নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খান শুভ

আমি নাস্তিক নই,আমি গল্পকার ব্লগার,studing Computer Science and Engineering at Independent University, Bangladesh (IUB)

খান শুভ › বিস্তারিত পোস্টঃ

১লা এপ্রিলঃ মুসলিম নিধনের এক রক্তাক্ত ইতিহাস

০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৩


আগামীকাল পহেলা এপ্রিল, সবাই পালন করবে এপ্রিল ফুল ডে-
কিন্তু আপনারা কি জানেন, কেন এই দিনটিকে এপ্রিল ফুল বলা হয়?
আপনি কি জানেন, এই দিনে গ্রানাডার লাখ-লাখ মুসলমানকে অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল?
এপ্রিল ফুল দিবসটি সৃষ্টির সাথে রয়েছে মুসলমানদের করুণ ও হৃদয়র্স্পশী এক ইতিহাস। ১লা এপ্রিলের এই ইতিহাস অন্যান্য জাতি জানলেও অনেক মুসলিম জাতি না জানার কারনে এই বিজাতীয় অপসংস্কৃতিকে আপন করে নিয়েছে।
তৎকালীন ইউরোপীয় দেশ স্পেনে মুসলিম সেনাপতি তারিক বিন যিয়াদ এর নেতৃত্বে ৭১১ খ্রীস্টাব্দে ইসলামি পতাকা উড্ডীন হয় এবং মুসলিম সভ্যতার গোড়াপত্তন হয়। সুদীর্ঘ প্রায় আটশ বছর পর্যন্ত সেখানে মুসলমানদের গৌরবময় শাসন বহাল থাকে। কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে মুসলিম সাম্রাজ্যে ঘুন ধরতে শুরু করে এবং মুসলিম শাসকরাও ভোগ বিলাসে গা ভাসিয়ে দিয়ে ইসলাম থেকে দূরে সরে যেতে থাকে। ফলে মুসলিম দেশগুলোও ধীরে ধীরে মুসলমানদের হাত ছাড়া হয়ে খ্রীস্টানদের দখলে যেতে থাকে। এরই ধারাবাহিকতায় আসে স্পেনের পালা। মুসলিম শাসনে নেমে আসে পরাজয়ের কাল ছায়া। খ্রীস্টান জগত গ্রাস করে নেয় স্পেনের বিজয় পতাকা।
এক পর্যায়ে মুসলিম নিধনের লক্ষ্যে খ্রীস্টান রাজা ফার্ডিন্যান্ড বিয়ে করে পর্তুগীজ রানী ইসাবেলাকে। যার ফলে মুসলিম বিরোধী দুই বৃহৎ খ্রীস্টান শক্তি সম্মিলিত শক্তি রুপে আত্মপ্রকাশ করে। রানী ইসাবেলা ও রাজা ফার্ডিন্যান্ড খুঁজতে থাকে স্পেন দখলের মোক্ষম সুযোগ। পরবর্তীতে মুসলিম সভ্যতার জ্ঞান বিজ্ঞানের কেন্দ্রস্থল গ্রানাডার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এক পর্যায়ে মুসলমানদের অসতর্কতার সুযোগে খ্রীস্টান বাহিনী ঘিরে ফেলে গ্রানাডার তিন দিক। এক মাত্র মহাসমুদ্রই বাকী থাকে মুসলমানদের বাঁচার পথ। অবরুদ্ধ মুসলমানগন কিংকর্তব্যবিমূঢ় হয়ে এদিক সেদিক ছুটতে থাকে। মুসলমানদের এই অসহায় অবস্থায় রাজা ফার্ডিন্যান্ড প্রতারণার আশ্রয় নেন। তিনি দেশব্যাপী ঘোষনা করে দেন - "যারা অস্ত্র ত্যাগ করে মসজিদগুলোতে আশ্রয় নেবে এবং সমুদ্র পাড়ে রক্ষিত নৌযানগুলোতে আরোহন করবে তাদেরকে সব রকমের নিরাপত্তা দেওয়া হবে"। এমন বিপর্যয়কর পরিস্থিতিতে মুসলমানগন যেন আশার আলো খুঁজে পায়। সরল মনে বিশ্বাস করে মুসলমানগন মসজিদ ও নৌযানগুলোতে আশ্রয় গ্রহন করে। কিন্তু ইতিহাসের জঘন্য নরপিশাচ প্রতারক রাজা ফার্ডিন্যান্ড তালা লাগিয়ে দেয় মসজিদগুলোতে এবং মাঝ দরিয়ায় ভাসিয়ে দেয় নৌযানগুলোকে। এরপর বিশ্ব মানবতাকে পদদলিত করে ঐ মানুষ নামের পশু ফার্ডিন্যান্ড আগুন লাগিয়ে দেয় মসজিদগুলোর চার পাশে এবং মধ্যসমুদ্রে ডুবিয়ে দেয় নৌযানগুলোকে। ফলে অগ্নিদগ্ধ ও পানিতে হাবুডুবু খাওয়া লক্ষ লক্ষ নারী-পুরুষ আর নিষ্পাপ শিশুর আর্ত চিৎকারে ভারি হয়ে উঠে স্পেনের আকাশ বাতাস। মুহূর্তের মধ্যে নির্মমভাবে নিঃশেষ হয়ে যায় সাত লক্ষ মুসলমানের তাজা প্রান। আর এরই মধ্যে ইতি ঘটে স্পেনের আটশ বছরের মুসলিম শাসনের, আর পৃথিবীর ইতিহাসে রচিত হয় মনবতা লঙ্ঘনের নির্মম অধ্যায়। যেদিন এই মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছিল সেদিন ছিল ১৪৯২ খ্রীস্টাব্দের ১লা এপ্রিল। তখন থেকে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার সেই নিষ্ঠুর ইতিহাস স্মরনার্থে খ্রীস্টানরা প্রতি বছর এপ্রিল ফুল পালন করে আসছে।
দুঃখের সাথে বলতে হয় "এপ্রিল ফুল" এর প্রকৃত ইতিহাস সর্ম্পকে না জানার কারণে আমরা আমাদের পূর্বসূরীদের দুর্ভাগ্যকে আনন্দের খোরাক বানিয়ে এপ্রিল ফুল পালন করছি।
আমরা আর কতকাল আত্মবিস্মৃত হয়ে থাকব ? নিজেদের ইতিহাস ঐতিহ্য সর্ম্পকে অজ্ঞতার ধারা আর কতদিন আমাদের মধ্যে বিরাজ করবে। অথচ এই অজ্ঞতাই আমাদের জন্য সবচেয়ে মারাত্নক কাল হয়ে দেখা দিয়েছে।
https://www.facebook.com/almahmud.shuvo.7(writter fb page)

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৬

নতুন বলেছেন: দুঃখের সাথে বলতে হয় "এপ্রিল ফুল" এর প্রকৃত ইতিহাস সর্ম্পকে না জানার কারণে আমরা আমাদের পূর্বসূরীদের দুর্ভাগ্যকে আনন্দের খোরাক বানিয়ে এপ্রিল ফুল পালন করছি।

বানানো মিথ্যা ইতিহাস প্রচার করে আপনি নিজেই বোকা হোচ্ছেন না তো???

একটু কস্ট করে এই ইতিহাসের সত্যা খুজে দেখুন... বুঝতে পারবেন।

২| ০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৬

এ আর ১৫ বলেছেন: আপনি মিথ্যা কথা বলে মানুষকে এপ্রিল ফুল করার চেষ্টা কোরছেন । আপনার মিথ্যাচারের জবাব দেওয়ার পর কনফ্রন্ট কোরতে না পেরে আমার মন্তব্য ও আরেকজনের মন্তব্য ডিলিট করেছেন কেন ??? মানুষকে ধোকা দিয়ে এপ্রিল ফুল করার নামে গোটা মুসলমান ধর্মাবলম্বিদের ধোকা দেওয়ার চেষ্টা করাটা কি আপনার ঈমানের শর্ত। ইসাবেলা ২রা জানুয়ারী ১৪৯২ সালে গ্রেনেডার শাসন কার্য গ্রহন করে ছিল । একটু গুগুল করলেই সেটা বেরিয়ে আসবে কিন্তু আপনি ইচ্ছা করে মিথ্যা তথ্য দিয়ে বিশেষ ভাবে মুসলমানদের এপ্রিল ফুল করার চেষ্টা কোরছেন ।
On January 2, 1492 Muhammad XII of Granada (King Boabdil) surrendered the Emirate of Granada, the city of Granada, and the Alhambra palace to the Castilian forces.link

এপ্রিল ফুল নিয়ে মুসলমাদের মধ্যে যে কাহিণী প্রচলিত আছে সেটা যে কত বড় মিথ্যাচার তার প্রমান দেখুন।
ঐ কাহিণীতে আছে মুসলমানদের প্রলুব্ধ করার জন্য মদ ও সিগারেট পাঠান হয়েছিল ঘটনা ঘটার বেশ কিছু আগে মানে ১/৪/১৪৯২ সালের আগে অথচ কৃষ্ঠফার কলোম্বাস ৩রা অগাষ্ট ১৪৯২ ভারত যাওয়ার সটকাট সমুদ্র পথ আবিষ্কারের উদ্দেশ্যে বের হয়ে আমেরিকা আবিষ্কার করে বসেন এবং তার অনেক বৎসর পর আমেরিকার রেড ইন্ডিয়ানদের এই নেশা সিগারেট ইয়োরপে নিয়ে আসেন।
১/৪/১৪৯২ তারিখে ইসাবেলা গ্রেনেডার দখন নেয় এবং ৭ লক্ষ মুসলমানকে মসজিদে পুড়িয়ে হত্যা করে । কিন্তু আসল সত্য হোল ইসাবেলা গ্রেনেডা হস্তগত করে ২ জানুয়ারি ১৪৯২ কোন রকমের যুদ্ধ ছাড়াই। তৎকালিন গ্রানাডার শাসক স্বেচ্ছায় ইসাবেলার কাছে নগরির চাবি তুলে দেন ।
যেখানে হিরোসিমা নাগাসাকিতে ২ টা এটম বোমা মারার ফলে প্রথম চার মাসে প্রায় আড়াই লক্ষ মানুষ মারা যায় এবং তাৎখনিক ভাবে ৯০ হাজারের মত মানুষের মৃর্তু হয় সেখানে ১/৪/১৪৯২ তে একদিনে ৭ লক্ষ মানুষ এটম বোমা ছাড়া কি করে মারা গেল?? আমাদের মুক্তি যুদ্ধে ৯ মাসে মারা গেছে ৩০ লক্ষ তাহোলে ১/৪/১৪৯২ তারিখে এই ৭ লক্ষ মানুষকে গণহত্যার কথা অবশ্যই ইতিহাসে থাকতো । মুসলমানদের উপর যত গণহত্যা চালান হয়েছে তার সব দলিল ইতিহাসে লিপি বদ্ধ আছে তাহলে ১/৪/১৪৯২ তাং ৭ লক্ষ মানুষের হত্যার কাহিণী ইতিহাসের কোন দলিলে নাই কেন ? ক্রসেডাররা যখন জেরুজালেম দখল করে মুসলিম গণহত্যা চালাল তার দলিল লিপিবদ্ধ আছে। ইতিহাসে লিপিবদ্ধ আছে খৃষ্টানরা ষ্পেন দখল করার পর কিভাবে মুসলমানদের নিপিড়ন করে মাত্র ১২০ বৎসরের মধ্যে স্পেনকে মুসলিম শুণ্য করলো তাহোলে কেন ১ লা এপ্রিল ১৪৯২ তাং ৭ লক্ষ মুসলমান হত্যার দলিল ইতিহাসে নেই ? যে কাহিণী প্রচলিত মসজিদের ভিতর বন্ধি করে আগুন জ্বেলে হত্যার কাহিণী সে সব ঘটনা ইতিহাসের পাতায় লিপিবদ্ধ আছে কিন্তু ১লা এপ্রিল ১৪৯২ সালের কোন ঘটনা ইতিহাসে নেই !!
তখন যে প্রযুক্তি ছিল তা দিয়ে কি একদিনে ৭ লক্ষ মানুষ হত্যা করা সম্ভব যেখানে এটম বোমা মেরে হিরোসিমা নাগাসাকিতে প্রথম ৪ মাসে আড়াই লক্ষ মানুষ মারা গিয়েছিল ? এটা যে কত বড় মিথ্যাচার তার আরেকটা প্রমান দেখুন -------
২০০৭ আদম সুমারি অনুযা্য়ি গ্রানাডার জন সংখ্যা ২৩৭৯২৯ (২ লাক্ষ ৩৭ হাজার ৯২৯) এবং আয়তন ৮৮ (বর্গ কিলোমিটার) বা ৩৪ বর্গ মাইল তাহোলে এই ছোট্ট জায়গায় ১৪৯২ সালে কি করে ৭ লক্ষের উপর মানুষ বাস করে ???

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:১১

খান শুভ বলেছেন: As April draws near, non believers around the globe celebrate a holiday on the first of the month known as April Fool’s Day. The traditional practice of this day is to play some sort of practical joke on someone and make him the “April Fool”.

Pranks performed on this day range form the simple, (such as saying, “your shoes are untied!”) to the elaborate. Whatever the prank, the trickster usually ends it by yelling to his victim, “April fool!”

The history of April Fool’s Day is not totally clear. No exact date can be found pinpointing the first official celebration of the holiday. There are, however, many narrations regarding the reason the tradition is practiced. One narration states that it is a day the Spanish celebrate in remembrance of the day that they defeated the Muslims and swept them from power in lower Spain. According to this narration, the Christian army could not conquer the Muslims there and sent spies to discover why. They discovered that the Muslims were strong on faith and obedient to Allah. The tradition goes on saying that the Christians sent in alcohol and tobacco, which the Muslims used and became the means in which they lost their obedience to Allah. Then the Christian army invaded lower Spain and conquered the Muslims on the first of April and began celebrating April Fool’s Day ever since. As this story has been circulating between our Muslim brothers strengthening their beliefs about the history of this day I deemed it appropriate to clarify a few points about the history of April Fool’s Day. The truth of the matter is that this story is not true in many aspects.

First, let us confirm the historic fact that Muslim rule in Spain ended on the 12th of January in the Christian year of 1492 A.D. April Fool’s Day was not heard of until over sixty years later. The most authentic reports according to Christian historical books such as Encyclopedia Britannica as well as many others trace the roots of the holiday back to 16th century France. Prior to the year 1582, the new year was celebrated for eight days, starting with the 25th of March. The celebration culminated on April 1st. With the reform of the Christian calendar under King Charles IX, through the influence of Pope Gregory, the Gregorian calendar was introduced, and New Years Day was moved to the first of January. However, due to lack of communications in those days, many people did not receive the news for several years. Others, the most obstinate crowd, refused to accept the new calendar and continued to celebrate the New Year on April 1. These backward people were classified as “fool” by the general public and were often subject to some ridicule. Hence, the tradition of April Fool’s Day began.

Second, we should acknowledge the fact that tobacco products were not even invented until after the time of the fall of Muslims in Spain. According to the State College in Framingham, they quote that smoking of any kind did not exist in Spain until after it was brought back from the New World in the times after King Ferdinand of Spain had come to power. Tobacco use did not become widespread until the 19th century.(Introduction to human biology, Framingham State College, Roger N. Morrissette, Ph.D.)

So regarding the rumor claiming that April Fool’s Day is a celebration of the take over of Muslim Spain, it is clear the whole thing is a fabricated story. It is in fact a lie made by the nonbelievers to mislead Muslims and in realty create a “Muslims Fool Day”! True Muslims would never propagate lies especially when it comes to the history of Islam. It is our duty to educate our brothers on these kinds of topics.

Regardless of the history of April Fool’s Day or not, there still isn’t any sort of a reason for a Muslim to practice such a foolish tradition. It is a in reality a holiday created by the enemies of Allah to prove how really foolish they are by denying the truth revealed to the world through the Holy Prophet (peace be upon him). As Muslims it is our job to avoid imitating the nonbelievers in all aspects of life and this includes celebration of their holidays. No matter how hard you try to please them you will always fail unless you become one of them. And to become one of them is to earn Allah’s wrath. And to earn Allah’s wrath is to condemn oneself. Allah says in the Qur’an, “And never will the Jews nor the Christians be pleased with you until you follow their millat (traditions, ways, religion, etc.).”(Chapter 2, verse 122)

Dear readers! Know that Islam is the only religion, which is free from faults and innovations. Such an easy religion to follow is Islam. The Prophet said, “Indeed religion is easy”(Bukhari). Allah just asks that we obey Him and His messenger sallalahu alaihi wasallam. Yet we try to go out of our ways to be obedient to those cursed people who have shown disobedience to Allah. What a pity for him who chooses to enjoy the pleasures of the world over the pleasures of the hereafter. By imitating the nonbelievers, all we do is show people that we are one of them and that they are beloved to us as we to them. The Holy Prophet said, “ A person will be raised on the Day of Judgment with whom he loves.” So whom do we prefer to be raised with, the Noble Prophet sallalahu alaihi wasallam and his companions or the celebrators of April Fool’s Day? The answer is obvious to all. In this age of innumerous trails and tribulations, we must try our hardest to stay steadfast on the straight path shown to us by our Beloved Prophet sallalahu alaihi wasallam, which is the only path with guaranteed success from Allah. In the long run, he will be successful who avoids such useless practices that are nothing more then a waste of time. May Allah keep us pure from such deceptions and avoid making us the “April Fool”. Amee(Click This Link)

৩| ০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৯

এ আর ১৫ বলেছেন: On January 2, 1492 Muhammad XII of Granada (King Boabdil) surrendered the Emirate of Granada, the city of Granada, and the Alhambra palace to the Castilian forcesGranada War[link||view this link]

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:১২

খান শুভ বলেছেন: As April draws near, non believers around the globe celebrate a holiday on the first of the month known as April Fool’s Day. The traditional practice of this day is to play some sort of practical joke on someone and make him the “April Fool”.

Pranks performed on this day range form the simple, (such as saying, “your shoes are untied!”) to the elaborate. Whatever the prank, the trickster usually ends it by yelling to his victim, “April fool!”

The history of April Fool’s Day is not totally clear. No exact date can be found pinpointing the first official celebration of the holiday. There are, however, many narrations regarding the reason the tradition is practiced. One narration states that it is a day the Spanish celebrate in remembrance of the day that they defeated the Muslims and swept them from power in lower Spain. According to this narration, the Christian army could not conquer the Muslims there and sent spies to discover why. They discovered that the Muslims were strong on faith and obedient to Allah. The tradition goes on saying that the Christians sent in alcohol and tobacco, which the Muslims used and became the means in which they lost their obedience to Allah. Then the Christian army invaded lower Spain and conquered the Muslims on the first of April and began celebrating April Fool’s Day ever since. As this story has been circulating between our Muslim brothers strengthening their beliefs about the history of this day I deemed it appropriate to clarify a few points about the history of April Fool’s Day. The truth of the matter is that this story is not true in many aspects.

First, let us confirm the historic fact that Muslim rule in Spain ended on the 12th of January in the Christian year of 1492 A.D. April Fool’s Day was not heard of until over sixty years later. The most authentic reports according to Christian historical books such as Encyclopedia Britannica as well as many others trace the roots of the holiday back to 16th century France. Prior to the year 1582, the new year was celebrated for eight days, starting with the 25th of March. The celebration culminated on April 1st. With the reform of the Christian calendar under King Charles IX, through the influence of Pope Gregory, the Gregorian calendar was introduced, and New Years Day was moved to the first of January. However, due to lack of communications in those days, many people did not receive the news for several years. Others, the most obstinate crowd, refused to accept the new calendar and continued to celebrate the New Year on April 1. These backward people were classified as “fool” by the general public and were often subject to some ridicule. Hence, the tradition of April Fool’s Day began.

Second, we should acknowledge the fact that tobacco products were not even invented until after the time of the fall of Muslims in Spain. According to the State College in Framingham, they quote that smoking of any kind did not exist in Spain until after it was brought back from the New World in the times after King Ferdinand of Spain had come to power. Tobacco use did not become widespread until the 19th century.(Introduction to human biology, Framingham State College, Roger N. Morrissette, Ph.D.)

So regarding the rumor claiming that April Fool’s Day is a celebration of the take over of Muslim Spain, it is clear the whole thing is a fabricated story. It is in fact a lie made by the nonbelievers to mislead Muslims and in realty create a “Muslims Fool Day”! True Muslims would never propagate lies especially when it comes to the history of Islam. It is our duty to educate our brothers on these kinds of topics.

Regardless of the history of April Fool’s Day or not, there still isn’t any sort of a reason for a Muslim to practice such a foolish tradition. It is a in reality a holiday created by the enemies of Allah to prove how really foolish they are by denying the truth revealed to the world through the Holy Prophet (peace be upon him). As Muslims it is our job to avoid imitating the nonbelievers in all aspects of life and this includes celebration of their holidays. No matter how hard you try to please them you will always fail unless you become one of them. And to become one of them is to earn Allah’s wrath. And to earn Allah’s wrath is to condemn oneself. Allah says in the Qur’an, “And never will the Jews nor the Christians be pleased with you until you follow their millat (traditions, ways, religion, etc.).”(Chapter 2, verse 122)

Dear readers! Know that Islam is the only religion, which is free from faults and innovations. Such an easy religion to follow is Islam. The Prophet said, “Indeed religion is easy”(Bukhari). Allah just asks that we obey Him and His messenger sallalahu alaihi wasallam. Yet we try to go out of our ways to be obedient to those cursed people who have shown disobedience to Allah. What a pity for him who chooses to enjoy the pleasures of the world over the pleasures of the hereafter. By imitating the nonbelievers, all we do is show people that we are one of them and that they are beloved to us as we to them. The Holy Prophet said, “ A person will be raised on the Day of Judgment with whom he loves.” So whom do we prefer to be raised with, the Noble Prophet sallalahu alaihi wasallam and his companions or the celebrators of April Fool’s Day? The answer is obvious to all. In this age of innumerous trails and tribulations, we must try our hardest to stay steadfast on the straight path shown to us by our Beloved Prophet sallalahu alaihi wasallam, which is the only path with guaranteed success from Allah. In the long run, he will be successful who avoids such useless practices that are nothing more then a waste of time. May Allah keep us pure from such deceptions and avoid making us the “April Fool”. Ameen.

৪| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:১৫

খান শুভ বলেছেন: In Spain, after centuries of Muslim rule*, the Moors were
overwhelmed by the Christian Army. However, the Moors were
fortified in their homes. The Christian armies wanted to get rid
of the Muslims somehow. They told the Muslims that they could
leave their homes safely and could take only the necessary things
from their homes. They were told they could sail away in the
ships anchored on the quay side. The Muslims did wonder if this
ploy was a trick. The Muslims were requested to go to the quay
side to check the ships. They did so and were convinced. They
then made preparations to leave. The next day, 1st April, they
took their essential belongings and walked towards the quay side.

The Christians looted their homes and then set fire to them.
Before the Muslims got to the ships, the Christians had set fire
to the ships as well. The Christians then attacked the Muslims
and killed them all:

men, women and children. They then celebrated this carnage. This
then became a ritual that was celebrated every year and that has
been carried on until this day not only in Spain but in other
countries, too. The Muslims celebrate 1st April as well as
playing jokes on others on this day through sheer ignorance of
the story. We should bring out the facts of the story to all in
order to put a stop to the practice of celebrating this bloody
and shameful episode.

৫| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৩:৫৫

এ আর ১৫ বলেছেন: থিওরি ৮ - Anti-Islam Theory
এ থিওরি মতে, স্প্যানিশরা কিছুতেই বুঝে উঠতে পারছিল না, কেন মুসলিমরা পরাজিত হচ্ছে না। পরে, তারা বুঝল তাদের আল্লাহ ভীতি অনেক, তাই তারা সবসময় জয়ী। তাই তারা ট্রিক করল, তারা সিগারেট আর অ্যালকোহল পানীয় প্রেরণ করল। সেগুলো পেয়ে আল্লাহ ভীতি ভুলে গেল মুসলিমরা। তাই ১ এপ্রিল তাদের পতন হল।
এটা আমার কাছে খুব বেশি হাস্যকর লেগেছে। একটা কথা, "মুসলিমরা পরাজিত হচ্ছে না" এটা ভুল। কারণ, তারা পরাজিত নিপীড়িত ছিল। কোন মতে টিকে থাকা যাকে বলে আর কি।
আর, সিগারেট?? -_- কিছু বলার নাই।

যাই হোক, এবার আসা যাক, আগের থিওরির ইতিহাস বিশ্লেষণে। "১৪৯২ খ্রীষ্টাব্দের ১লা এপ্রিল " এ ঘটনা ঘটে বলে দাবি করা হয় এ কাহিনীতে। সমস্যা হল, এ অসাধারণ হৃদয়বিদারক "ঐতিহাসিক" কাহিনীর কোনই উল্লেখ নেই ইতিহাসের পাতায়, এটাই সন্দেহ জাগায়। বরং, অন্য তথ্য আছে।

১ এপ্রিলের কোন কাহিনী নেই ইতিহাসে। ইসাবেলা কি ১ এপ্রিল গ্রানাডা দখল করেন মসজিদ পুড়িয়ে? ৭ লাখ মুসলিম মেরে?
না।
থিওরি ৭ এর কাহিনীর ৫৮ দিন আগেই ইসাবেলা গ্রানাডার দখল পেয়ে যান!! ২ জানুয়ারি। মোটেও সেটা, ১ এপ্রিল না।

A history of Medieval Spain বই থেকে কোট করলে, "১৪৯২ সালের ২ জানুয়ারি ইসাবেলা আর ফারদিনান্ড গ্রানাডায় প্রবেশ করেন। তারা শান্তিপূর্ণভাবে সেদিন গ্রানাডার শাসক দ্বাদশ মুহাম্মাদের কাছ থেকে গ্রানাডার চাবি নেন।"

কোন মসজিদ পুরানোর ঘটনা আর স্পেসিফিক সেই গণহত্যার কাহিনী নেই। কোন ১ এপ্রিল নেই।

একটা প্রশ্ন জাগতেই পারে, নিষ্ঠুরতা ইতিহাসে স্থান পায় ভাল মতই। যেমন, ক্রুসেডাররা জেরুজালেম দখল করে মুসলিমদের যেভাবে গণহত্যা করেছিল সেটা সুন্দর করে সংরক্ষিত আছে। আবার এটাও আছে, মুসলিম হয়ে সালাদিন (সুলতান সালাহউদ্দিন) কত অসাধারণ মহত্ত্ব দেখিয়েছিলেন। তাহলে স্পেইনের এত বড় একটা ঘটনা কেন উল্লেখ থাকবে না??

সত্য বলতে, স্পেইনে মুসলিমদের উপর অমানসিক অবর্ণনীয় অত্যাচার চালানো হয়েছিল... এবং সেসব ঘটনা ভালমতই আছে হিস্টোরিতে। নতুন ঘটনা ইনভেন্ট করার আসলে কী দরকার ছিল??

It's Better that, আমরা এই কাহিনী প্রচার না করি। কেবল, জানা পর্যন্তই সীমাবদ্ধ থাক এই থিওরি। কারণ, আমরা জানি না, এটা কতটুকু সত্য বা মিথ্যা। Allah knows best.

[যারা ইতিহাসের ভাষ্য পড়তে চান, তাদের জন্য-
স্পেনের শেষ মুসলিম শাসক আবু আব্দুল্লাহ মোহাম্মদ XII (স্প্যানিশ নাম 'বোয়াব্দিল';) রাণী ইসাবেলা-ফার্ডিনান্ডের কাছে আত্মসমর্পন করেন ১৪৯২ সালের ২ জানুয়ারি। আত্মসমর্পন পর্ব শান্তিপূর্ণ ছিল, রাণীর সহযোগী ভুবন বিখ্যাত ক্রিস্টোফার কলম্বাস এ অনুষ্ঠানে উপস্থত ছিলেন।
এবং মোহাম্মদ XII এর সাথে রাণীর চুক্তি হয়েছিল স্পেনে বসবাসরত মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা দানের, সে চুক্তি রক্ষিত হয়নি, আত্মসমর্পন পরবর্তী সময় থেকেই বিবিধ জুলুম প্রক্রিয়া শুরু হয়। কাটাকুটি মূলত শুরু হয় ১৫০৮ সালে যখন 'ইঙ্কুইজিশন' ঘোষণা করা হলো, মানে ইহুদী এবং মুসলমানদের হয় ক্যাথলিক হতে হবে নয়তো স্পেন ছাড়তে হবে।...........জার্মানীর হিটলার আর স্পেনের ইসাবেলার পর-জাতিবিদ্বেষের মধ্যে পার্থক্য কতটুকু? মানবতাবাদী হিসেবে ম্যারানোস, মরিস্কোস শব্দগুলো ভুলে গেলে তো আর চলবে না।
১৪৯৬ সালে ইসাবেলার সম্মতিতে আর্চবিশপ তালাভ্যারা আলহামরা ডিক্রি জারি করে। এই ডিক্রি অনুসারে স্পেনের ইহুদী ও মুসলিমদের হয় ক্যাথলিক ক্রিশ্চান ধর্মগ্রহণ নয়তো দেশ ত্যাগের নির্দেশ দেয়া হয়। ১৫০২ সালে ইসাবেলা ইহুদী-মুসলিম ও অন্যান্য ক্রিশ্চানদের বাধ্যতামূলক ক্যাথলিক ক্রিশ্চান ধর্মে ধর্মান্তরিত হবার অথবা, দেশত্যাগের আদেশ দিয়ে সরকারী ফরমান জারি করে।
গ্রানাডার পতনের পর প্রায় এক লক্ষ মুসলমান মারা যায়, চার লক্ষ মুসলমান দেশত্যাগে বাধ্য হয় ও তিন লক্ষ মুসলমান ধর্মান্তরিত হতে বাধ্য হয়। ইহুদীদের ইতিহাস তো আরো করুণ। দুই লক্ষ মারা যায়, এক লক্ষ ইহুদী ধর্মান্তরিত হতে বাধ্য হয়, এক লক্ষ ইহুদী দেশত্যাগ করে।

(সূত্র: Spain 1469 - 1714; A Society of Conflict, লেখক: Henry Kamen) ]
এপ্রিল-ফুল নিয়ে মুসলমানদের মাঝে প্রচলিত গল্প সম্পূর্ণ মিথ্যা!

০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৫

খান শুভ বলেছেন: ১৯৭১ সাল খুব বেশী দূরে নয়, তারপরও কেউ যখন নতুন কোন বই লেখে বলা হয় ইতিহাস বিকৃত করা হয়েছে। আসলে সত্য ঘটনাই তুলে ধরা হয়েছিল, যা ইতিহাসে ছিলনা। সুতরাং আপনি যেখান থেকে যুক্তি দিচ্ছেন, মুসলমানদের হত্যা করার ঘটনা ইতিহাসের কোথাও খুজে পাওয়া যায়না। সেটা ইচ্ছে করেই হয়তো লেখা হয়নি। আর ঘটনা যা রটে তার কিছুটা হলেও ঘটে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.