নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

বিচ্ছু (ছোট গল্প)

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২৩



মানুষ হত্যা যদি জঘন্যতম কাজ হয়ে থাকে । তাকে বাঁচানো সর্বোত্তম কাজ হবে না কেন ? সম্প্রতি একজন মানুষের ছুরিকাহত হওয়া আর সেটি কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি।একজন আস্তিক আর একজন নাস্তিক ভালো বন্ধু হতে পারে। তাদের মধ্যে ডিবেটও হতে পারে । যুক্তি যুক্তি খেলা । আর সেই খেলায় একজন জিতে যেতে পারেন আরেকজন হেরেও জেতে পারেন। কিন্তু সুশীল সমাজের সেই কলম লড়াই যদি সামাজিক ভাবে পারস্পরিক মৃত্যুকামনা পর্যন্ত গড়ায় তাহলে সেটা খুব খারাপ হবে। খুনি মন মানসিকতা থাকে সন্ত্রাসীর।একজন সৃজনশীল মানুষ বস্তুনিষ্ঠ যুক্তি নির্ভর লেখা দিয়ে তার দর্শনকে প্রতিষ্ঠিত করতে প্রয়াস চালাতে পারেন।সেই স্বাধীনতা তার ভোগ করার অধিকার আছে।সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।এ ব্লগে ধর্ম মতবাদ দর্শন প্রকাশের স্বাধীনতা থাকা উচিৎ।সেটা নিয়ে আলোচনা হবে সমালোচনা হবে পক্ষ হবে বিপক্ষ হবে এর মধ্যে দিয়ে আসল সত্যটি বের হয়ে পড়বে।জোর যার মুল্লুক তার ফর্মূলা ব্লগে পরিহার করা উচিৎ।মানুষের প্রতি শ্রদ্ধাবোধ সুশীল সমাজের কাছে কাম্য। তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন? ড. শহীদুল্লাহর সেউ উক্তি পাপকে ঘৃণা কর পাপীকে নয়। ওহে নাস্তিকেরা এমন অনেক ঘটনাই আছে যেখানে নাস্তিক ব্যক্তি

আস্তিক হয়ে মারা গেছেন।



আর ওহে আস্তিকেরা তোমরা কি বলতে পার মৃত্যুর সময় কোন নাস্তিক তোমার চেয়ে কম পূণ্যি নিয়ে মারা যাবে ? একজন নাস্তিক আর একজন আস্তিক পাশাপাশি সিটে বসে যাচ্ছে।নাস্তিক বলছে মওলানা সাব পৃথিবী সৃষ্টি হয়েছে বিগ ব্যাঙ থিওরির মাধ্যমে।আর প্রাণীর বিকাশ ডারউইনের বিবর্তনবাদ অনুযায়ী।আমাকে যদি প্রমান দিতে পারেন আল্লাহ আছেন তাহলে আমি আস্তিক হবো।আমি যা দেখি তা বিশ্বাস করি যা দেখি না তা বিশ্বাস করিনা।



নাস্তিককে আস্তিক বলেন আপনি যা দেখেন না তা বিশ্বাস করেন না?নাস্তিক বলে না। আস্তিক বলে আপনি কি মানুষের আক্কেল (জ্ঞান) দেখেছেন ? নাস্তিক বলেন না।এইবার আস্তিক বলে তাহলে মানুষের আক্কেল আছে এটা বিশ্বাস করেন কেন ও কিভাবে?নাস্তিক বলে নিদর্শন দেখে । যেমন পাগল গায়ে কাপড় নেই এই নিদর্শন প্রমাণ করে তার আ্ক্কেল নেই। যে স্বাভাবিক তার আক্কেল আছে ।তখন আস্তিক বলে তার মানে আপনি নাদেখে মানুষের আক্কেল বিশ্বাস করেন। তেমনি নিদর্শন দেখে আল্লাহ আছে আমরা বিশ্বাস করি।





তখণ আস্তিক নাস্তিককে জিজ্ঞাসা আচ্ছা বলেন তো মনে করেন আপনি মরুভূমি র উপরদিয়ে যাচ্ছেন । পথি মধ্যে দেখলেন উটের পায়ের ছাপ।পায়খানা । এগুলো দেখে কি ভাববেন । নাস্তিক বলে অবশ্যই এর উপর দিয়ে উট হেটে চলে গিয়েছে। যাওয়ার পথে এটি পায়খানা করেছে ।তখন আস্তিক বলে আপনি কি উট দেখছেন?নাস্তিক বলে না দেখি নাই।তখন নাস্তিক বলে নিদর্শন দেখে বিশ্বাস করেছি। তখন আস্তিক বলেন তার মানে আপনি নিদর্শন দেখে ঘটনা বিশ্বাস করেন।











এইবার আস্তিক বলেন আচ্ছা আপনি মনে করেন একটি গহীন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছেন । অনেক গভীরে একটা প্রাসাদ পাওয়া গেল। প্রাসাদের মেইন ফটকে নেইম প্লেটে বাড়ীর মালিকের নাম লিখা । এইটা দেখে আপনি কি ভাববেন?নাস্তিক বলে প্রাসাদটির মালিক নামফলকে নাম লিখেছেন এবং তিনি প্রাসাদটি নির্মান করেছেন। আস্তিক জিগায় কেন বাড়ি একা তৈরি হয়নাই? নাস্তিক বলে না।এটা কিভাবে সম্ভব?তখন আস্তিক বলেন তহলে আপনি কি আকাশ চাদ পৃথিবী এগুলি দেখেন নাই?এইগুলা কি একা তৈরি হয়েছে?তখন নাস্তিক বলেন আমি আস্তিক হইলাম। ওমরপালন পুরি (রহঃ) ও জনৈক নাস্তিকের সত্য ঘটনা অবলম্বণে অনুলিখন এটি।





এখন আসিফ মহিউদ্দিন যদি আমাকে মিথ্যা প্রমাণ করার জন্য যুক্তি দেন আমি বাধা দিব কেন?আর আমি তাকে আক্রান্ত হতে দেখলে সাহায়্যের জন্য এগিয়েই বা আসবো না কেন?

-------------------------------------------------------------------





আসিফ মহিউদ্দিন দ্রুত সুস্থ হয়ে ওঠছেন।এখনো চিকিৎসকদের গভীর অবজারভেশনে আছেন।তাকে হত্যা করার চেষ্টা করা হযেছে।দুঃখের বিষয় অনেকেই তার হত হওয়ার ঘটনাকে নাটক মনে করেছেন।এটা খুবই লজ্জাজনক।সেই যে কাদম্বীনি মরিয়া প্রমান করিলেন তিনি মরেন না্ই সেইরকম।শরৎ সেলিম আনোয়ার আর আসিফ মহিউদ্দিন মিলে নাটক করেছেন!!এভাবে মানুষ ভাবে কিভাবে?রাত ৮.৩০মি।তারিখ ১৮/০১/২০১৩

-------------------------------------------------------------------

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩২

ঘুড্ডির পাইলট বলেছেন: অতপর একজন নাস্তিক যে নিয়মিত বিশেষ এক ধর্মকে আক্রমন করতো আর সেই ধর্মেরই নিয়মিত চর্চাকারি আরেকজন আস্তিকের সাহায্য পেলো । তাই নিজেকে গার্বিত মনে হচ্ছে।

১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩২

সেলিম আনোয়ার বলেছেন: ঘুড্ডির পাইলট ভালো থাকবেন সবসময়।


শুভকামনা থাকলো।

২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৩

মুহাম্মাদ আলী বলেছেন: প্রথমেই বলে নেই যিনি আহত হয়েছেন তার সুস্থতা কামনা করি।আপনি একজন সত্যকারের মুসলিমের মত তাকে সাহায্য করেছেন।সে নাস্তিক না আস্তিক এটা না ভাবে একজন মানুষকে সাহায্য করেছেন


আর দ্বিতীয়ত আসিফের লেখার বিষয়ে কিছু বলতে চাই না।তবে এই আহত হবার পরে আসিফ ভাই অনেক বিখ্যাত হয়ে গেল এইটা নিশ্চিত।অনেক পুরস্কারও পাবে।বিখ্যাত হবার কত সহজ উপায় :)

১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: কিন্তু তিনি মারা যেতে পারতেন।পুরস্কার পেলেও অনেক কষ্টের বিনিময়ে তিনি তা পাচ্ছেন।

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:
সেলিম ভাই স্যালুট আপনাকে দারুন ভাবে বিষয়টি ব্যাখ্যা করে বুঝিয়ে দেয়ার জন্য।

১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: কান্ডারী অথর্ব। ভালো থাকবেন সবসময়।

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৬

না বলা কথা বলেছেন: কে আস্তিক হলো আর কে নাস্তিক হলো এটা কোনো ব্যাপার না। যার যার তার তার। আমার পাছার কাপড় ঠিক থাকলেই হলো।
তবে বাক স্বাধীনতার নামে কেউ যদি নিজের মাকে চুতমারানি বলে গালি দেয় আর বলে বাক স্বাধীনতায় আমি যা ইচ্ছা তাই বলবো। তুমিও মুখে গালি দিয়ে পরতিবাদ করো। সেই বাক স্বাধীনতার খেলায়তো অনেকে নাও খেলতে পারে।
মুসলমানরা তো জানি নিজের নবীকে সব কিছুর চেয়ে বেশী ভালোবাসে।আর না বাসলে সত্যিকারের মুসলমান হতে পারবেনা। তাই বাক স্বাধীনতার নামে নবী , ধর্মকে গালি দিয়ে গালাগালির খেলা খেলাতো একরকমের ধৃষ্টতা। এ রকম বাক স্বাধীনতা চু.........র অনেক খাটি মুসলমানের টাইম নাই।

১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: সেই ধরণের ব্যাপর হলো আমরা শালীন ভাবে প্রতিবাদ করবো। কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.