নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

আঙুর ফল টক ;)

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৯





পুরান ঢাকায় বাস করে মনমোহন সিং



শরীরে গোস্ত নাই রোগা টিং টিং



সব জনে তারে নিয়ে করে টিটকারি



ডাকে তারে লিকলিকে পতলা খান আরো রকমারি



মোহন ভাবে আমাকে যে হতে হবে মোটা



খায় তা্ই প্রতিদিন চর্বি আর আলু গোটা গোটা



জিমে গিয়ে ডাম্বেল নিয়ে কত কসরত করে



সকালে বিকালে আস্তখনি ব্রয়লার গলধরণ করে



দিনগিয়ে মাস গিয়ে বৎসর এলো



মোটা মোহন হলো নাকো শুকনোই রলো



রেগেমেগে মোহন বলে মুখ করে কালো



মোটা আমি হবো নাকো শুকনোই ভালো।।;)







কমলাপুরে বাস করে হাদারাম হাদা



মস্তবড় ভুড়ি নেয়ে নিদারুন মোটা



সব জনে তারে নিয়ে করে টিটকারি



ডাকে তারে আস্ত হাতি খোদার খাশি আরো রকমারি



রাস্তা ঘাটে চলতে গিয়ে লাগে কত কষ্ট



এতো বড় ভুড়িটা্ই করল তার জীবন টাই নষ্ট



একদিন হাদা ভাবে আমাকে যে হতে হবে সুটা



খাবার দাবার কমিয়ে তাই থাকে রোজ ভুখা



দিন গিয়ে মাস গিয়ে বৎসর এলো



শুকনো হাদা হলো নাকো মোটকুই রলো



রেগেমেগে হাদা বলে মুখ করে কালো



শুকনো আমি হবো নাকো মোটকুই ভালো।।;)

মন্তব্য ৫৫ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:

মনে হল সত্যেন্দ্রনাথ দত্তের কোন ছড়া পড়ছি................ প্রথম ভালো লাগা

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: সত্যি? ধন্যবাদ শুভকামনা।এটা এই মাসের সেরা ছড়া কবিতা চ্যালেঞ্জ।

২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৮

গ্রাম্যবালিকা বলেছেন: হাহাহা! মজার হয়েছে। কিন্তু মোটকু কে শুকনো হতেই হবে ;) :P :P

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: নারে ভাই মোটাই ভালো শুকনো খারাপ। ;)

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাহ! সুন্দর। :)

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: সত্যি তা্ই নাকি?

শুভকামনা কাল্পনিক ভালোবাসা।

ভালো থাকবেন শুভকামনা থাকলো

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০০

এহসান সাবির বলেছেন: হা হা হা!! দারুন।

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৬

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শুভকামনা। এইটা যদি নির্বচিত পোস্ট না হয় তাহলে কোনটা হবে?

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৩

শান্তা273 বলেছেন: ভালো লাগলো।

০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১৮

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শুভকামনা এটা একটা রম্য ছড়া।

৬| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৪

একজন আরমান বলেছেন:
হাসতে হাসতে শেষ। =p~ =p~ =p~

০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১৯

সেলিম আনোয়ার বলেছেন: আপনার কাকে ভালো লেগেছে মনমোহন সিং? নাকি হাদারাম হাদা?

৭| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪০

আজমান আন্দালিব বলেছেন: প্লাসায়িত

০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৪

সেলিম আনোয়ার বলেছেন: আটা সব তরুণ তরুণির ভালো লাগবে যারা বৃদ্ধ তাদের ভালো নাও লাগতে পারে।

৮| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০০

ঘুড্ডির পাইলট বলেছেন:
একদিন আক্কেল আলী লিখে দিলো ছড়া
ছড়ার ভেতর ছিলো অনেক রম্য ভরা।
রম্যের লেখক ঘু্ড্ডির পাইলট ভাইজান
ভাত বুঝি মেরে দিলো এই ভেবে পেরেশান।
আক্কেল আলী এসে
বললো হেসে হেসে,
নেই কোন ডড়
আক্কেল কভু কি ঘুড্ডির পর ?
সব শুনে ঘু্ড্ডির পাইলট
খুশি হয়ে অর্ডার দিলো দুই কাপ চা ফটাফট।
খেয়ে চা দুই জনেই খুশি বেজায়
দুকান্দারের বীল না দিয়ে দুজনে চামে পালায়। B-)) B-))



০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৯

সেলিম আনোয়ার বলেছেন: কি বলেন ঘুড্ডির পাইলট?

রম্য ছড়া একটা লিখলাম মাত্র।আমি প্রেমের কবি।আমার কবিতা আনার কলিদের জন্য।আর যারা মজনু তরতাজা জোয়ান তাদের জন্য। বৃদ্ধরা হোচট খেতে পারে।

ভালো থাকবেন সবসময়

৯| ০৮ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৪

অপূর্ণ রায়হান বলেছেন: ৪র্থ ভালোলাগা ভ্রাতা :)

++++++++++++ সুন্দর ।

ভালো থাকবেন সবসময় :)

০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: কবি ধন্যবাদ শুভকামনা। আপনি আমাকে আমার পোস্টে প্রথম লাইকদিয়েছিলেন।

১০| ০৮ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:০২

*কুনোব্যাঙ* বলেছেন: দারুণ লাগল।

পঞ্চম ভালো লাগা।

০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শুভকামনা।

১১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: মনে হল সত্যেন্দ্রনাথ দত্তের কোন ছড়া পড়ছি................

ভালো অইসে রে.................

শুভ সকাল। কেমন আছেন?

০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: আমি হেসেই খুন করে ফেলি দুঃখ জ্বালা যন্ত্রণা...
গতরাত ১১টায় হসপিটাল থেকে এসেছি।
মেইল এড্রেস দেন বাকিটা মেইলে জানানো যাবে।
ভালো থাকবেন সবসময়।সামনে একটু বিরতি দেয়া লাগবে।

১২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমিই মেইল দিব। একটু দেরি হতে পারে।

০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: স্বর্ণা সামনে মাস দুয়েকের বিরতি নিব।

১৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: আমি বাংলাদেশ সময় ভোর রাতে মেইল দিব। আপনি সকালে উত্তর দিয়েন।

০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: আজকে আমার বোনের অপারেশন রাত ১০টায় চিকিৎসকরা যদি তাকে ফিট ঘোষণা করে।

১৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: ও। উনার জন্য অনেক দোয়া করি।

০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: আল্লাহ আপনার দোয়া কবুল করুক।

১৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৫

লাবনী আক্তার বলেছেন: কবিতা ভালো হইছে।

১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শুভকামনা। ভালো থাকবেন সবসময়।

১৬| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬

অনীনদিতা বলেছেন: আপনার বোনের জন্য দোয়া রইলো।

চমতকার হয়েছে আপনার ছড়া:)

১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: আমার বোন সফল অপারেশনের পরে ভালো আছেন।

১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: Click This Link


ধন্যবাদ শুভকামনা ভালো থাকবেন সবসময়।

১৭| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২

শায়মা বলেছেন: আসলেই আঙ্গুর ফল টক!:)

১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: ইহা একটি চিরন্তন সত্য।

১৮| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১১

একজন আরমান বলেছেন:
হাদারাম হাদা

১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: :)

১৯| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৩

কালোপরী বলেছেন: আপুর জন্য দোয়া রইল

১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন সবসময়।

২০| ০৯ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬

ডানাহীন বলেছেন: নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ..
আপনার বোনের জন্য দোয়া রইল ।

১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪০

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ।আমার বোন ভালো আছেন।

২১| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৩

আমি বাঁধনহারা বলেছেন:
কবিতা পড়ে পেলাম খুব মজা
দোয়া করি আপনি হোন:
কবিতার কালজয়ী এক রাজা!!!

ভালো লাগল+++++


ভালো থাকবেন
মনে রাখবেন!!!!

১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪২

সেলিম আনোয়ার বলেছেন: বাঁধনহারা ভাই।অনেকদিন পর আমার ব্লগে।ভালো থাকবেন সবসময়।


শুভকামনা থাকলো।

২২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮

প্রিন্স হেক্টর বলেছেন: ফিলাস + :#) :#)

অচাম, চখাম, ঝটিলসসসসসসস ম্যান, কিপিটাপ :)

১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: প্রিন্স হেক্টর ভালো থাকবেন সবমসময়।

শুভকামনা থাকলো।

২৩| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬

আরজু পনি বলেছেন:

হাহাহা দারুণ মজার কবিতা :D
১৩ নম্বর প্লাস।

১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: আরজুপনি আপার প্রিয় ব্লগার।আপনি কেমন আছেন? কেন যে আগে দেখা হলো না।

ভালো থাকবেন সবসময়।

২৪| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭

নিয়েল ( হিমু ) বলেছেন: হা হা প গে
এইটা কি হামটি ডামটির লংগার বাংলা ভার্ষণ ? :D :D :D

১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: হামটি ডামটি পড়া হয় নাই।তবে এতটুকু শুনেছি হামটি দামটি.............
৩য় শব্দটিও মনে নাই।


ধন্যবাদ আর শুভ কামনা।

২৫| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮

শহিদুল ইসলাম বলেছেন: মজার

ভালো লাগল

১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫১

সেলিম আনোয়ার বলেছেন: শহিদুল ইসলাম ভাই

আমার ব্লগে দীর্ঘদিন পর।শুভকামনা ভালো থাকবেন সবসময়।


২৬| ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কি খবর?

১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: খবর ভালো কদম ফুল কন্যা।একটা কদম ফুল চাইলাম দিলেন না।দারান আপনারে কদম ফুল দেই
Click This Link


২৭| ১৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৯

সনেট কবি বলেছেন:



কবি সেলিমের ‘আঙ্গুর ফল টক’

আহা মনমোহন ও হাদারাম হাদা
শুটকো আর মুটকো, কবিতায় গল্প
শুরু থেকে শেষ যেন, হেলে দুলে চলা
কোন রূপবতি নারী, দারুন সুন্দর।
ছন্দে ছন্দে কথা গুলো নদীর মতন
এঁকেবেঁকে চলে পথ। ঢেউ তুলে তুলে
বয়ে চলে সাগরের বিশাল বুকেতে
মিলিত হতে আনন্দে সুখ অভিসারে।

আমি চলি ছন্দ টানে পদ্য বাঁকে বাঁকে
সেথা পেয়ে বিনোদন বিমোহীত হয়ে
ভুগি কাব্য ব্যঞ্জনায়, স্বার্থক কবিতা।
মন্তব্যে পাঠক দল উচ্ছসীত ভাব
প্রকাশে করেনি কোন কার্পন্য কথায়
হে সেলিম আনোয়ার বেশতো লিখেন।

১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১১:০৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে আর পাঠে ধন্যবাদ।নিরন্তন শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.