![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের উন্নয়ন বিশেষজ্ঞ ও সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করেন ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বাস্তবায়নের জন্য প্রয়োজন দূরদর্শী রাজনৈতিক নেতৃত্ব। বর্তমানে দক্ষিণ এশিয়ার প্রত্যেকটি দেশই আর্থসামাজিকভাবে এগিয়ে যাচ্ছে, কিন্তু রাজনৈতিক নেতৃত্বের অদূরদর্শীতায় দ্বিপক্ষীয় সমস্যার সমাধান না হওয়া ও সন্ত্রাসবাদের বিস্তারের কারণে সম্মিলিত উদ্যোগগুলো ভেস্তে যাচ্ছে। ফলে সার্ক এখন আর কোন ফলপ্রসূ উদ্যোগের নাম নয়। একই কারণে অন্য আঞ্চলিক উদ্যোগগুলোও লক্ষ্য অর্জন করতে পারছে না। যদিও এসডিজি অর্জনের প্রয়োজনীয় সামর্থ্য, জনবল ও সম্পদ এ অঞ্চলের রয়েছে। দারিদ্র্য দূর, ক্ষুধামুক্তি, সুস্বাস্থ্য, মানসম্মত শিক্ষাসহ ১৭টি লক্ষ্যমাত্রা ও ১৬৯টি লক্ষ্য রয়েছে এসডিজিতে। এসব লক্ষ্য অর্জনের মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল। এসডিজির লক্ষ্যগুলো অত্যন্ত উচ্চাভিলাষী হলেও বর্তমান গণতান্ত্রিক সরকারের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ তা অর্জনে কাজ করে চলেছে। কিন্তু আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ক্ষেত্রে যৌথ উদ্যোগও জরুরি। এ জন্য শান্তিপূর্ণভাবে সহযোগিতা ও প্রতিযোগিতা দুটোই বাড়াতে হবে। গণতন্ত্র, সুশাসন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির উন্নতির জন্য সংশ্লিষ্ট দেশগুলোর নীতিতে সংস্কার ও নেতৃত্বের মনোভাবেরও পরিবর্তন দরকার। এ কারণেই বর্তমান গণতান্ত্রিক সরকার ২০২১ সালের মধ্যে বাংলাদেশের ‘উচ্চমধ্যম আয়ের দেশ’ হওয়া এবং ২০৩০ সালের মধ্যে জাতিসঙ্ঘের টেকসই উন্নয়ন লক্ষ্যগুলো (এসডিজি) অর্জনের জন্য প্রবৃদ্ধির হার ও উন্নয়নের গতি বাড়ানোর পাশাপাশি সুশাসন নিশ্চিত করতে নিরলস ভাবে কাজ করে চলেছে। অদক্ষ মানবসম্পদ নিয়ে সুশাসন প্রতিষ্ঠা কিংবা উন্নয়নের গতি ত্বরান্বিত করা যায় না, এ জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তোলা অপরিহার্য। মানবসম্পদ উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা, ইংরেজিতে পারদর্শিতা, যোগাযোগে দক্ষতা এবং তথ্যপ্রযুক্তির জ্ঞানকে সম্পৃক্ত করে দেশে আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করতে হবে। শুধু দেশ নয়, মানুষকে ভালোবাসতে হবে, মানুষের উন্নয়নে চিন্তা করতে হবে। তাহলেই অর্থনেতিক প্রবৃদ্ধির সুফল তৃণমূল পর্যায়ে পৌঁছাবে। রাষ্ট্রপরিচালনায় বর্তমান সরকারের আন্তর্জাতিকভাবে স্বীকৃত দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশে এসডিজির বাস্তবায়ন হবেই।
©somewhere in net ltd.