নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
বসন্তের এই মাতাল সমীরণে
অবারিত সবুজের মাঠে
সবুজের ঢেউ ওঠে;
কালো মেঘের আকাশটা
যেন বৃষ্টি ডেকে আনে
বালি হাঁসের দল ভেসে চলে
কোলাহলে।
সাদা বকেরা সবুজের বনে
উড়িতেছে ক্ষণে ক্ষণে
ফুটেছে ফুল মেঠো পথে দূর্বাবনে
ঘাস ফুলে ঘাস ফড়িং এর দল
শঙ্খচিল হিজলের বনে
চাওয়া পাওয়ার সন্ধিক্ষণে
ডাকিতেছে আপন মনে
মোর হিয়ার কোনে
অনুক্ষণে;
তোমায় নিয়ে বনলতা
উঠছে জেগে প্রেমবারতা
মনে আজি কত কথা
গোলাপ হয়ে ওঠছে ফোঁটে;
আমার আঁখি পল্লবে
তাই তোমায় নিয়ে স্বপ্ন আঁকা
আমার কন্ঠে তোমার প্রেম
কাব্য হয়ে ওঠে।
আজি এ পাগল করা মৃদু হাওয়ায়
তোমার পানেই
মন ছুটে যায়;
কিছুটা সুখের কমনায়
ভালোবাসার স্বপ্নে তাই
মন পবনের নাও ভাসাই।
............................................
উৎসর্গ- প্রিয় কবি জীবনান্দ দাশ ও বনলতারা
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: kobita pathey dhonnobad..shuvokamona thaklo
২| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৩
পরিবেশ বন্ধু বলেছেন: অসম্ভব অসাধারন
বনলতা সেন
এখন ও কি তারেই খুজেন
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: এখনও তাকেই খুজি..শুভকামনা থাকলো
৩| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৭
জাওয়াদ তাহমিদ বলেছেন: তোমায় নিয়ে বনলতা
উঠছে জেগে প্রেমবারতা
মনে আজি কত কথা
গোলাপ হয়ে ওঠছে ফোঁটে;
আমার আঁখি পল্লবে
তাই তোমায় নিয়ে স্বপ্ন আঁকা
আমার কন্ঠে তোমার প্রেম
কাব্য হয়ে ওঠে।
বাহ বাহ।
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ।শুভকামনা থাকলো
৪| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪০
আজ আমি কোথাও যাবো না বলেছেন: শুনলাম আমারে ডাকচেন!
কবিতা ভাল লেগেছে!
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: ডাক শুনার জন্য ধন্যবাদ
৫| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৫
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: কবিতাটা অনেক ভালো লাগলো সেলিম ভাই।
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শুভকামনা থাকলো
৬| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:০২
ফারজানা শিরিন বলেছেন: ভালোবাসার স্বপ্নে তাই
মন পবনের নাও ভাসাই
ভাসানের আগে আবহাওয়া বার্তা শুনে নিয়েন ।
সুন্দর বচন ।
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: চেষ্টা করছি..ধন্যবাদ
৭| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৯
ভুল উচ্ছাস বলেছেন: সুন্দর কবিতা, আপনি ইদানিং সায়েম মুন ভাইয়ের কবিতা বেশি পড়েন নাকি? উনার মতোই প্রকৃতি প্রেমী আবার ভাষায় কিছু জীবনানন্দ দাস আবার তারমধ্যে নিজের অনুভূতি মিশিয়ে দারুন লিখেছেন। পরিনীতিবোধ লক্ষণীয়।
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: নিজে ই থাকি প্রকৃতির মধ্যে পড়তে হবে কেন?সায়েম মুন খুব ভালো লেখেন।
আমাদের একটা বিষয়ে দারুণ মিল আছে।বেশি পড়ি অন্য কবিদের কবিতা...তবে তিনিও শুনেছি পেশার প্রয়োজনে বিভিন্ন জায়গায় যান।প্রতিটি কবিতায় নিজস্ব ছবি থাকে..আমার কবিতাতেও নিজস্ব ছবি থাকে।
৮| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৬
আরজু পনি বলেছেন:
বেশ বেশ! কবিতার ঝড় বইছে....দফায় দফায় কবিতা রচিত হচ্ছে...বেশতো।
আচ্ছা "অনুক্ষন" কি শেষে "ণ" হবে না ??
১৫ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: suprio blogger kobitar jhor ta dekhlen...moner jhorta dekhbey key shuni ?valo thakben sobamoi
৯| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৫
একজন আরমান বলেছেন:
হুরর...
জীবনানন্দের প্রক্সি তো আমি দিতাছি !
কোবতে বরাবরের মতোই ভালো হয়েছে।
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ।শুভকামনা থাকলো নিরন্তর।
১০| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৬
ফারজানা শিরিন বলেছেন: কবি কই ?
১৫ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৫২
সেলিম আনোয়ার বলেছেন: suprio blogger akto basto..somoy korey jobab dibo
১১| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১:১৬
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
খুব সুন্দর।।
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কবি।কেমন আছেন?শুভকামনা থাকলো।
১২| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১:২৪
স্বপনবাজ বলেছেন: সুন্দর
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ।শুভকামনা থাকলো।ভালো থাকবেন সবসময়
১৩| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ২:৩৫
ঘুড্ডির পাইলট বলেছেন: বনুলতার কাহিনি অখনও চলতাছে দেকছি !
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: আল্লাহ জানে আর কতদিন চলে।
১৪| ১৫ ই মার্চ, ২০১৩ ভোর ৫:১৬
শের শায়রী বলেছেন: বসন্তের এই মাতাল সমীরনে বনলতাদের প্রেমের সাড়া দিতাছ, ওই মিয়া খবর কি? ঢাকা আসবা নাকি শীঘ্রী?
১৫ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৫১
সেলিম আনোয়ার বলেছেন: ভাই দেরী আছে?আশা করি ভাল আছেন...পরসমাচার এই যে...........শুভকামনা থাকলো।
১৫| ১৫ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৫৪
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাল লাগল।
১৫ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: shorna ai matro amar kobita sharthok holo...kichukkhoner modhhey LAWACHARA jachchi...gotobochhor akta band dol chhilo sylheter besh valo daroon adda hoyechhilo..songey gan.....amra ar tara 2 doley ganer protodontita ....darron valo lagchhilo...ami geyechii robindro lalan
১৬| ১৫ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৫৭
রাফা বলেছেন: সেলিম ভাই,জবাব নাই।
ফরিদি-কে উৎসর্গ করেন এইটা।
জয় বাংলা।
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: করলাম...ইনফ্যাক্ট আমার ব্লগার হয়ে ওঠা তার জন্যে শুধু তার জন্যে....আমার ব্লগটাই তার জন্য উৎসর্গ কৃত
১৭| ১৫ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫৬
রহস্যময়ী কন্যা বলেছেন: তোমায় নিয়ে বনলতা
উঠছে জেগে প্রেমবারতা
মনে আজি কত কথা
গোলাপ হয়ে ওঠছে ফোঁটে;
আমার আঁখি পল্লবে
তাই তোমায় নিয়ে স্বপ্ন আঁকা
আমার কন্ঠে তোমার প্রেম
কাব্য হয়ে ওঠে।
ভাইয়া..আপনি তো ২০১৩ সালের জীবনানন্দ দাস হয়ে গেলেন।কবিতা ভালো হয়েছে।শুভকামনা থাকলো
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: খুব ভালো হত যদি পারতেম হতে জীবনানন্দ..আমার প্রিয় খুব প্রিয় কবিদের একজন।
১৮| ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৩
ইখতামিন বলেছেন:
খুব ভালো লাগলো.
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:০০
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ইখতামিন।দেখছেন সে এসেছে জানতাম তাকে আসতেই হবে।ভালো থাকবেন সবসময়।
১৯| ১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১০
অনীনদিতা বলেছেন: কবিতা তো সবসময়ই খুব ভালো হয়
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:০১
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ।
২০| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৭
যোগী বলেছেন: ঐ সেলিম ভাই একটা বিপ্লবের কবিটা লেখেন না। এই সব রোমান্টিক কবিতায় কেন যান পোষায় না। তবে রোমান্স হবে বাট সেটা বিপ্লবের মধ্যেই।
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:০২
সেলিম আনোয়ার বলেছেন: যোগী লিখতে পারি বিপ্লবী কবিতা..যদি স্বর্না রিকোয়েস্ট করে...দাত ভাঙ্গা বিপ্লবী কবিতা লিখবো...রাজাকাররা পালাবে
২১| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৫
আমি বাঁধনহারা বলেছেন:
বড় অভিমানিনী মেয়ে বনলতা
যতই কবিতা লিখুন কবি ভাই
সে আর বলবে না কোন কথা!!
তবু দো'য়া করি সে আসুক ফিরে
আপনার প্রেমের উষ্ণ বাসরে।
ভালো লাগল
+++++++++
আপনার কবিতার ভাবালম্বনে বনলতা শিরোনামে আমি ও একটা কবিতা লিখেছি।
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ বাধন হারা ভাই..ভালো থাকবেন সবসময়।
২২| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:২০
যোগী বলেছেন: কোন দিন কভূ হয়নিকো জয়ি পুরুষের তরবারি
প্রেরনা দিয়েছে শক্তি দিয়েছে বিজয়ি লক্ষি নারী।
শালা দুনিয়াটাই শুধু কবিদের যোগীদের অনুরোধ কেও রাখেনা ।
১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: রাখবে যোগী.....তবে স্বর্নকমল বললে আমি আকাশের চাঁদ এনে দিতে প্রস্তুত
২৩| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৩
সপ্নাতুর আহসান বলেছেন: খুব সুন্দর কবিতা। না পড়লে আসলেই অনেক কিছু মিস করতাম।
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:২০
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ
২৪| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৩
নিয়েল ( হিমু ) বলেছেন: দারুন লিখেছেন ।
ভাল লাগল খুব
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৫
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শুভকামনা থাকলো।
২৫| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:১৫
বনলতা মুনিয়া বলেছেন: থ্যাঙ্কু থ্যাঙ্কু
১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৮:০৯
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ...বনলতা
২৬| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৩
কান্ডারি অথর্ব বলেছেন:
৯ ম প্লাস।
১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৮:১০
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ কান্ডারী অথর্ব।ভালো থাকবেন সবসময়।
২৭| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৮:২৯
কালোপরী বলেছেন: শূন্যতার প্রহরে
সে রোজ থাকত
জানালার কার্নিশে
কেউ আসবে বলে
১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১২
সেলিম আনোয়ার বলেছেন: তাই নাকি?দেখলাম না তো!
©somewhere in net ltd.
১| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৩
ফালতু বালক বলেছেন: আজি এ পাগল করা মৃদু হাওয়ায়
তোমার পানেই
মন ছুটে যায়;
কিছুটা সুখের কমনায়
ভালোবাসার স্বপ্নে তাই
মন পবনের নাও ভাসাই
সেলিম ভাই, খুব ভালো।
এই লাইন গুলা ভালো লাগছে