![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলো জ্বলে প্রিয়
অপেক্ষা আমাদের দূরে নিয়ে যাবে
ভঙ্গুরতা থেকে,
কিছুটা আলো নাও হৃদয়ে, মগজে নাও,
শান্ত হয়ে বসো,
এই তো ধৈর্যশীল সময় এগিয়েছে
দ্রুত হাঁটা পথ, চারদিক দ্যাখা যায়
তোমার নামফলক এবং সময়।
শিশুর মতো উজ্জ্বল বিনম্র চোখ
আর ঐ ফিতানো প্যাঁচা
কোনদিন উড়ে যাবেনা কথা দিয়েছে।
যদিও রাত্রিগুলো কান্নার কারন হয়ে থাকে
মিথ্যা ও সত্য আপেক্ষিক বলে পথ থেকে যায় একই
সাইকাডালিক হুল্লোড়ে ধীরে ডোবা পাখি
ইচ্ছের লগোওয়ালা ডানা থাকে যার।
দ্যাখোনি চোখে যীশু ক্রুসিফিক্স আছে!
২| ০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:২৮
শাহরিয়ার কবীর বলেছেন:
ভালো লিখেছেন+
©somewhere in net ltd.
১|
০৯ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪০
ময়না বঙ্গাল বলেছেন: সাইকাডালিক হুল্লোড়ে ধীরে ডোবা পাখি