নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আমি দূরেই থাকি
ক্রমাগত দূর থেকে দূরে সরে
গন্তব্যহীন অজানায় যাই হারিয়ে
তোমার দেয়া কস্টগুলো
ভালবাসার রক্তগোলাপ ভাবতাম
কাটার আঘাত তাই অনিবার্যাই মানতাম
গোলাপঘ্রানে কাঁটার আঘাত সুনিশ্চিৎ জানতাম।
যেদিন করজোড়ে ক্ষমা চাইলে
কষ্টগুলো বিন্দু থেকে সিন্ধু হলো
প্রশান্তের গভীরতম খাত মারিয়ানা ট্রেঞ্চে যেমন
সমুদ্রের নোনাজল বিশাল ঢেউয়ে ফুলে ফেপে ওঠে
দুঃখ গুলো আমার তেমনি আছড়ে পরে হৃদয় মন্দিরে
তোমার মুক্তি কামনায় তীব্রতম কষ্ট পেলাম
তোমার অবজ্ঞা অবহেলা
গোলাপ কাটা নয় মরন বান হলো
তাই আমি অনেক দূরে
অসীমেরও পরে
বিভ্রান্ত আমি আজই দিকভ্রান্ত ।
দূর থেকেই মেঘদূত জানিয়ে গেলো আমায় অবজ্ঞার হাসিতে
কোন এক ভ্রমর নাকি বাসা বেঁধেছে তোমাতে?
এখন তুমি তারই সাধনায় দিনকে রাত করছ
যেমনটা করতাম আমি তোমার জন্যে
কাঁটার আঘাত পেলে কি না?
নাকি পেলে প্রেমের সুঘ্রান?
পেলে কি রক্তগোলাপের সুতীক্ষ বর্শার ফলার মতন ধারালো আঘাত পর্বত সমান?
জানিয়ে দিয়ো যদি তেমনটি ঘটে
আমি যেমনটি পেয়েছিলাম মানসপটে
আমি দূরেই থাকি
ক্রমাগত গন্তব্যহীণ গন্তব্যের খোঁজে ।
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪১
সেলিম আনোয়ার বলেছেন: Click This Link
২| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
দুঃখ কিসের?
২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: দুঃখ কিসের জানি না।
৩| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:০৮
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভাল লাগলো।
১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ।শুভকামনা থাকলো নিরন্তর।
৪| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:২৫
শান্তা273 বলেছেন: ভালোলাগা রইল অনেক।
১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: শান্তা273 কবিতা পাঠে ধন্যবাদ্ ।ভালো থাকবেন সনসময়।
৫| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:৪২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবিতা চমৎকার হইছে ।
১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: লিটন ভাই কেমন আছেন?
নিরন্তর শুভকামনা থাকলো।
৬| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ২:২০
স্বপনবাজ বলেছেন: চমৎকার
১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ
চমৎকার সে তো হতেই হবে হুজুরের মতে অমৎকার।
নিরন্তর শুভকামনা।
৭| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ২:৫৬
সপ্নাতুর আহসান বলেছেন: বাহ! চমৎকার
১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ...সপ্নাতুর আহসান।ভালো থাকবেন সবসময়।
৮| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ২:৫৮
ঘুড্ডির পাইলট বলেছেন: আক্কেল আলী দুরেই থাকে
১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
সেলিম আনোয়ার বলেছেন: ঘুড্ডির পাইলট বলেছেন: আক্কেল আলী দুরেই থাকে
কিতা কন বাহে?
৯| ১৬ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৫২
শের শায়রী বলেছেন: ভাই আপনি কি সরকারী চাকুরী করেন? এত সুন্দর কবিতা কি ভাবে লিখেন আপনি।
খুব জানতে ইচ্ছে হয় আপনি কি সাহিত্য র ছাত্র?
১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: জি হ্যা।
জানি না কিভাবে লিখি?
না আমি সাহিত্যের ছাত্র নই?
তবে আখতারুজ্জামান ইলিয়াস স্যার ঢাকা কলেজে আমাদের লাল শালু পড়াতেন....হ আহমেদ কিন্তু বাংলার ছাত্র ছিলেন না আমার মতই বিজ্ঞানের ছাত্র...আপনি কি ইতিহাসের ছাত্র কি না?আমার মনে হয় না?তবে আপনি ইতিহাসবেত্তা।
১০| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪১
লক্ষ্মীপেঁচা বলেছেন: ঘুড্ডির পাইলট বলেছেন: আক্কেল আলী দুরেই থাকে
শের শায়রী বলেছেন: ভাই আপনি কি সরকারী চাকুরী করেন? এত সুন্দর কবিতা কি ভাবে লিখেন আপনি।
খুব জানতে ইচ্ছে হয় আপনি কি সাহিত্য র ছাত্র?
ভাই , আক্কেল আলিটা কে ?
আর শের শায়রীর মত আমিও জিগাই , এতো কবিতা ক্যামনে লিখেন?
১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: আর কোন প্রশ্ন নাই?আপনাকে আমার খুব ভালো লাগে।
শুভকামনা থাকলো।
১১| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৩
shfikul বলেছেন: +++
১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: +++++
১২| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৫
নিয়েল ( হিমু ) বলেছেন: আমি দুরেই থাকি
ভাল লাগা জানবেন ভাই
১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: আপনিও ভালো থাকবেন
১৩| ১৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
একজন আরমান বলেছেন:
ভালো লাগলো।
১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ আরমান কেমন আছেন আপনি?
১৪| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫০
সায়েম মুন বলেছেন: এত দূরে আর থাইকেন না।
১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: না দূরেই থাকবো
কবি দূর থেকে ভালো বাসবো।
১৫| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
আমি দূরেই থাকি
ক্রমাগত দূর থেকে দূরে সরে
গন্তব্যহীন অজানায় যাই হারিয়ে
ভাললাগা।
+++
১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ স্নিগ্ধ শোভন ভালো থাকবেন সবসময়।
১৬| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৬
কান্ডারি অথর্ব বলেছেন:
+++++++++++ ভাল লাগল।
১৭| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৮:০৬
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শুভকামনা।
১৮| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৮:২৭
কালোপরী বলেছেন: দূরত্ব বোঝাবে প্রিয়
মনের অনল
রোজ দিন
জ্বলেছে, পুড়েছে
হৃদয় মনন
++++++++++
১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৩
সেলিম আনোয়ার বলেছেন:
১৯| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫১
শ্রাবণ জল বলেছেন: সুন্দর।
ভাল লেগেছে।
০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ শুভকামনা থাকলো ভাল থাকবেন সবসময়
২০| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৯
অপ্রচলিত বলেছেন: বিষাদে ভরপুর কবিতা। সুন্দর লিখেছেন, কিন্তু মন খারাপ করিয়ে দিয়ে গেল।
২১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। মন খারাপ করা কত ঘটনাই ঘটে।
©somewhere in net ltd.
১| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৫
ইসরা০০৭ বলেছেন: আমি দূরেই থাকি
ক্রমাগত দূর থেকে দূরে সরে
গন্তব্যহীন অজানায় যাই হারিয়ে .......
অনেক ভালো লাগা।