![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ল্যাপটপের বয়স এক বছর দুমাস। শুরু থেকেই এক্সটার্নাল কিবোর্ড ব্যবহার করছিলাম। সপ্তায় চার-পাঁচদিন কিবোর্ড আনপ্লাগ-প্লাগ করতে হয় কারণ অফিস সময়ে সঙ্গে নিয়ে যাই। এখন মোটামুটি এক সপ্তাহ থেকে প্লাগইন করলে এলইডি লাইট ইনডিকেটর জ্বলছে না, টেপাটেপি করলে স্ক্রিনে দেখাচ্ছে: ইউএসবি ডিভাইস ম্যালফাংশন। যখন সমস্যা হয়, তখন অন্য এক্সটার্নাল কিবোর্ড (আমারটা ছাড়া) প্লাগইন করলেও একই সমস্যা। শাটডাউন করে দুই কিবোর্ডে টেপাটেপি করলে কখনো কখনো এক্সটার্নাল কিবোর্ড কাজ করছে, যেমন এখন, ৫/৬ চেষ্টার পর।
ভয়ের বিষয় হলো: এখন বাধ্য হয়ে বিল্টইন কিবোর্ড ব্যবহার করতে গিয়ে আরেক সমস্যা বুঝছি, সেটি হলো, মাঝে মাঝে কার্সর নিজে থেকেই লাফ দিয়ে উপরের দিকে কোথাও চলে যাচ্ছে, এমনি এমনি না, যখন টাইপ করা হচ্ছে। আসলে একেবারে শুরুতেই এমন বোধ করেছিলাম তবে তখন ভেবেছিলাম, অনভ্যস্ত হাত হয়তো টাচ বোর্ডে ছুঁয়ে দিচ্ছিল। তবে এক্সটার্নাল কিবোর্ডে কোন সমস্যা হতো না আগে।
টেকি ভাইয়েরা যদি কোনো পরামর্শ দিতেন, খুব উপকার হতো, বিল্টইন কিবোর্ডেই কি সমস্যা, সেটি কি নতুন লাগাতে হবে?
আগাম ধন্যবাদ থাকলো!
১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৭
হাসিনুল ইসলাম বলেছেন: দু:খিত, পোস্ট করার একটু পরেই বাইরে চলে যেতে হয়েছিল, তাই আপনার সঙ্গে কথা হলো না।
ইউএসবি পোর্ট চেঞ্জ করে দেখেছি, কেবল কিবোর্ডের ক্ষেত্রেই সমস্যা দেখাচ্ছে। মাউস আর মডেম কাজ করে।
অনেক ধন্যবাদ সাহায্যের হাত বাড়ানোর জন্য।
২| ১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
দ্যা খলনায়ক বলেছেন: যদি পেন ড্রাইভ বা মাউস ঢুকালে এধরনের ম্যালফাংশন ইরোর মেসেজ না দেখায়, তবে যথা সম্ভব এটি আপনার উইন্ডোজের সমস্যা । উইন্ডোজ নতুন করে সেটাপ দিন তাহলেই ঠিক হয়ে যাবে ।
১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৫
হাসিনুল ইসলাম বলেছেন: দু:খিত, পোস্টটি করেই উঠে যেতে হয়েছিল, তাই আপনার সঙ্গে আলাপটা বাড়লো না।
আপনি ঠিক বলেছেন, পেন ড্রাইভ, মাউস, মডেম দিলে ম্যালফাংশন দেখায় না। আমিও একটু একটু ভাবছিলাম, উইন্ডোজের সমস্যা কি না। কারণ এই ঘটনা শুরু হওয়ার আগের রাতে আমার ব্রাউজারে সোসাল সেফসার্চ (অনেকটা এরকম নামের) এক আপত্তিকর-বিরক্তিকর ব্রাউজার হাইজ্যাকার ইন্সটল হয়ে গিয়েছিল (আসলে বহুদিন পর আপত্তিকর সাইটে ঢুকেছিলাম সেদিন, তার ফলাফল হয়ত)। এরপর কয়েক বার করে কয়েক ঘন্টা চেষ্টা করে সেই ব্রাউজার হাইজ্যাকার সরাতে পেরেছিলাম।
হয়থ সেই আমার উইন্ডোজের কিছু খেয়ে ফেলেছে। অনেক ধন্যবাদ। আপনার পরামর্শমত সেটাপ দিয়ে দেখবো। আবারো ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১১ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
নাইটফল বলেছেন: খুব সম্ভবত ইউএসবি পোর্ট এ সমস্যা। পোর্ট চেঞ্জ করে কি দেখেছিলেন ?