নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অস্থির মানুষ। বৈপরীত্যকে লালন করি নিজের ভিতরে । সময়ের ধুলোবালি দৃষ্টিকে ঝাপসা করে- তবু চোখ মেলে চেয়ে থাকি নির্বিকার। অন্তরাত্মা চিতকার করে তবু শান্ত ভাবে হেঁটে চলি -যেন অন্যকারো চলা । উচ্চারিত কথামালা-সে ও যেন অন্য কারো বলা।

সেজুতি_শিপু

লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?

সেজুতি_শিপু › বিস্তারিত পোস্টঃ

তবু তোমার হবে না

২৪ শে মে, ২০১৩ রাত ১২:১৫



অনুর্বর পতিত যে ভূমি সেখানেও-

গভীরতম ভালবাসা সেচে-

আবাদ করতে পার

প্রিয়তম শস্য বা ফুল ।

হৃদয়ের তিল তিল রং ঢেলে-

রাঙিয়ে তুলতে পার

আরক্ত হৃদয়ের চেয়ে লাল মদির মুকুল,

সাজিয়ে তুলতে পার-

অণির্বচনীয় ধ্রুপদী বাগান।



হয়তো মুখর বাগানজুড়ে-

একক স্বপ্ন ও ভালবাসা

সহস্র প্লাবন হয়ে দুলবে বাতাসে।

হয়তো বহুদূর পার হয়ে

আকুল ভ্রমর জুটে যাবে।

হয়তো মৌমাছি, প্রজাপতি-

মুগ্ধ প্রেমিকজুটি, পর্যটক,

এমনকি তুখোড় বণিক

যে যার প্রাপ‌্য খুজে নেবে ।



অজ্ঞাত অপরিমেয় ক্ষমতার

উন্মোচিত নতুন আকাশ -

অভূতপূর্ব স্বপ্নের এমন প্রকাশ-

অনন্ত বিষ্ময়ে উদ্বেলিত করবে - জানি ।

তবু, তুমি জেনে রেখ-

ভ্রমরের কোন গান,

দখিনায় ভাসা ঘ্রান,

বাগানের কোন ফুল

তোমার হবে না ।







*********

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৪

সায়েম মুন বলেছেন: সুন্দর। ভাললাগা রইলো।

২৪ শে মে, ২০১৩ বিকাল ৫:৫৩

সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ ।

২| ২৪ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১২

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ ।

৩| ২৯ শে জুন, ২০১৩ রাত ১২:২২

নীরব বিপ্লব বলেছেন: ম্যাডাম,
অসাধারন আপনার সব সৃষ্টি। মুগ্ধ আমি ভক্ত আপনার। একটুখানি আশীর্বাদ করবেন যেন আমিও ভালো ভালো লিখতে পারি।

২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ । অনেক শুভকামনা ।

৪| ২৯ শে জুন, ২০১৩ রাত ১২:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:

অজ্ঞাত অপরিমেয় ক্ষমতার
উন্মোচিত নতুন আকাশ -
অভূতপূর্ব স্বপ্নের এমন প্রকাশ-
অনন্ত বিষ্ময়ে উদ্বেলিত করবে - জানি ।

২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ ।

৫| ২৯ শে জুন, ২০১৩ রাত ১:১৫

বটবৃক্ষ~ বলেছেন: হৃদয়ের তিল তিল রং ঢেলে-
রাঙিয়ে তুলতে পার
আরক্ত হৃদয়ের চেয়ে লাল মদির মুকুল,

:):)
ভালোলাগা....

২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ ।

৬| ১৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৬

ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: সুন্দর. প্রিয়তম শস্য শব্দটা বেশ ভালো হইছে

২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৫

সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ ।

৭| ২১ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:২৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:১৪

সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.