নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অস্থির মানুষ। বৈপরীত্যকে লালন করি নিজের ভিতরে । সময়ের ধুলোবালি দৃষ্টিকে ঝাপসা করে- তবু চোখ মেলে চেয়ে থাকি নির্বিকার। অন্তরাত্মা চিতকার করে তবু শান্ত ভাবে হেঁটে চলি -যেন অন্যকারো চলা । উচ্চারিত কথামালা-সে ও যেন অন্য কারো বলা।

সেজুতি_শিপু

লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?

সেজুতি_শিপু › বিস্তারিত পোস্টঃ

জাগ্রত বসন্ত

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:০১


প্ররোচক বাতাস আবার নাচছে দেখ-
একটুকরো অরূপ আলো
শিমুলের লালে এসে থমকে দাঁডিয়েছে ঠায়
তার সংবৃত আভা চুইয়ে নামছে ,
ডুমুরের মত ফুল ফোটাচ্ছে অন্তরালে।

বাতাবি ঘ্রাণের পরাক্রান্ত মাদক
ছড়িয়ে পড়ছে স্বেচ্ছাচারী হাওয়ায়-
ক্ষীণ স্রোত আমাদেরও ভাসাচ্ছে নীরবে।
অলৌকিক চোরা সেতু পার হয়ে
আমরা যেন পৌঁছাতে চাইছি
এ-ওর বুভুক্ষু নদী পাড়ে ।

কিমিতি সন্ধানে বহু যুগ কেটে গেছে
সুদূরতম এই যাত্রা দরজাতেই
দাঁড় করিয়ে রেখেছে বহুকাল-
পায়ের শিকল কেটেও পদক্ষেপ
যেন থমকে আছে অজ্ঞাত যাদুমন্ত্রে।

এদিকে ডাগর ভয়ে তলিয়ে যাচ্ছি আমি,
সময় ঘোড়ার ক্ষুরে লেগেছে মানসবর্ষ গতি
দুয়ারে এসে দাঁড়িয়েছে আরেক বসন্ত-
আর কতদূর গেলে সেতুর অথৈ সম্ভাবনা
পার হয়ে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো?
—-——-//———

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৪৪

রাজীব নুর বলেছেন: কবিতা লেখার সময় সহজ ও সুন্দর শব্দ ব্যবহার করবেন। যা শ্রুতিমধুর।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৫২

সেজুতি_শিপু বলেছেন: আচ্ছা

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৪০

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৫১

সেজুতি_শিপু বলেছেন: মাঝে মাঝে দুষ্টুমী করতে ইচ্ছে করবে না?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.