নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসি তোমায়!!!

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৭


ছবি -নিজস্ব।
অবারিত সবুজের মাঠ— খোলা প্রান্তর
মুক্ত স্নিগ্ধ সমীরণ বহে নিরন্তর
সজীব আবেশ মাঝে নয়ন জুড়ায়
মুগ্ধ মনে হেরি তারই রূপ মোর অন্তরায়।
প্রিয়া, এইখানে প্রেম চাই মুক্ত হাওয়ায়
কয়েকটা গভীর নিশ্বাস
তোমার স্কন্ধে,
ফিসফিসিয়ে কথা বলা তোমার শ্রবণ অঙ্গে,
ভালোবাসি তোমায়—
সবুজের এইরূপ যতটা তার চেয়ে ঢের বেশি।
মুক্ত- সুশীতল- স্নিগ্ধ হাওয়া
—ঐ যে খোলা আকাশ
বিশাল জলরাশি মাঝে,
ফুটে থাকা মন মাতানো সহস্র সাদা শাপলা
সবুজ দূর্বাঘাসের শিখরে,
জমে থাকা মুক্তদানার মতন বারিকণা;
কিংবা চাতকের দীর্ঘ প্রতীক্ষা যতটা বারিবিন্দু কমনায়,
তার চেয়ে ঢের বেশি—
ভালোবাসি শুধু তোমায়।

মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৯

নেক্সাস বলেছেন: ফাষ্টু হইলাম।



কবিতা ভাল লাগছে ভাই। +++

১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শুভকামনা মহান কবি নেক্সাস।

২| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৬

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: সুন্দর ছন্দের মিল।

১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: ছন্দে ছন্দে দোলি আনন্দে আমি বন ফুল গো।

৩| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৮

নিয়েল ( হিমু ) বলেছেন: তার চেয়ে ঢের বেশি
ভালোবাসি তোমায়।


ভাল বাসার কবিতা ভাল না লেগে যাবে কৈ ?

১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগছে
নতুন প্রেমের কবিতা লিখার শখ জাগছে

৪| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৪

ইখতামিন বলেছেন: হুম. তাকেই ভালোবাসি-
যাকে কোনও দিন বলা হয়নি- তোমায় ভালোবাসি.
তুমি কভু জানিবেনা- তোমায় কতোটা ভালোবাসি.

১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: সহমত ভালো থাকবেন সবসময়।

৫| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভালবাসার কবিতায় ভাললাগা রইল

১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০

সেলিম আনোয়ার বলেছেন: লাইলী কবিতা পাঠে ধন্যবাদ


ভালো থাকবেন সবসময়।

৬| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৬

মাহী ফ্লোরা বলেছেন: কিংবা চাতকের দীর্ঘ প্রতীক্ষা যতটা বারিবিন্দু কমনায়

কামনায়?

ভাল লাগলো কবিতা।

১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০

সেলিম আনোয়ার বলেছেন: কবি আপনার একটা কবিতায় কমেন্ট করতে গিয়ে কয়েকটা লাইন লিখেছিলাম মনে আছে?


শুভকামনা ভালো থাকবেন সবসময়।

৭| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৫

চেয়ারম্যান০০৭ বলেছেন: ভালো লাগলো।+

১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১১

সেলিম আনোয়ার বলেছেন: চেয়ারম্যান সাব ভালো থাকবেন সবসময়।

৮| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩

ঘুড্ডির পাইলট বলেছেন: ফোটে থাকা মন মাতানো সহস্র সাদা শাপলা :)

১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২

সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনা পাইলট। ভালো থাকবেন সবসময়।

৯| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৯

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: তার চেয়ে ঢের বেশি
ভালোবাসি তোমায়।

ভালোলাগা রইল।

১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ।শুভকামনা রইলো ।

১০| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫২

আরজু পনি বলেছেন:

ফোটে থাকা মন মাতানো সহস্র সাদা শাপলা....এখানে ফুটে থাকা হবে কি?

সুন্দর কবিতা।

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: ঠিক করে দিলাম।তুমি বলছ ব্যাস।সেটাই ঠিক।


কবিতা কিন্তু খারাপ হয়নি।

১১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২

ছোট্ট নিথী বলেছেন: ভালো লেগেছে!! +++

১২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:
ভালোবাসি তোমায়
সবুজের এইরূপ যতটা তার চেযে বেশি

+++++++++++++++++++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.