নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিই মেঘদূত

আমিই মেঘদূত › বিস্তারিত পোস্টঃ

বিডা হবে অনলাইন সুবিধা সম্পন্ন

২৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:৫২



ডইং বিজনেস সূচকে উন্নতির ধারাবাহিকতায় দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশে নিশ্চিত করার প্রাতিষ্ঠানিক অবকাঠামো বিনির্মাণের যুগোপযোগী উদ্যোগের অংশ হিসেবে বর্তমান গণতান্ত্রিক সরকার বিনিয়োগ বোর্ড ও বেসরকারিকরণ কমিশন বিলুপ্ত করে গঠন করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। আগামী দুই বছরে সেবা সম্প্রসারণের মধ্য দিয়ে বিডাকে উন্নত প্রযুক্তির অনলাইন সুবিধা সম্পন্ন একটি প্রাতিষ্ঠানিক কাঠামের মধ্যে নিয়ে আসা হবে, তখন ওয়ান স্টপ সুবিধার আওতায় বিশ্বের যেকোন স্থান থেকে বিনিয়োগকারীগণ অনলাইনে এই প্রতিষ্ঠানের সেবা গ্রহণ করতে পারবে। বাংলাদেশের একসময়ের সনাতন কৃষিভিত্তিক অর্থনীতি এখন প্রযুক্তি নির্ভর আধুনিক অর্থনীতিতে ভর করে দেশের টেকসই উন্নয়নের লক্ষ্য নিয়ে এগুচ্ছে। এখন দেশের প্রয়োজন মান সম্পন্ন বিনিয়োগ। বিনিয়োগকারীদের ওয়ানস্টপ সুবিধা দেয়ার সহায়ক নীতিমালা প্রণয়নের বিষয়টি সংসদের আগামী অধিবেশনেই উপস্থাপন করা হবে। বিনিয়োগ বান্ধব পরিবেশ উন্নয়নের মাধ্যমে আগামী তিন বছরের মধ্যে ডুইং বিজনেস সূচকে কমপক্ষে ২৫ ধাপ উপরে উঠে শীর্ষ একশ দেশের তালিকায় আসার লক্ষ্য নিয়ে কাজ করবে বিডা। বাংলাদেশের ক্রমবিকাশমান অর্থনীতিতে বর্তমানে বিদ্যুৎ, রসায়ন, তথ্য প্রযুক্তি, টেলিযোগাযোগ এবং অবকাঠামোখাতে বিনিয়োগের অফুরন্ত সুযোগ রয়েছে বিনিয়োগকারীদের জন্য। তবে বিশ্বব্যাংকের ডুইং বিজনেস প্রতিবেদনে অপর্যাপ্ত অবকাঠামো, আমলাতন্ত্রের ধীরগতি, কর্মক্ষেত্রে শ্রম অধিকার ও নিরাপত্তার অভাব বিদেশি বিনিয়োগের জন্য বিদ্যমান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত হয়েছে। বিদেশি বিনিয়োগ আকর্ষণে নিয়ন্ত্রক কাঠামো সংস্কারের মাধ্যমে প্রাতিষ্ঠানিক অবকাঠামোর উন্নয়ন বিশেষ করে সরকারি সেবার মান আরও উন্নত করার লক্ষ্য পূরণে কাজ করবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। বিডার কার্যক্রম বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে, এটাই সকলের প্রত্যাশা।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪৩

চাঁদগাজী বলেছেন:



আওয়ামী লীগ ও সরকারের ডাকাতীর আইনী প্রক্রিয়া?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.