নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অস্থির মানুষ। বৈপরীত্যকে লালন করি নিজের ভিতরে । সময়ের ধুলোবালি দৃষ্টিকে ঝাপসা করে- তবু চোখ মেলে চেয়ে থাকি নির্বিকার। অন্তরাত্মা চিতকার করে তবু শান্ত ভাবে হেঁটে চলি -যেন অন্যকারো চলা । উচ্চারিত কথামালা-সে ও যেন অন্য কারো বলা।

সেজুতি_শিপু

লেখালেখি করা হয়ে ওঠে না। কিন্তু মাথার ভিতর তাগিদ অনুভব করি। কত কী দেখছি চারপাশে, কত কত অনুভব বুদ্বুদের মত জেগে ওঠে, ইচ্ছে করে রেখে দেই শব্দ মালা গেঁথে। কিন্তু শব্দগুলো ফুল হয়ে ফোটে না। কেন কে জানে?

সেজুতি_শিপু › বিস্তারিত পোস্টঃ

সে আসে

১৮ ই মার্চ, ২০২৩ রাত ১০:৩২



তবুতো সে এসেছিল, কীই বা করার ছিল বল,
যদি সে খুঁজে নিত না আসার ছল?
ছল তো সবাই খোঁজে আজ।
বাঁধভেঙে জনপদে ঢুকে পড়া স্রোতের মতন
প্রবল আবেগ সেও বিমুখ কোন প্রান্তরে
স্তিমিত স্থবির হারায় না কি পথ?
তারপর ভিন্ন কোন স্রোত এলে
আবার ভাসায় নাকি পাহাড়ের ডিঙী?
ঘুমন্ত পুস্প বুকে জেগে থাকে কুড়ির আকুতি।
তবু সে একদিন এসেছিল কাছে
তবু সে একদিন বসেছিল পাশে
তবু সে উষ্ণ হাত রেখেছিল ভয়ার্ত হাতে।
তবু সে জানিয়েছিল, অপেক্ষার অনন্ত গালিচা শেষ হলেও
তার আসার অশেষ সম্ভাবনা জেগে থাকে॥
———

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০২৩ দুপুর ২:৪৬

রাজীব নুর বলেছেন: সুহজ সরল সুন্দর কবিতা।

০৪ ঠা এপ্রিল, ২০২৩ দুপুর ১:২৪

সেজুতি_শিপু বলেছেন: ধন্যবাদ

২| ২২ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:২৫

মনিরুল ইসলাম বাবু বলেছেন: বাহ!

০৪ ঠা এপ্রিল, ২০২৩ দুপুর ১:২৫

সেজুতি_শিপু বলেছেন: তাই? ধন্যবাদ

৩| ৩০ শে মার্চ, ২০২৩ দুপুর ২:১৪

তুহিন রানা বলেছেন: যায়গাটা কোথায়?

০৪ ঠা এপ্রিল, ২০২৩ দুপুর ১:২৬

সেজুতি_শিপু বলেছেন: ঢাকার আশেপাশেই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.