নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
হাদীসে আছে যে,কেয়ামতের দিন মানুষের আমলনামা যখন দাড়িপাল্লায় ওজন করা হবে সে সময় সব চেয়ে ভারী জিনিস হবে আখলাক বা উত্তম চরিত্র।নামায আদায় করা সহজ কিন্তু চরিত্র গঠন করা কঠিন।
রাসুল(স)কাবাঘরের চাবি হাতে নিয়ে বললেন ডাকো ওসমানকে।ওসমান (রাঃ)রাসুল (স) এর সামনে এসে দাড়ালেন।রাসুল (স) বললেন ওসমান এই দেখো কাবা ঘরের চাবি।সেদিনের কথাকি তোমার মনে আছেযেদিন আমি বলেছিলাম,কাবাঘরের এই চাবি যখন আমার হাতে থাকবে তখন কেমন হবে।আমি বলেছিলাম এ চাবি আমি যাকে ইচ্ছা করবো তাকে দিব।আজ আমি তোমাকে দিচ্ছি।কেয়ামত পর্যন্ত এই চাবি তোমার বংশধরদের কাছে থাকবে।এই চাবি তোমার ঘর থেকে কেউ বের করতে পারবে না।এটাই হচ্ছে রাসুল(স) এর চারিত্রিক বৈশিষ্ট্য।
হযরত হামজা রাঃ এর হত্যাকারী ওহাশীকে হত্যা করার জন্য সকল সাহাবা মনে মনে আগ্রহী ছিলেন।কিন্তু রাসুল (স) ওহাশীকে ক্ষমা করে দেন।রাসুল (স) এর চারিত্রিক বৈশ্ষিট্য এরকমই।
রাসুল (স) এর কন্যা জয়নাব (রা) ছিলেন গর্ভবতী ।তাকে বর্শা নিক্ষেপ করেছিলো হোবার ইবনে আসওয়াদ।গুরুতর আহত হওয়ার কারণে জয়নবের গর্ভপাত হয়েগিয়েছিল।সাতবছর যাবৎ তিনি অসুস্থ ছিলেন এবং অসুস্থ অবস্থায় তার মৃত্যু হয়।হোবার ইবনে আসওয়াদ কালেমা পাঠ করে মক্কায় আসার পর রাসুল (স) তাকে ক্ষমা করে দিয়েছিলেন এবং নিজের হাতে তাকে বাইয়াত করেছিলেন।
----------------------------------------------------------------
উৎসঃ-মাওলানা তারিক জামিল(পাকিস্তান) ।তিনি মেডিকেল স্টুডেন্ট ছিলেন পরে পড়াশুণা ছেড়ে দ্বীন শিক্ষায় আলেম হয়ে যান।সাহাবী আজমাইনদের কার কবর কোথায় আছে তা বলতে গেলে মুখস্ত বলে ফেলেন।অসামান্য প্রতিভাধর জীবন্ত কিংবদন্তী তিনি।
-------------------------------------------------------------------
যুদ্ধাপরাধীরা দেশদ্রোহী জঘন্য ধর্ষক তাদের বিচার সময়ের দাবী
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: Click This Link
২| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫
কালোপরী বলেছেন: হাহ!! এটা কেমন রিপ্লাই!!!
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: তালগোল পাকানো রিপ্লাই,.... মানুষের তালগুলপাকায় কখন পরি ওই লিংকে সব বলা আছে মেরে মেহবুবা মেরে ব্ল্যাক এন্জেল
৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯
কালোপরী বলেছেন:
এত ভালু ভালু না
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০০
সেলিম আনোয়ার বলেছেন: একটা কবিতা লিখি জানেমান?
৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০২
কালোপরী বলেছেন: আমি আবার জানেমান হইলাম কবে থেকে??!!!!!!!!
লেখতে চাইলে লিখবে, আমি কি আটকায় রাখসি নাকি
কি আজিব
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৪
সেলিম আনোয়ার বলেছেন: তুমি চাইলে আমি লিখতে পারি।না চই্রলে কবিতা আসবে না।
৫| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৬
কালোপরী বলেছেন: প্লিজ লিখবেন না
নিজেকে কঠিন ক্ষমতাবান মনে হচ্ছে, আমি কারও লেখা আটকায় রাখতে পারি। ওরে বাবা !!!
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৮
সেলিম আনোয়ার বলেছেন: পরীরা আবার ক্ষমতা ছাড়া হয় নাকি?কারোপরী বেশি ক্ষমতাবান তার সাদা তার পর লাল তার পরি লিখি?
৬| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৫
ঘুড্ডির পাইলট বলেছেন: নবিজী অত্যান্ত ক্ষমাশীল ছিলেন।
৭| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৩
কান্ডারি অথর্ব বলেছেন:
যুদ্ধাপরাধীরা দেশদ্রোহী জঘন্য ধর্ষক তাদের বিচার সময়ের দাবী +++
©somewhere in net ltd.
১| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৬
কালোপরী বলেছেন: আপনার পোস্টে আসলে তালগোল পাকায় যায়