![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবলুস কালো রাত্রে ধরে নেয়া যাক
কুকুরগুলা ভুগতেছে ভাবনার সীমাবদ্ধতায়,
ধরা যাক সাবলীল হেঁটে আসা
চেনা বাতাসের লাগোয়া দারোয়ান;
বিশেষত রাতের বেলায় কোনক্রমেই
আঁধারের ক্যামোফ্লাজে তোমার আসা থামেনাই।
কি যে অসভ্য করে ফ্যালো! হাঁটতে গেলেও গিলটি!
কি যে সামাজিক সিদ্ধান্তে সন্ন্যাস নাও! বলিহারি যাই!
আসলে তোমারে ভালোবাসতে গিয়ে যে তরল আবিষ্কার
করা হইলো তার গভীরে থেকে গ্যাছে আমার আরেকটা পথ।
ভোর হইতেছে, নীরবে জ্বালাইতেছে ঊষার আলো
কামনায় উদগ্রীব থাকতেছি প্রত্যেকদিন;
সকাল সকাল পথে নামি, সিগারেট টানি
হাইওয়েতে দাঁড়ায় দেখতেছি বাসের পাছা দূরে মিলায় যায়;
নেশা করা যায়, তোমারে কামনা করা থামানোই যায়না!
২| ২৩ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:১১
জাহিদ অনিক বলেছেন:
নেশা করা যায়, তোয়ারে কামনা করা থামানোই যায়না!
ভালো লাগলো সিফাত ও তার কবিতা।
৩| ২৩ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:১২
জাহিদ অনিক বলেছেন:
টাইপো,
তোয়ারে নয়, তোমারে হবে।
৪| ২৩ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৯
সিফাত ও তার কবিতা বলেছেন: ব্যাপার না @জাহিদ ভাই
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:১৬
খায়রুল আহসান বলেছেন: বিশেষতঃ রাতের বেলায় কোনক্রমেই
আঁধারের ক্যামোফ্লেজে তোমার আসা থামে নাই - বেশ বলেছেন!