![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকায় ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬’ শীর্ষক তথ্যপ্রযুক্তি প্রদর্শনী শুরু হয়েছে। ‘নন স্টপ বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ১৯-২১ অক্টোবর পর্যন্ত চলবে এবারের প্রদর্শনী। বাংলাদেশে চতুর্থবারের মতো এ আয়োজন করা হচ্ছে। তিন দিনব্যাপী এ আয়োজনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ডিজিটাল ওয়ার্ল্ড আইটি এক্সপোতে নেপাল, উগান্ডা, ভুটান, সৌদি আরব, সুরিনাম, ভিয়েতনাম ও মালদ্বীপের বিভিন্ন দপ্তরের মন্ত্রী ও সরকারের উচ্চপর্যায়ের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত থাকবেন। ডিজিটাল বাংলাদেশ এখন কল্পকাহিনী নয়, দেশ এখন ইন্টারনেট সেবার আওতায় এসেছে। সরকার আজ থেকে সাত বছর আগে যখন আইসিটি কর্মসূচি শুরু করে তখন সেটা ছিল মানুষের মন জয় করার পর্ব, এ পর্ব শেষে এখন চলছে উড্ডয়ন পর্ব। এর পর হবে স্থিতিশীল পর্ব। ই-গভর্ন্যান্স, মানবসম্পদ, অল কানেক্টিভিটি, ইন্ডাস্ট্রি প্রমোশন বিষয়গুলোয় গুরুত্ব দিয়ে সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগ কাজ করছে, মানুষ এরই মধ্যে এর সুফল পেতে শুরু করেছে। তথ্য-প্রযুক্তি সম্পর্কিত অন্তর্নিহিত জ্ঞান এবং এ খাতে অর্থনৈতিক প্রতিভার বিকাশ ঘটাতে আইটি এক্সপো ডিজিটাল ওয়ার্ল্ড বিশাল ভূমিকা পালন করে। সরকার এবং ব্যক্তিপর্যায়ের ব্যবসায়ীদের মধ্যে আন্তঃসম্পর্ক স্থাপন করাই এই আয়োজনের মূল লক্ষ্য। বাংলাদেশের তথ্য-প্রযুক্তি খাতের অগ্রগতিতে সহযোগিতার প্রতিশ্রুতিস্বরুপ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল ট্রান্সফরমেশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এই আয়োজনের ছয়টি সেমিনারে অংশ নিবে বিশ্বখ্যাত প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের বিভিন্ন অঞ্চল থেকে আগত ছয়জন উচ্চপদস্থ কর্মকর্তা। সেমিনারে যেসব বিষয় নিয়ে আলোচনা করা হবে সেগুলো হচ্ছে- কি নোট স্পিচ বা মূল প্রবন্ধ হিসেবে ‘এডুকেশন ফর এভরি সিটিজেন-বিল্ডিং এ ডিজিটাল প্ল্যাটফর্ম ফর এডুকেশন অ্যান্ড লার্নিং’, ‘বিজনেস মডেল ফর হাই-টেক জোন’, ‘স্মার্ট সিটিজ: হোয়াট ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর বাংলাদেশ’, ‘ইনক্লুসিভ থ্রু টেকনোলজিস’, ‘ইম্প্রুভিং বিজনেস অ্যাফিশিয়েন্সি থ্রু আইসিটি’ এবং ‘রোড টু ৫ বিলিয়ন মার্কিন ডলার এক্সপোর্ট বাই ২০২১’। বাংলাদেশের দ্রুতগতির অর্থনৈতিক প্রবৃদ্ধির গতিকে আরও ত্বরান্বিত করে প্রযুক্তি খাতে দেশের তরুণদের উল্লেখযোগ্য অংশগ্রহণের কারণে সম্ভবনাময় এই খাতে বিনিয়োগের অনুকূল পরিবেশ থাকায় মাইক্রোসফটের মতো বিশ্বের বড় বড় আইটি প্রতিষ্ঠান এখন বাংলাদেশের আইটি বাজার নিয়ে গুরুত্বের সঙ্গে বিভিন্ন পরিকল্পনা হাতে নিচ্ছে। এরই ধারাবাহিকতায় মাইক্রোসফট ‘ডিজিটাল ওয়ার্ল্ড’-২০১৬-এর গর্বিত স্পন্সর হিসেবে অংশ নিচ্ছে। মূল লক্ষ্য একটাই আর তা হলো, বাংলাদেশের প্রযুক্তি খাতকে সামনে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করা। প্রযুক্তি খাতের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশের সমৃদ্ধির পথে অগ্রযাত্রা শক্ত ভিতের উপর প্রতিষ্ঠিত হবে এটাই সকলের প্রত্যাশা।
২| ১৯ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:০১
সেলিম৮৩ বলেছেন: অাগে ছেড়া কাথা পাল্টানোর ব্যবস্থা হোক।
©somewhere in net ltd.
১|
১৯ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪৭
চাঁদগাজী বলেছেন:
জলবায়ুর জন্য ২ বিলিয়ন আসছে, উহা কোথায় যাবে?