![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি পদার্থে। সৃজনশীল সাহিত্যে আমার আগ্রহ। নিয়মিত কবিতা চর্চা করি প্রায় ১০ বছর হল। ব্লগে নিয়মিত হয়ে মূলধারার সাহিত্যিক, লেখক, সমালোচক দের সাথে যুক্ত হতে চাই।
১
অ্যাই বিপাশা, ফ্রি আছো কি?
পার্কে চলোনা
যা খেতে চাও, তাই খাওয়াবো
'ইয়েস' বলোনা
২
এর চেয়ে বেশি কাছে তুমি এসোনা,
এর চেয়ে বেশি হাসি কভু হেসোনা,
দু'ঠোঁট এমন লাল
হয়ে যাই বানচাল
ভালোবেসে ফেলি শুধু, তুমি বোঝোনা?
এর চেয়ে বেশি কাছে আর এসোনা।
৩
আমারও ভীষণ পাখি হতে ইচ্ছে করে
তুমিও যদি হতে
দুজনে দুটি ধান
কুড়িয়ে খেতাম ধানক্ষেতে
তারপর সন্ধ্যায় তোমাকে পেতাম
সত্যিকারের কাছে
কোন এক বাঁশঝাড়ে
সুনিপুণ নীড়ের ভিতর
আহা মানুষের জীবন যাপন
সহজ করে কিছুই তোমায় বলতে পারিনা
তোমারও যদি কিছু কথা থাকে
বলতে পারোনি
যদি পাখি হতাম
যদি ফড়িঙ হতাম
যদি ইঁদুর হতাম
তুমিও যদি হতে
তাহলে কি বলতে?
তুমি না বলতে, আমিতো বলতাম
৪
যদি বলি
তোমাকেই
শুধু তোমাকেই
আজ থেকে
প্রতিদিন
''তুমি তুমি''
ডাকবো,
তবে তুমি
শুনবে কি,
নাকি আরও
কিছুদিন
একা একা
থাকবো?
৫
আজ থেকে ভুলে যাবো
ভুল হওয়া ভালোবাসা
নিয়ে গেছে সবকিছু
রেখে গেছে সে হতাশা
৬
শোনো যেদিন তারায় তারায় যুদ্ধ হবে
সেদিন শুধু আমার হৃদয় শুদ্ধ হবে,
তোমার আমার নষ্ট অতীত মিথ্যে হলে
তবেই হয়তো আমার হৃদয় শুদ্ধ হবে !
তখন হয়তো প্রেমদেবতা মুগ্ধ হবে,
অনিষ্টদেব ভয়াবহ ক্রুদ্ধ হবে,
আমার সকল ভালোবাসা মিথ্যে হলে
নতুন করে তোমায় ভালবাসবো কবে?
তোমার জন্য নষ্ট হলাম, শিষ্ট হলাম,
সব খোয়ালাম, আর কি তবে?
তোমার হৃদয় যতোটাকাল রুদ্ধ রবে
ততোটাকাল আমার হৃদয় শুদ্ধ হবে?
©somewhere in net ltd.