নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অস্থির মানুষ। বৈপরীত্যকে লালন করি নিজের ভিতরে । সময়ের ধুলোবালি দৃষ্টিকে ঝাপসা করে- তবু চোখ মেলে চেয়ে থাকি নির্বিকার। অন্তরাত্মা চিতকার করে তবু শান্ত ভাবে হেঁটে চলি -যেন অন্যকারো চলা । উচ্চারিত কথামালা-সে ও যেন অন্য কারো বলা।

সেজুতি_শিপু

লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?

সেজুতি_শিপু › বিস্তারিত পোস্টঃ

সময়

১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪০


কখনও উত্তাল সময় এসে
আলোকবর্ষ গতির মুখোমুখি-
নিশ্চল দাঁডিয়ে বলে - চল ।
কখনও দাঁড়িয়ে থাকি পথে-
রুটের সময় আসে, অথচ-
অপাংক্তেয়,
নির্মোহ ফেলে চলে যায়।
কখনও সময়ে আবাস বলে ভ্রম হয়,
কখনও একঘেয়ে ম্লান -
আষাঢ়ের আচ্ছন্ন ধারার মত-
অবসন্ন অফুরান সময় ।

অজ্ঞাত অপেক্ষারা দিন গোনে-
এই বুঝি নেমে আসে
অমরার সিঁড়ি বেয়ে
সৃজনোন্মুখ সোনালী সময় ।
নিস্কম্প সময় আসে- সময় যায়,
অনন্ত অমিত ধারায় -
উৎকন্ঠ ,
অন্ধকারে জেগে থাকি ঠায়-
হাত রেখে বন্ধ দরজায় ,
হৃদয়ে দামামা বাজে -
কোন এক উন্মাতাল সময়ের -
সর্বগ্রাসী ঢেউয়ের অপেক্ষায় ।
—————




মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৩

সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ ।

২| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০৯

মলাসইলমুইনা বলেছেন: অনিশ্চিত অপেক্ষার সময় আসে যায় তবুও আমরা অধীর অপেক্ষায় থাকি সোনালী ভোরের,সত্যিতো !
নিশ্চিত ভালোলাগা কবিতায়।

১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৪

সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ ।

৩| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৫

ফারিহা হোসেন প্রভা বলেছেন: সময় জিনিসটা বড়ই স্বার্থপর।

১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫৯

সেজুতি_শিপু বলেছেন: ঠিক বলেছেন । ধন্যবাদ।

৪| ১৪ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৮

কাওসার চৌধুরী বলেছেন:



"সময়" নিয়ে চমৎকার উপলব্ধি ও ভাবনা। আসলে "জীবন" ও "সময়" একে অন্যের পরিপূরক। এজন্য সময় তাকতে জীবনের মূল্য বুঝতে হয়, জীবন নিয়ে ভাবতে হয়। +++

১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৫

সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ ।

৫| ১৪ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: আমি তো বলি সময়ই জীবন। সময়ের প্রয়োজনেই জীবনে বৈচিত্র আসে আসে পরিবর্তন।

১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৪

সেজুতি_শিপু বলেছেন: আসলে জীবন তো কিছু সময়ের সমষ্টিই । ধন্যবাদ । ভাল থাকুন।

৬| ১৪ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৭

টুটুল বলেছেন: আপু, আমি কবিতা হয়তো এতোটা ভালো বুঝিনা। কিন্তু যেটুকু বুঝি, তাতে মনে হচ্ছে আপনার লেখার মান অনেক উঁচু। কিন্তু আপনার পোস্ট সচরাচর দেখিনা কেনো? ভালো কবিতার অনেক বৈশিষ্ট্যই আপনার লেখায় বিদ্যমান। না থামার অনুরোধ রইলো।

১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪২

সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। লেখা হয়ে ওঠে না । আপনার অনুপ্রেরনায় অনুপ্রানিত হলাম। চেষ্টা করব। ভাল থাকবেন।

৭| ১৪ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

স্বপ্নীল ফিরোজ বলেছেন:


সুন্দর পোস্টে ভালো লাগা জানিয়ে গেলাম।

১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৭

সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.