![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গভীর অ্যাকুরিয়াম চোখে তোর বন্দীদশা সাঁতরায়;
গোল্ডফিস মগজ ক্ষণস্থায়ী স্থিরতা, বাস্তবের ঘোর অস্বাভাবিকতা!
বিষণ্ণ আওয়াজ কাঁপিয়ে যাচ্ছে পাপড়ি,
এড়ায়নি দ্বান্দ্বিক ঘোরাক্রান্ত নজর।
আমি তো শুভকামনা ছাড়া দিতে পারিনা কিছু,
বলতে পারি শুধু ভালো থাকার সংক্ষিপ্ত বক্তব্য,
এ আমার অপারগতা, নাকি এ'ধারায় আমাদের
নদী ও তার অস্বচ্ছ বোঝাপড়া বয়ে যাওয়া,
জানা নেই।
আমার চিরকালীন নিয়মহীনতা যাপন এবং
এলোমেলো তোর সিদ্ধান্তক্রম;
দুটো মিনার পাশাপাশি দাঁড়ায়,
উচ্চতায় ছাড়িয়ে যায় সকল গাছ, সকল সুরম্য স্থাপনা।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৩৩
সিফাত ও তার কবিতা বলেছেন: ভালোবাসা নিরন্তর
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:১০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লিখেছেন। শুভেচ্ছা।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৩৪
সিফাত ও তার কবিতা বলেছেন: আপনার জন্য শুভ কামনা
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫১
বিষ্ণুগুপ্ত চাণক্য বলেছেন: সুন্দরতম