নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিই মেঘদূত

আমিই মেঘদূত › বিস্তারিত পোস্টঃ

পাইলট প্রকল্পে বদলে যাচ্ছে ঢাকা ওয়াসা

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১১


অনলাইনে পাইলট প্রকল্পে পাম্প অন বা অফ করার প্রযুক্তি হাতে নিচ্ছে ঢাকা ওয়াসা। বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির অংশ হিসেবে বদলে যাচ্ছে ঢাকা ওয়াসাও। ভূগর্ভে গভীর নলকূপে কি পরিমাণ পানি আছে তা নির্ণয় করা, প্রতি সেকেন্ডে পানি কি পরিমাণ প্রবাহিত হচ্ছে এবং পানির চাপ কেমন সেটা সহজেই বুঝা যাচ্ছে এই অনলাইন পাম্প পদ্ধতিতে। এছাড়া পানির চাপ অনুসারে পানি পরিশোধনের জন্য প্রয়োজনীয় ক্লোরিন মেশানো, পাম্প এলাকায় অবস্থান করা ব্যক্তির গতিবিধি নির্ণয়ের কাজ, পাম্প পরিচালনায় কি পরিমাণ বিদ্যুত্ খরচ হচ্ছে সেটাও জানা যাচ্ছে। ইতোমধ্যে ঢাকা ওয়াসা তাদের অষ্টম জোনের চারটি পাম্পে এ পাইলট প্রকল্প সম্পন্ন করেছে। প্রকল্প বাস্তবায়নের ফলে পানির অপচয় অনেকাংশে কমেছে। এছাড়া গ্রাহকদের ভোগান্তিও অনেকটা লাঘব হচ্ছে। এভাবে ঢাকা ওয়াসাকে মোট দশটি জোনে বিভক্ত করা হচ্ছে। পুরো ঢাকা শহরের পানি ব্যবস্থাকে পর্যায়ক্রমে ডিজিটালাইজড করার সকল ব্যাবস্থা নিচ্ছে ঢাকা ওয়াসা। গ্রাহকদের আরো ভাল সেবা দিতে সরকারের ডিজিটাল বাংলাদেশের অংশ হিসেবে ঢাকা ওয়াসার পুরো ব্যবস্থাই ডিজিটালাইজড হচ্ছে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২৬

অদৃশ্য বালক বলেছেন: শেষ কবে লগইন করেছিলাম ভুলে গেছি। তবে আজ লগইন করলাম আপনার কারনে। গত ৩মাস যাবৎ তিন/চার দিন পর পর একটু একটু করে পানি পাচ্ছি। মেইন লাইনে পানি আসে না, আবার মজার বিষয় হলো টাকা দিলে গাড়িতে করে পানি দিয়ে যায়। প্রশ্ন হলো তখন পানি আসে কোথা থেকে???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.