![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশে বর্তমান জঙ্গি ও সন্ত্রাস নিয়ে জনসচেতনতা বাড়ছে। শুরু হয়েছে নানামুখী তৎপরতা। কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। রাজপথে প্রতিদিনই চলছে জঙ্গিবাদবিরোধী নানা কর্মসূচি—সভা, সমাবেশ, সেমিনার ও মানববন্ধন। সামাজিক ও সাংস্কৃতিক প্রতিরোধ এবং জাতীয় ঐক্যের ডাক দেওয়া এসব কর্মসূচিতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ দিচ্ছে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে স্কুল-কলেজ-মাদ্রাসাসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে বিশেষ নির্দেশনা। ওই সব প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সঙ্গে চলছে মতবিনিময় সভা ও সমাবেশ। বেসরকারি বিশ্ববিদ্যালয়, ইংরেজি মাধ্যম স্কুল, পাবলিক বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত সরকারি-বেসরকারি কলেজ ও মাদ্রাসাসংশ্লিষ্ট সবার সঙ্গে পৃথক বৈঠক করা হয়েছে। সবার মতামত সংগ্রহ করা হচ্ছে। এই সিরিজ মতবিনিময় কর্মসূচি শেষে দেওয়া হবে সমন্বিত নির্দেশনা। এরই মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নজরদারি বাড়ানো হচ্ছে। অনেক প্রতিষ্ঠানেই কর্তৃপক্ষের নির্দেশনা অনুসারে শিক্ষক-শিক্ষার্থীর সমন্বয়ে গড়ে তোলা হচ্ছে প্রতিরোধ কমিটি। অনুষ্ঠিত হচ্ছে জঙ্গিবাদবিরোধী সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি। জঙ্গিবাদের বিরুদ্ধে ব্যাপক সচেতনতা ও সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর জোর দিচ্ছে সরকার। এভাবে সারাদেশে জনগণের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দেশ থেকে জঙ্গি নির্মূলের সকল ব্যাবস্থা নেয়া হচ্ছে।
©somewhere in net ltd.