![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভিতর বাহিরে বৈপরীত্য নিয়ে বেড়ে উঠেছো
তোমরা, শিলালিপির মতো দুর্বোধ্যতা নিয়ে।
এতো নৈকট্য আমাদের, অথচ সাঁকো নেই
এমন কোন, পারাপার হয়ে ওঠে সাবলীল।
সরে যাওয়া,
ফিরে আসা,
এই দুই
প্রকারের ক্রিয়াপদে তোমাদের চেনা শুরু হয়;
ভালোবাসা বলে যে অ্যাবস্ট্রাকশন লিখছি
মায়ের ভিতর থেকেই বোধ করি তার শুরু,
শিশুর মতো স্বৈরতন্ত্রী, ঢুকে যাচ্ছি তোমাতে।
অর্থাৎ,
মায়ের
দরোজা
থেকে বেরিয়ে আমি তোমার দরোজা দিয়ে প্রবেশ
করেছি; তুমি আমাকে মায়ের মতো ভালোবাসো।।
২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৪
সিফাত ও তার কবিতা বলেছেন: শুভ কামনা আপনার জন্য। ভালো থাকুন।
২| ২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৬
বিজন রয় বলেছেন: অনেক ভাল লেগেছে।
এভাবে কখনো ভাবিনি, আপনার লেখা একটি ব্যাপার মনে ঢুকিয়ে দিল।
অর্থাৎ,
মায়ের
দরোজা
থেকে বেরিয়ে আমি তোমার দরোজা দিয়ে প্রবেশ
করেছি; তুমি আমাকে মায়ের মতো ভালোবাসো।।
দারুন।
!!
২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৩
সিফাত ও তার কবিতা বলেছেন: ভালোবাসা নিন, বিজন দা।
৩| ২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৬
জাহিদ অনিক বলেছেন: মায়ের
দরোজা
থেকে বেরিয়ে আমি তোমার দরোজা দিয়ে প্রবেশ
করেছি; তুমি আমাকে মায়ের মতো ভালোবাসো।। - দারুণ
©somewhere in net ltd.
১|
২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:২০
এস ওয়াই গ্লোবাল এলটিডি বলেছেন: পোস্টটি পড়ে অনেক ভাল লাগল । শুভ কামনা রইল নতুন কোন বিষয় নিয়ে আলোচনা করার জন্য।