নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিই মেঘদূত

আমিই মেঘদূত › বিস্তারিত পোস্টঃ

জনশক্তি রপ্তানিতে ২০১৬ সাল হবে টার্নিং পয়েন্ট

১৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪১

বাংলাদেশে বৈদেশিক মূদ্রা আয়ের অন্যতম প্রধান খাত জনশক্তি রপ্তানি৷ জনশক্তি রপ্তানিতে ২০১৬ সাল হবে টার্নিং পয়েন্ট। সরকারের দৃঢ় পদক্ষেপের ফলে বন্ধ থাকা শ্রমবাজারগুলো একের পর এক খুলতে শুরু করেছে। প্রচলিত শ্রমবাজারের পাশাপাশি নতুন বাজারেরও সন্ধান পাচ্ছে বাংলাদেশ। সব মিলিয়ে অপার সম্ভাবনাময় এ খাতে নতুন আশার আলো দেখছেন সরকারসহ জনশক্তি রপ্তানিকারকরা। দেশের অন্যতম বৈদেশিক শ্রমবাজার মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি এখন সময়ের ব্যাপার। প্রধান বাজার সৌদি আরবের বন্ধ দরজা খুলেছে। কাতার, কুয়েতের ক্ষেত্রে ইতিবাচক সাড়া মিলছে। সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) শ্রমশক্তি রপ্তানি নিয়ে স্বপ্ন দেখছে বাংলাদেশ। আগামী কয়েক মাসে লেবাননে ৫০ হাজার শ্রমিক পাঠানোর জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহন করেছে সরকার। এ ছাড়া ঐ দেশের বাংলাদেশের শ্রমিকদের বেতন বাড়ানোর ব্যাপারেও পদক্ষেপ নিচ্ছে। বাংলাদেশি নারী ও পুরুষ কর্মীদের বেতন বৃদ্ধি, কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ, সব খাত (বিশেষ করে নির্মাণ, চিকিৎসা, নার্স ও প্রকৌশলী) বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত করার বিষয়ে লেবানন রাজি হয়েছে। দেশটিতে বর্তমানে একজন নারী কর্মী ১৫০ ইউএস ডলার পায়। তার বেতন ২৫০ ইউএস ডলার করা হবে। আর একজন পুরুষ কর্মী বর্তমানে পায় ২৫০ ইউএস ডলার। তার বেতন হবে ৪০০ ইউএস ডলার। লেবাননে বর্তমানে প্রায় এক লাখ ৪২ হাজারের বেশি কর্মী কর্মরত আছেন। বাংলাদেশ থেকে পুরুষ কর্মী নেয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছে জর্ডান। বাংলাদেশি গৃহকর্মীদের সঠিক প্রশিক্ষণ, ত্রুটিমুক্ত মেডিকেল চেকআপ, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, কর্মস্থলের পরিবেশ, গৃহকর্মীদের সুরক্ষা, দক্ষ কর্মী তৈরিতে পদক্ষেপ গ্রহণ, জর্ডানে পুরুষ কর্মী গমনের সুযোগ সৃষ্টি এবং সকল খাতে (বিশেষ করে কৃষি ও নির্মাণ) বাংলাদেশি কর্মীর জন্য উন্মুক্তকরণের বিষয়ে জর্ডানও এসব বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে। সম্প্রতি সৌদি আরবেও শ্রম বাজার উন্মোক্ত হয়েছে। সৌদিতে শ্রমিক যাবে নূন্যতম ব্যয়ে, অভিবাসন ব্যয় নির্ধারণ করে দেবে সরকার। শ্রমিক পাঠানো নিয়ে কেউ যেন বাড়াবাড়ি করতে না পারে সেজন্য অভিবাসন ব্যয় নির্ধারণ করে দেবে সরকার। নির্ধারণ করা টাকার বেশি রিক্রুটিং এজেন্ট নিতে পারবে না।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৭

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ গুরুত্বপুর্ণ এধরণের ইতিবাচক বিষয় নিয়ে লিখার জন্য ।
শুভেচ্ছা রইল ।

২| ১৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৩

চাঁদগাজী বলেছেন:

"বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত করার বিষয়ে লেবানন রাজি হয়েছে। দেশটিতে বর্তমানে একজন নারী কর্মী ১৫০ ইউএস ডলার পায়। "

-লেবাননের লোক ইউরোপে বিনা ভিসায় ঢুকে লাথি খাচ্ছে, ভুমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাচ্ছে, সেখানে নারী কর্মী পাঠানো হচ্ছে? শেখ হাসিনা মগজ হারায়ে ফেলেছে?

৩| ১৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৪

চাঁদগাজী বলেছেন:



নারী কর্মী তো সংসদ ভবনের সিঁড়িতেই ১৫০ ডলার পাবার কথা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.