নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আজ আবার একাত্তর
প্রজন্ম চত্বরে
জনতার ঢল অকুতভয় নির্ভীক;
তরুণ তরুণী উচ্ছল চঞ্চল
মিছিলে শ্লোগানে
মুখরিত চারিদিক।
অস্ত্রহাতে নয়
জোড়ালো আহবানে
সুতীব্র চিৎকারে
গণজাগরণে গণদাবী একটাই
যুদ্ধাপরাধীর ফাঁসি চাই
রাজাকার মুক্ত বাংলা
প্রহসন নয় বিচার চাই।
কলুষিত রাজপথ
কলুষিত রাজনীতি
বুঝিনা জটিল সমীকরণ
ন্যায়ের দাবীতে দিয়েছে জীবন
যেই জন নাই তার মরণ
ক্ষয় নাই লয় নাই
ভয় নাই তাই ভয় নাই
আমাদের প্রাণের দাবি
জননী জন্মভূমি
পেয়েছো স্বাধীনতা তুমি
একাত্তরে
পরাধীনতার শৃঙ্খল হয়ে
হানাদার দোসর করছে বিচরণ আজও
তোমার পরে
তাদের সলিল সমাধীতে
পঙ্কিলমুক্ত পবিত্র হবে তুমি
আমাদের বাংলাদেশ
স্বাধীন শাপমুক্ত ভূমি।
----------------------------
আমার লেখা প্রথম কবিতা ২১ শে ফেব্রুয়ারী
শুরুটা এই রকম ছিলো.....একুশে ফেব্রুয়ারী বীরের তরবারী ভাষার জয়গান.......তারপর আর মনে নাই তখন আমি ৭ম শ্রেণীতে পড়ি...ওটা পাড়ার দেয়াল পত্রিকায় প্রকাশিত হয়ে ছিলো......
০২ রা মার্চ, ২০১৩ রাত ১২:২৪
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শুভকামনা থাকলো
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
আরজু পনি বলেছেন:
এই স্বাধীন বাংলাকে শাপমুক্ত ভূমি হিসেবেই দেখতে চাই।।
০২ রা মার্চ, ২০১৩ রাত ১২:২৫
সেলিম আনোয়ার বলেছেন: আমিও চাই।ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩১
শায়মা বলেছেন: +