![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামাজিক উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে তরুণ ও নারীরা মুখ্য ভূমিকা পালন করছে। বাংলাদেশে সামাজিক যোগাযোগ উদ্যোক্তাদের ভবিষ্যত উজ্জ্বল। উদ্যোক্তা তৈরিতে কিছু প্রতিবন্ধকতা আছে। উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সামাজিক উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে গতানুগতিক উদ্যোক্তাদের চেয়ে তরুণ ও নারীরা মুখ্য ভূমিকা
পালন করে, সামাজিক উদ্যোক্তা হয়ে থাকে তরুণ, বেশিরভাগ সামাজিক উদ্যোক্তার বয়স কম, প্রবৃদ্ধির জন্য সামাজিক উদ্যোক্তারা মুখিয়ে থাকে, বাংলাদেশে ৩২ শতাংশ সামাজিক উদ্যোক্তা সমালোচনামূলক দক্ষতার মতো প্রতিবন্ধকতার সম্মুখীন হয়ে থাকে। সামাজিক উদ্যোক্তা, পেশাদারদের উন্নয়ন, সামাজিক বিনিয়োগকারী এবং নীতিনির্ধারকদের জন্য দুদিনব্যাপী পলিসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। এ থেকে বিশেষজ্ঞদের কাছ থেকে শিক্ষা নেয়া এবং নিজেদের ধারণা আদান-প্রদানের ক্ষেত্রে একটি বিশাল সুযোগ তৈরি হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশে নতুন নতুন সুযোগ সৃষ্টির মাধ্যমে সামাজিক উদ্যোক্তা তৈরির কাজ গতিশীল হবে। এ বছর ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিয়ানমার, শ্রীলঙ্কা ও যুক্তরাজ্যের ১শ’র বেশি নীতিনির্ধারক, সামাজিক উদ্যোক্তা ও সামাজিক বিনিয়োগকারী এবং অনুশীলনকারী এ পলিসি ডায়ালগে অংশ নিয়েছেন। পূর্ব ও দক্ষিণ এশিয়া এবং যুক্তরাজ্যের নীতিনির্ধারক, সামাজিক উদ্যোক্তা, শিক্ষাবিদ, শিক্ষাসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিখাতের উদ্যোগ বিশেষজ্ঞদের মধ্যকার নেটওয়ার্কের ধারাবাহিক মানোন্নয়ন ঘটাতে কাজ করবে এ ডায়ালগ। ডায়ালগে যুক্তরাজ্যের সামাজিক উদ্যোগ খাতে নীতিমালা ও সর্বোত্তম প্রয়োগ নিয়ে আলোচনা হয়। বিশ্বে সামাজিক উদ্যোগ খাতে বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করছে এবং এক্ষেত্রে এ সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমানে অল্প পরিসরে হলেও ঢাকায় সামাজিক উদ্যোগের বিস্তার ঘটছে। আমরা ধীরে ধীরে উন্নয়ন সাধিত করছি।
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৫
নাগরিক কবি বলেছেন: ভাল ও আশাবাদী বক্তব্য