারা ধর্ম-কর্মে তেমন বিশ্বাস করেনা তারা ডুবে যায় অন্ধকার হাজারো অলি-গলিতে যা থেকে আর কখনো আলোর পথে ফিরে আসতে পারে না। মুসলমান সন্তানদের সবচেয়ে দুর্বলতম দিক হলো ধর্মীয় বিষয়ে। যারা ধর্ম-কর্মে কম-বেশী মনোযোগী জঙ্গিদের টার্গেট তারাই। জীবন সংগ্রামে যারা ব্যার্থ, যারা হতাশায় সাতরে বেড়ায়, যারা বেচে থাকাকে অর্থহীন মনে করে তাদেরকে দলে ভেড়ানোর শতচেষ্টা করে জঙ্গি সংগঠনগুলো। এতে তারা সফলও হয়। আমাদের শিক্ষা ব্যবস্থায়ও ইসলামের মৌলিক শিক্ষার অভাব, উচ্চশিক্ষায় তো একেবারেই নাই। ফলে একজন তরুন মুসলিম ইসলামের জেহাদ আর সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের মধ্যে কী ধরনের পার্থক্য তা উপলব্ধি করতে সক্ষম হয় না। সুযোগটা শতভাগ কাজে লাগায় জঙ্গিরা অতি সহজে। ইসলামী জ্ঞানের সল্পতার সুযোগ নিয়ে শুরু হয় মগজ ধোলাই। ইসলামকে জানা অবাধ সুযোগ তৈরী করতে হবে, জানার ক্ষেত্রটা হতে হবে সঠিক অনেকটা ভেবে চিন্তে, যাচাই-বাছাই করে ইসলামকে জানার ক্ষেত্র নির্বাচন করতে হবে। যাতে সঠিক জ্ঞান লাভের মাধ্যমে ইসলামকে মানতে পারে। তাহলে জঙ্গিবাদ ইসলামের দৃষ্টিতে কতটা ভয়াবহ মন্দ ও খারাপ কাজ তা বুঝতে পারবে।
©somewhere in net ltd.
১|
১৮ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৬
আহলান বলেছেন: ভালো বলেছেন ...