![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধরে নেয়া যাক পৃথিবীর ব্যাস্ততম সড়কটি
আমার চেনা
মাঝে মাঝে সেখানে দাঁড়াই আমি,
আকাশ ছুঁতে চাওয়া কিছু দালান
নিয়ত চেষ্টা চালাচ্ছে আকাশটাকে ছোঁয়ার।
ব্যাস্ততায় সাঁতরাতে থাকা হাজার হাজার আদম ও ইভ্
আদিমতা বর্জন করে আধুনিক হওয়ার
চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আমি নিশ্চিত নই আদম পৃথিবীর প্রথম পুরুষ কি-না
অথবা, ইভ্ প্রথম নারী কি না।
আমি রাস্তাটির পাশে একটি দোকানে বসি
সেখানে মানুষের স্মৃতি প্যাকেটবন্দী করে বিক্রি করা হয়।
দোকানের দরোজায় আধুনিক ইভ্ দাঁড়িয়ে থাকেন
আমি দেখি তাঁর গুরুনিতম্ব-
যা আমার প্রিয় বস্তুগুলোর একটি।
আমি আলমারীতে আটকে রাখা ইভকে
ছুঁতে না পারার দুঃখে সুইসাইড করি,
পরকাল থেকে হেঁটে আসে একটি
৩০ লাইনের কবিতা।
২২ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:১৯
সিফাত ও তার কবিতা বলেছেন: আপনারা পাশে আছেন, তাই! ভালো থাকুন নিরন্তর।
২| ২২ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৩৯
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
৩| ২২ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৪৫
দিশেহারা রাজপুত্র বলেছেন:
আধুনিক ইভ্ বড্ডবেশি বস্তুনির্ভর। সুইসাইডের কারণ তাই যথার্থ হলো কি?
কবিতা দারুণ হয়েছে। +
২২ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:২৬
সিফাত ও তার কবিতা বলেছেন: কখনো কাউকে দেখে মরে যেতে ইচ্ছে হয়। ব্যাপারটা ঐশ্বরিক। কারণ খুঁজে পাওয়া দুষ্কর।
৪| ২২ শে মার্চ, ২০১৬ দুপুর ১:০৪
হোসেন হৃদয় বলেছেন: প্রিয় কবিতা। সিফাত ভাই শুভকামনা।
২২ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১০
সিফাত ও তার কবিতা বলেছেন: ভালোবাসা তোমার জন্য, প্রিয় অনুজ!
৫| ২২ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১০
আলোরিকা বলেছেন: ' আমি আলমারীতে আটকে রাখা ইভকে
ছুঁতে না পারার দুঃখে সুইসাইড করি,
পরকাল থেকে হেঁটে আসে একটি
৩০ লাইনের কবিতা। ' ---------- হা হা হা ! কবিতা ভাল লেগেছে +++
৬| ২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৭
উল্টা দূরবীন বলেছেন: দারুণ কবিতা। খুব ভালো লাগলো।
২৩ শে মার্চ, ২০১৬ সকাল ৯:০২
সিফাত ও তার কবিতা বলেছেন: ভালোবাসা নিন।
৭| ২২ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪১
জেব্রা মাস্টার বলেছেন: ++++++
২৩ শে মার্চ, ২০১৬ সকাল ৯:০৩
সিফাত ও তার কবিতা বলেছেন:
৮| ২৩ শে মার্চ, ২০১৬ সকাল ১১:১৯
আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর
৯| ২৮ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:০১
স্যু বলেছেন: অনুপ্রাণিত আবার! এই থিমটি ভালো লেগেছে।
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৬ সকাল ১১:২১
বিজন রয় বলেছেন: আপনার আর একটি অসাধারণ কবিতা।
মগ্ন হয়ে পড়লাম।
++++