![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Stevia (স্ট্যাভিয়া)-র পাতা ও চা-পাতার সংমিশ্রণ ঘটিয়ে তৈরি করা হয়েছে এই ডায়াবেটিক চা। Stevia (স্ট্যাভিয়া) গাছের আদি নিবাস উগান্ডায়। দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ ও তথ্যভিত্তিক বিশ্লেষণের পর বাংলাদেশ চা গবেষণা ইন্সটিটিউট এই সার্বজনীন প্রাকৃতিক পানিয় উদ্ভাবন করতে সক্ষম হন। Stevia ( স্ট্যাভিয়া ) গাছটি Stevia Reboubiana (স্ট্যাভিয়া রিবৌবিয়ানা) এর পরিবারভুক্ত। Stevia (স্ট্যাভিয়া) একটি উপকরণ যা Stevia (স্ট্যাভিয়া) গাছের পাতার নির্যাস এবং ডায়াবেটিকস হেলিং- এ সাহায্য করে। এটি সম্পূর্ণ প্রাকৃতিক। ইহা পাউডার ও তরল আকারেও ব্যবহার করা যায়। এটি মানুষের ব্লাড সুগারে তেমন কোন প্রভাব ফেলে না। এটি জিরো ক্যালরি অন্তর্ভুক্ত এবং একই ঘনত্বে সাধারণ চিনির তুলনায় ১০০-৩০০ গুন মিষ্টি। এতে কার্বোহাইড্রেট ক্যালরি বা কৃত্রিম উপাদান নেই। এর স্বাদ কিছুটা ম্যানথল এর কাছাকাছি। খুব শীঘ্রই বাংলাদেশের চায়ের জগতের নতুন সংযোজন হিসেবে বাজারে আসছে ডায়াবেটিক চা যা ডায়াবেটিক রোগীর জন্য সুখবর।
©somewhere in net ltd.
১|
২৬ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫৩
সুজন চন্দ্র পাল বলেছেন: বাংলাদেশ চা গবেষণা ইন্সটিটিউট কে ধন্যবাদ। বর্তমান বাংলাদেশে এটা সম্ভব করতে নিশ্চয় অনেক পরিশ্রম করতে হয়েছে। তাদের এই সফলতাকে অভিনন্দন ।