নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খান শুভ

আমি নাস্তিক নই,আমি গল্পকার ব্লগার,studing Computer Science and Engineering at Independent University, Bangladesh (IUB)

খান শুভ › বিস্তারিত পোস্টঃ

মোরাল :: কখনোই হাল ছাড়বেন না। থেমে থাকবেন না।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬


এক কৃষকের একটা গাধা ছিল। গাধাটা একদিন অগভীর কুয়ায় পড়লো কিন্তু কুয়াটার গভীরতা গাধার উচ্চতা থেকে বেশি হওয়াতে অবলা প্রাণীটি উঠে আসতে পারছিল না। গাধার ত্রাহি চিৎকারে কৃষক এবং আশপাশের মানুষ ছুটে আসল। কিন্তু ওরাও বুঝে উঠতে পারল না কী করবে।
ঘণ্টাখানেক নানাভাবে চেষ্টা করার পরও যখন গাধাকে উপরে তুলে আনা গেল না, কৃষক তখন চিন্তা করল, কুয়াটা আগে থেকেই বিপজ্জনক। বেশ কয়েকটি বাচ্চা কুয়াতে পড়ে বারবার আহত হয়েছে। কুয়াটা এমনিতেই ভরাট করতে হবে, তার উপর গাধাটা অনেক বুড়ো এবং দুর্বল হয়ে গেছে। তাই কৃষক সিদ্ধান্ত নিল গাধাসহ কুয়াটি ভরাট করে ফেলবে।
কৃষক সবাইকে ডাক দিয়ে হেল্প করতে বলল। সবাই হাতে বেলচা এবং কোদাল নিয়ে পাশ থেকে মাটি কেটে কুয়াতে ফেলতে লাগল। কিছু মাটির দলা গিয়ে গাধাটির উপরেও পড়ল। ওদের মাটি ফেলা দেখে গাধাটি বুঝতে পারল কি ঘটতে চলেছে, প্রাণীটি ভয়ে-দুঃখে নিরবে কাঁদতে লাগল।
কিছুক্ষণ মাটি ফেলার পরে সবাই হঠাৎ চমকে গেল, কারণ গাধাটি অদ্ভুত একটা কাণ্ড করে বসেছে। সবাই যখন গাধার উপরে মাটি ফেলছে, গাধাটি তখন গা-ঝাড়া দিয়ে মাটি নিচে ফেলে দিচ্ছে এবং এক-পা, এক- পা করে ভরাট হওয়া জায়গাতে অবস্থান নিচ্ছে। সবাই এবার দ্রুত গাধার উপরে মাটি ফেলতে শুরু করল, গাধাটিও তত দ্রুত মাটি গায়ের ওপর থেকে ঝেড়েফেলে ভরাট হওয়া জায়গাতে এসে দাঁড়ায়। এভাবে কিছুক্ষণ মাটি ফেলার পর সবাই অবাক হয়ে লক্ষ্য করল কুয়াটি প্রায় ভর্তি হয়ে গেছে, অবশেষে গাধা কুয়া থেকে বেরিয়ে আসলো।…
জীবনে চলার পথে এমন অসংখ্য কুয়াতে আপনি পড়বেন, যা থেকে উঠে আসার মতো সক্ষমতা হয়তো আপনার থাকবে না। আশপাশের মানুষগুলো আপনাকে টেনে তোলার পরিবর্তে আপনাকে আরো ডুবিয়ে দিতে চাইবে।কিন্তু এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে আপনাকে ওই গাধা টির মতই গা-থেকে আবর্জনাগুলো একটু একটুকরে ঝাড়া দিয়ে ফেলতে হবে যতক্ষণনা ওই আবর্জনাতে কুয়াটা পূর্ণ হয়ে যায়।
যখনই সমস্যা এসে আপনারশরীর এবং মনের উপরে চেপে বসবে, প্রতিবার একটু একটু করে ঝাড়া দিয়ে সরিয়ে দিবেন। তারপর মাথা উঁচু করে একটু আগে ঝেড়ে ফেলে দেওয়া সমস্যার উপরে গিয়ে দাঁড়াবেন। প্রতিটি সমস্যা-ই আবর্জনার মতো। আপনি থেমে থাকলে আবর্জনার পাহাড় এসে আপনাকে জীবন্ত কবর দিয়ে ----------।
https://www.facebook.com/almahmud.shuvo.7(writter fb page)

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯

বিজন রয় বলেছেন: ও কে।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২২

খান শুভ বলেছেন: ধন্যবাদ ভাই সবসময় পাশে থাকার জন্য

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

নাজিম মাহফুজ বলেছেন: জ্বি ভাই। কুয়া থেকে উঠতে পারলে আমরা মানুষ। না পারলে গাধা।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

খান শুভ বলেছেন: জ্বি ভাই

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

জহিরুল ইসলাম সেতু বলেছেন: এমনটা গাধারাই পারে, অতি বুদ্ধিমান কেবল বুদ্ধির খেলাই খেলে যায়। অবশেষে ষোল আনাই .......
আমরা বরং গাধার কাছে থেকেই ভাল কিছু শিখে নিতে পারি।
ধন্যবাদ খান শুভকে। সুন্দর একটি লেখা উপহার দেবার জন্য।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

খান শুভ বলেছেন: লেখা ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ।ভালো থাকবেন সবসময়।

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

প্রািন্ত বলেছেন: গল্পটি খুবই সুন্দর ও বাস্তবধর্মী। এটা থেকে অনেক শিক্ষাই গ্রহণ করা যায়। ধন্যবাদ লেখককে।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

খান শুভ বলেছেন: লেখা ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ।

৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: অনেক ধন্যবাব ভাই এমন একটা উপদেশমুলক গল্প উপহার দেওয়ার জন্য।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

খান শুভ বলেছেন: লেখা ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ।ভালো থাকবেন সবসময়।

৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

সোজোন বাদিয়া বলেছেন: গল্পটা বর্তমান বাংলাদেশের নাগরিকদের জন্য খুবই মূল্যবান। ধন্যবাদ, ভাল থাকুন।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

খান শুভ বলেছেন: ধন্যবাদ ভাই সবসময় পাশে থাকার জন্য

৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

আমিই মিসির আলী বলেছেন: চমৎকার কাহিনী।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

খান শুভ বলেছেন: ধন্যবাদ ভাই পাশে থাকার জন্য

৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:২৮

ভবোঘুরে বাউল বলেছেন: অসাধারণ বলেছেন। শেখার আছে অনেক কিছু। ভালো লেগেছে গল্প।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৪

খান শুভ বলেছেন: ধন্যবাদ ভাই পাশে থাকার জন্য। ভালো থাকবেন সবসময়।

৯| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৪৫

ফেরদৌসা রুহী বলেছেন: শিক্ষনীয় গল্প।

বিপদে পথ হারালে চলবে না।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ২:০৬

খান শুভ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.