নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

এ আমার প্রেম

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:২০



তুমি ভেবেছো থেমে গেছি আমি!

সে ডাহা মিথ্যে কথা!

জীবন চলমান

ভাল যদি নাই বেসে থাক

নিজেকে যদি কেবলই দূরে রাখ।



ভেবনা আয়োজন থেমে গেছে

পরাজিতেরও জয় আছে

ব্যর্থ প্রেমিকেরও প্রেম আছে

সাফল্য আছে

নিজেকে আড়াল করেছো কৌশলে

নাকি লজ্জায়!

নাকি ছুটছো মরিচীকার পিছু

হয়তো বা নাকটা তোমার নেহায়েত অনেক উঁচু!





তোমার ও ব্যর্থতা আছে

আমাকে সঙ্গি করে না পওয়া

সেই বা কম কিসে?

কি হতে পারতো আর কি হবে?

ভেবেছো কি একটি বার ?

আমি কে, কেমন, কি আছে আমার?

হতেও তো পারি আমি তোমার

কল্পনার সেই সে ডালিম কুমার!

খাটিসোনার চেয়েও বিশুদ্ধ প্রেম আমার ।



আর সব প্রবঞ্চকের দল

মেতেছে পুতুল খেলায় তোমায় লয়ে

চেয়ে দেখ হাত বাড়িয়েছি আমি

প্রেমের বাঁধনে বাঁধবো বলে

ডাক দিয়েছি কবিতার ছলে

এ ছলনা নয় প্রেমি

বাঁধবে কি আমায় বাহুডোরে তুমি?



ভেবে ভেবে বল

জানি সময় গেলে হয়না সাধন

এতই কঠিন এই যে জীবন

চল হাতে হাত রাখি

যৌবনের সব স্বপ্নগুলো বাস্তবে দিই আঁকি।

জীবন চলার পথে

দৃপ্ত পদক্ষেপে সম্মুখ পানে ছুটি।



এ আমার প্রেম,

এ আমার আহবান ;

বুঝতে পার যদি

হও আগুয়ান।




ধর হাতখানি মোর

পাবে আমায় সঙ্গী করে

থেমে থাক কেন?

জড়ের মতন !

প্রাণের ছোয়া লাগাও প্রাণে!

এখনই এখন।



ভালোবেসে থাক যদি মোরে

সঙ্গোপনে ক্ষনিকের তরে

এসে হে প্রিয়া হৃদয়ে আমার আলতো রাঙা পায়

মনটা আমার খোঁজে বেড়ায়

শুধু তোমায়

আমার এ বুক আজি তোমারই নেশায়

দারুন তৃষ্ণায় ।

















মন্তব্য ৫৮ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৩

যোগী বলেছেন: দারুন সেলিম ভাই, গুড লাক!

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪১

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে ধন্যবাদ..আর শুভকামনা।

২| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:

আমি যতই পড়ছি ততই মুগ্ধ হচ্ছি আপনার লেখা পড়ে ।

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: ১ম ভালো লাগাটা বোধ হয় আপনার...নিরন্তর শুভকামনা থাকলো..ভালো থাকবেন সবসময় কান্ডারী।

৩| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৬

ফাহিম আহমদ বলেছেন: দুটাই সুন্দর.............. B-)

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: আমার ব্লগে সুস্বাগতম.......কবিতা পাঠে ধন্যবাদ

৪| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৭

কালোপরী বলেছেন: ডালিম কুমার
হারিয়ে গেছে
বইয়ের পাতায়
রূপকথার মায়ায়

খুঁজতে গিয়ে
রাজার কুমার
হারিয়ে গেল
একলা দুপুর
পায়ের নূপুর

নূপুর খুঁজে
হারিয়ে গেল
ছোট মেয়ে
ডালিম কুমার
রইল কি তার পথ চেয়ে??

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: এ রূপ কথা নয়..এটি সত্যি....স্বর্ণকমল ইজ মাইন...ফর এভার

৫| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩২

একজন আরমান বলেছেন:
এ আমার প্রেম,
এ আমার আহবান ;
বুঝতে পার যদি
হও আগুয়ান।

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: কবিতাপাঠে ধন্যবাদ শুভকামনা রইলো।

৬| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৪

ফালতু বালক বলেছেন: সেলিম ভাইইইইইই, ছবিটা কেমন যেনো সেকেলে টাইপ হইছে B-) B-) B-)
আমার ভাল লাগে নাই ;) ;)

কাব্য হইছে চরম, প্রত্যেক লাইনে++++++

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: এটা বেলাগাও থেকে তোলা এক দরিদ্র কৃষক বাড়ি থেকে..ভাবুনতো একটা গ্রামে এমন পুষ্প প্রেমী কতটা অবেদন রাখে.আমার কবিতার চেয়ে তার আবেদন কিন্তু কম নয়..

শুভকামনা থাকলো।

৭| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৯

নীল-দর্পণ বলেছেন: এক কথায় দারুন!!

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ নীল দর্পণ..শুভকামনা নিরন্তর

৮| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৩

স্নিগ্ধ শোভন বলেছেন:


ভালোবেসে থাক যদি মোরে
সঙ্গোপনে ক্ষনিকের তরে
এসে হে প্রিয়া হৃদয়ে আমার আলতো রাঙা পায়
মনটা যে মোর খোঁজে বেড়ায়
শুধু তোমায়
আমার এ বুক আজি তোমারই নেশায়
দারুন তৃষ্ণায় ।


দারুণ!! ভাললাগা নিবেন কবি।

++++++

ব্লগে আমন্ত্রণ রইলো।

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১১:২১

সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনা নিরন্তর...কবিতা পাঠে ধন্যবাদ.................প্রেম চাই কবি

৯| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৩

আমি বাঁধনহারা বলেছেন:


কি বলব প্রিয় কবি ভাই
অসাধারণ হয়েছে...
যা বলবার মত ভাষা নাই!!!

+++++++++++++



ভালো থাকবেন
মনে রাখবেন!!!

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৩

সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনা কবি

পুরুষের প্রেমে আঘাত আছে বিদ্রোহ আছে

১০| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১১:১০

আরজু পনি বলেছেন:

ওররে! হেব্বি ধাক্কা লাগানি প্রেমময় কবিতা দেখি!
বেশ লিখেছেন তো!

প্লাস লন।।

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৬

সেলিম আনোয়ার বলেছেন: suprio blogger kobita pathey dhonnabad ..valo thakben sobshomoi

১১| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: প্রেমময় কবিতা! :) ++++++++++

দেখলে দুক্ক পাই। /:)

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৮

সেলিম আনোয়ার বলেছেন: aj ami kothao jabona..ai kobita khani abritti korey shunabo

shuvokamona valo thakben sobshomoi

১২| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৯

বোকামন বলেছেন: প্রেমময় কবিতায় কোথায় যেন প্রেমের অভাব !
কবিতায় +

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:০০

সেলিম আনোয়ার বলেছেন: premikar ..shey ashley commentailei kobita poripurno

shuvokamona thaklo valo thakben shobshomoi

১৩| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪১

সায়েম মুন বলেছেন: নাইস।
প্রেমিকা না এসে থাকতে পারবে না। :P

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: kobi apnar mukhey fulchondon poruk......kobita pathey dhonnobad ar shuvokamona thaklo

১৪| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৯

তারছেড়া লিমন বলেছেন: তুমি ভেবেছো থেমে গেছি আমি!
সে ডাহা মিথ্যে কথা!

সত্যি কারের প্রেমিক কখনও থামেনা ভাই.... আপনার কবিতা খুব ভাল লাগে। ভাল থাকবেন।।

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:০২

সেলিম আনোয়ার বলেছেন: আমার ব্লগে সুস্বাগতম..কবিতা পাঠে ধন্যবাদ...শুভকামনা থাকলো..ভালো থাকবেন সবসময়। :)

১৫| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৫

তারছেড়া লিমন বলেছেন: ভাই আমি আপনাকে অনুসরন করি আর আপনার লেখা সবসময়ই পড়া হয় তবে মন্তব্য করা হয় না চুপি চুপি লাইক করে যায়।

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৬

সেলিম আনোয়ার বলেছেন: নিরন্তর শুভকামনা থাকলো।

১৬| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৫

স্বপনবাজ বলেছেন: অনেক সুন্দর হয়েছে সেলিম ভাই !

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৭

সেলিম আনোয়ার বলেছেন: কবিতাপাঠে ধন্যবাদ আর শুভকামনা থাকলো..ভালো থাকবেন সবসময়।

১৭| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩২

ঘুড্ডির পাইলট বলেছেন: এ আমার প্রেম,
এ আমার আহবান ;
বুঝতে পার যদি
হও আগুয়ান।

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ ঘুড্ডির পাইলট।ভালো থাকবেন সবসময়।

১৮| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:

কি করে বুঝলেন প্রথম ভালো লাগাটা আমার ?

২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৪১

সেলিম আনোয়ার বলেছেন: বুঝি..বুঝা যায়.....আপনি ছাড়া আর কে হবে?

১৯| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:২৫

ড. জেকিল বলেছেন: কাকের ঠ্যাং-বকের ঠ্যাং বড়ই চমৎকার হইয়াছে ...........

২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫০

সেলিম আনোয়ার বলেছেন: ভেবেছেন আমি অনেক বড় কবি..কবিতা পড়তে এসে সত্য উপলব্ধি হয়েছে....হাকালুকি হাওড়ে প্রচুর বক.এক ঠ্যাং এ দাড়িয়ে আছে..পুটি মাছের সন্ধানে.....আমিও একজনের অপেক্ষায়.আর কাক এখানে কাক নাই বললেই চলে

২০| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:৩১

ড. জেকিল বলেছেন: সুন্দর হয়েছে ++

২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫১

সেলিম আনোয়ার বলেছেন: B:-)

২১| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৯

অদ্বিতীয়া আমি বলেছেন: ++++++

২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: কবিতাপাঠে ধন্যবাদ আর শুভকামনা থাকলো..ভালো থাকবেন সবসময়। :)

২২| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ২:০৭

মাক্স বলেছেন: নিজেকে আড়াল করেছো কৌশলে
নাকি লজ্জায়!
লজ্জাকৌশল!!

ভালো লাগলো খুব!
ডজনতম ভালোলাগা!!

২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: !!!!!!!! মহান ব্লগার সুস্বাগতম.....ভাল থাকুন সবসময়।

২৩| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৯:২০

স্পাইসিস্পাই001 বলেছেন: কবিতা ভাল লেগেছে সেলিম ভাই.... ছোট্ট করে প্লাস দিয়ে গেলাম +

ধন্যবাদ.... ভাল থাকবেন......... :)

২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: ইস কবে যে বড় প্লাস পাই......সেই প্রতিক্ষায় থাকলুম.........শুভকামনা থাকলো।

২৪| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:

হুম হৃদয়ের টান আছে দেখা যায়।

২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫১

সেলিম আনোয়ার বলেছেন: শিং মাছের কাটা খেয়েছি.এইরকম তীব্র কাটা জীবনেও খাই নাই..তবু সেটা ডান হাতের অনামিকায়...আমি শেষ জান আমার যায় যায়..আঙ্গুলে মরিচ বাটা

২৫| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫১

সেলিম আনোয়ার বলেছেন:

২৬| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১৬

সেলিম আনোয়ার বলেছেন: প্রথমে লবণ থেরাপি.ডাকাত শিং মাছ গুলোকে লাল টক টকে বালতিতে নিয়ে ১০০গ্রাম লবণ দিয়ে হত্যা করলাম..এরপর তিতা করলা দিযে সেগুলো রান্না করে চিবিয়ে চিবিযে খাব.....এমন ইজ্জতহীনভাবে আমি শিং মাছের কাটা খাইনাই....পুকুরে শিং এর গর্তে হাত দিয়ে কাটা খেয়ে সারা দিন কান্না করেছি তখন আমার বয়স ছিল সর্বোচ্চ দশ সেখানে বীরত্ব ছিল আর এখন.বাজার থেকে শিং কিণে আনলাম ২ কেজি রিক্শরি ঝাকুনিতে সবগুলো শিং রাস্তায় পড়ে গেল....সেগুলো তাড়াহুড়ো করে ওঠাতে গিয়ে শিং মাছের কাটার শিকার হলাম..হাত থেকে ২০ ফোটা রক্ত পড়েছে...আঙ্গুল ফুলে গেছে....গরম পানিতে হাত ঢুকালাম,বরফ চ্যাকা ণিলাম,প্যারাসিটামল খেলাম,মুভ দিলাম সর্বশেষ মরিচ লবন মিক্সার দিলাম,,,তারপরও ব্যাথা যাচ্ছে না..ব্যাথায় এখনও সকালের খাবার খাইনি..কারো হাতে খাবার আমি খাই না..কি ব্যথারে বাবা !এই বয়সে কান্নাকাটি করলে মানুষ বলবে কি.....কান্ডারী আমি শেষ

২৭| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:

হায় হায় শেষে শিং মাছের কাঁটা দিয়ে ,

কার যেন ছবি দেখা যায় আপনার কম্পুর স্ক্রিনে ;)

২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৮

সেলিম আনোয়ার বলেছেন: কি যে বলেন কান্ডারী...এই কমেন্ট ডান হাতে লিখছি...অনামিকার মাথায় নীল হয়ে গেছে.....কি যে হয় কে জানে...কাটার সঙ্গে ময়লা ঢুকে থাকলে খবর আছে!!আমার কম্পুর স্ক্রীনে তো আমাকেই দেখি মনের স্ক্রিনে আছে একজনই ;)

২৮| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৩

নিয়েল ( হিমু ) বলেছেন: দারুন ভাল লাগল সেলিম ভাই +

২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৭

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ শুভকামনা।

২৯| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৯

শায়েরী বলেছেন: বাহ বাহ বহুত খুব

২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০২

সেলিম আনোয়ার বলেছেন: মে শায়ের হু তো মেরি শায়েরী....
মে আশিক হু তো মেরি আশিকী

কবিতা পাঠে ধন্যবাদ শুভকামনা থাকলো ।

৩০| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৮

টুনটুনি সুখি বলেছেন: ভাল লাগা রইল :)

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:০০

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ টুনটুনি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.