নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিই মেঘদূত

আমিই মেঘদূত › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গ- ভাস্কর্য

২৮ শে মে, ২০১৭ বিকাল ৪:০৯

- 'কী ব্যাপার? এতো হাউকাউ করছেন কেনো?'
- 'আর বইলেন না। গতরাতে নাকী সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্যটি সরিয়ে নিয়েছে।'
- 'ও তাই নাকি? তা, এইটা কীসের মূর্তি ছিলো?'
- '(রাগি রাগি চেহারায়, চোখ বড় বড় করে) অই মিয়া, ফাইজলামী পাইছেন? ভাস্কর্য আর মূর্তির পার্থক্য বুঝেন?'
- 'স্যরি স্যরি ভাই। এটা কীসের ভাস্কর্য ছিলো?'
- 'ন্যায়ের প্রতীক।'
- 'এইটা যে ন্যায়ের প্রতীক, তা কোথায় পেয়েছেন?'
- 'গ্রীক পুরাণে।'
- 'গ্রীক পুরাণটা কী জিনিস?'
- 'প্রাচীন গ্রীকদের ধর্মগ্রন্থ।'
- 'একটু খুলে বলুন না, প্লিজ?
- 'গ্রীক পুরাণে আছে, দেবী থেমিস হলো 'টাইটান' দেব-দেবীদের মধ্যে একজন। দেবরাজ জিউসের সাথে দেবী থেমিসের মিলনের ফলে মোট ৬ জন সন্তানের জন্ম হয়। তারাও পরে দেব-দেবীতে পরিণত হয়। গ্রীক পুরাণে এই দেবী থেমিস ছিলেন একজন ন্যায়ের প্রতীক........'
- 'ব্যস! ব্যস! ব্যস!'
- 'কী হইলো?'
- 'কিছুনা। আপনি ধর্মে বিশ্বাস করেন?'
- 'মাথা খারাপ? বানোয়াট, আজগুবি জিনিসে আমি বিশ্বাস করিনা।'
- 'আপনার মতে, ধর্মগুলো বানোয়াট?'
- 'হু'
- 'হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিষ্ঠান ধর্ম এসব বানানো?'
- 'হু'
- প্রাচীন গ্রিকদের ধর্মও?
- 'হ্যাঁ ভাই। বাঙলা বুঝেন না?'
- 'আচ্ছা। তাহলে, ধর্মগুলো যদি বানোয়াট হয় এবং প্রাচীন গ্রীকদের ধর্মও যদি কল্পিত হয়, তাহলে গ্রীক পুরাণও বানোয়াট, রাইট?'
- 'তো? '
- 'গ্রীক পুরাণ বানোয়াট হলে, দেবী থেমিসের কাহিনীও বানোয়াট। আর দেবী থেমিসের কাহিনী বানোয়াট হলে ধরে নিতে পারি, দেবী থেমিস বলে কেউ কখনো ছিলোনা। দেবী থেমিস বলে কেউ যদি না থাকে, তাহলে এটাও ধরে নিতে পারি যে, উনার 'ন্যায়ের প্রতীক' হবার কাহিনীও বানোয়াট। সুতরাং, একজন নাস্তিক হিসেবে, বানোয়াট জিনিসের উপর ভিত্তি করে তৈরি হওয়া একটা মূর্তি অপসারণে হাউকাউ না করে আপনার তো আরো খুশি হওয়া উচিত।'
- 'ধুর! তুমি মিয়া একটা মৌলবাদী.......'

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৭ বিকাল ৪:১২

এম. সাইফ বলেছেন: শুধু এই পোষ্টে একটা লাইক দিতে লগ ইন করলাম। চমৎকার লিখেছেন। আপনাকে নিয়ে আন্দোলন না হলেই হয় ;)

২| ২৮ শে মে, ২০১৭ বিকাল ৪:২৭

তাওহীদ৭১তমাল বলেছেন: বর্তমান সমাজে সত্যি কথার কদর কম বা নাই বললেই চলে। সুন্দর লিখেছেন, ধন্যবাদ।

৩| ২৮ শে মে, ২০১৭ বিকাল ৪:২৮

অন্তঃপুরের অন্তরক্ষী বলেছেন: কপি করেন অথচ কার্টেসি দেন না, এ কেমন বিচার?

৪| ২৮ শে মে, ২০১৭ বিকাল ৪:৩০

দ্যা ফয়েজ ভাই বলেছেন: আচ্ছা,ভাই।সমস্যা টা কি???এ পর্যন্ত তিনজন একই লেখা পোষ্ট দিছে এই ব্লগে।কপি পেষ্ট না করলে হয় নাহ??
অবশ্য এমনও হতে পারে,আপনি লেখাটা অন্যকোন জায়গায় পোষ্ট দিলেন আর অন্যকেউ ব্লগে এসে পেষ্ট করলো। X(

৫| ২৮ শে মে, ২০১৭ বিকাল ৪:৩৪

আমি চির-দুরন্ত বলেছেন: গত কালকেও এই লেখা পোস্ট হইছিল কোনো নিকে<<<

৬| ২৮ শে মে, ২০১৭ বিকাল ৪:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
- 'ধুর! তুমি মিয়া একটা মৌলবাদী.......' =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.