নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অস্থির মানুষ। বৈপরীত্যকে লালন করি নিজের ভিতরে । সময়ের ধুলোবালি দৃষ্টিকে ঝাপসা করে- তবু চোখ মেলে চেয়ে থাকি নির্বিকার। অন্তরাত্মা চিতকার করে তবু শান্ত ভাবে হেঁটে চলি -যেন অন্যকারো চলা । উচ্চারিত কথামালা-সে ও যেন অন্য কারো বলা।

সেজুতি_শিপু

লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?

সেজুতি_শিপু › বিস্তারিত পোস্টঃ

অসনাক্ত

৩১ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:০৮

আমি অনেক কথা বলে দেখেছি তাদের সাথে,
এমনকি দূর্গম পথ নিমেষে পাড়ি দেবার
গোপন সূত্র আমি তুলে দিতে চেয়েছি হাতে
কিন্তু কেউ সেসবে বিন্দুমাত্র আগ্রহ দেখায়নি
বরং উল্টোদিকে এমনভাবে মুখ ঘুরিয়ে নিয়েছে-
যেন অন্য কোনকিছুই ভাবার নেই তাদের
একমাত্র তোমাকে ছাড়া ,
তুমি, তোমার স্পর্শসুধা, তোমার চোখের ভাষা,
রংধনুর মত মহার্ঘ্য তোমার হাসিমুখ।
তুমি ঘাড় ঘুরিয়ে যখন তাকাও ওদিকে,
হাতের ইশারায় ডাক তাকে, সে বড় বর্তে যায়
নির্জন পথে তুমি দৈবাৎ যদি তার সঙ্গ চাও
সে তোমাকে পৌঁছে দেবে ঠিকানার শেষে
তাও ধুলোর স্পর্শবিহীন ,
তোমার জন্যে সকাল- সন্ধ্যে, জন্ম- মৃত্যু
তোমার করতলে তার পদ্মজীবন তুলে দিয়েই তবে মুক্তি
এমনই আরাধ্য ঈশ্বরের মত ক্ষমতাবান তুমি
অথচ আমি তোমাকে প্রতিদিন নিগৃহীত দেখি
তাদের হাতেই , তারা কি তোমাকে চেনেনা?
অথবা তারা কি জানেনা কাকে খুঁজছে আদতে?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৩

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৫৯

সেজুতি_শিপু বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.